নোয়াখালী জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 20 Apr 2025 18:32:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 দিঘলীতে যুবলীগের মাটির ব্যবসা এখন যুবদলের দখলে, শুরু হয়েছে দলীয় কোন্দলও! https://ucchakontha.com/archives/33524 Sun, 20 Apr 2025 18:32:05 +0000 https://ucchakontha.com/?p=33524 বিশেষ প্রতিনিধি:

ফসলি জমি কেটে মাটির ব্যবসা! যেখানে আছে একই সঙ্গে ফসল, ফসলি জমি ও সড়কের ক্ষতি আর কৃষকের কান্না। আছে ক্ষমতার অপব্যবহার, জোর-জবরদস্তি আর দলীয় কোন্দল। গেলো দেড় দশক ধরে যার নেতৃত্বে ছিল স্বৈরাচার শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা। গ্রামাঞ্চালের নেতাকর্মীদের আয়ের বড় উৎস ছিল এটি। গেলো বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার রদবদল হলেও এই মাটির ব্যবসা বন্ধ হয়নি। বরং মৌসুমের শুরুতেই আরও জোরেশোরে চলছে ফসলি জমি ধ্বংসের কর্মযজ্ঞ। যার নেতৃত্বে এখন বিএনপির নেতাকর্মীরা। দল ক্ষমতায় না আসতেই যারা শুরু করেছে দলীয় কোন্দলও।

এই যেমন লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী এলাকায় যুবলীগ নেতা নান্টুর মাটির ব্যবসা এখন স্থানীয় যুবদলের একাধিক গ্রুপের দখলে। ইতোমধ্যে যারা সংঘর্ষে জড়িয়েছে, যেখানে প্রকাশ্য এ অস্ত্রের মহড়া হয় বলেও জানা গেছে। এক গ্রুপের নেতৃত্বে ৪নং ওয়ার্ড যুবদল নেতা ফিরোজ আলম। তার সহযোগী সৈকত এবং রাজু সহ সদস্য সংখ্যা রয়েছে ১৫-২০ জন।

সম্প্রতি ফিরোজের গ্রুপটি অন্য গ্রুপের সদস্য বাদশার ওপর হামলা চালায়। পশ্চিম দিঘলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মাটির ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। মাটির ব্যবসায় জড়িতরা ইয়াবা ব্যাবসা, চুরি -চিন্তাই সহ এলাকায় স্বশস্ত্র মহড়া দেয়। আগামীতে আরও ভয়াবহ ঘটনার আশঙ্কা তাদের।

]]>
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা! https://ucchakontha.com/archives/33325 Tue, 25 Feb 2025 06:14:29 +0000 https://ucchakontha.com/?p=33325 শাহাদাত হোসেন ভূঁইয়া: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অজ্ঞাননামা ব্যক্তি চুরি করতে গিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাছলিমা বেগম রোজি (৬০ ) ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী ছিলেন।

]]>
জাতীয় নির্বাচন বিলম্ব হলে রাজপথে নামবে বিএনপি https://ucchakontha.com/archives/33314 Sun, 23 Feb 2025 08:28:07 +0000 https://ucchakontha.com/?p=33314 শাহাদাত হোসেন ভূঁইয়া: নোয়াখালী প্রতিনিধি

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যাবস্থা করতে বর্তমান সরকার কে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ।গতকাল নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে আয়োজিত সমাবেশে তিনি এমন বক্তব্য প্রদান করেন।সমাবেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী বকরত উল্লাহ্ ভূলু বলেন এই সরকার এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেতে পারে নাই।সরকার এখনও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেনা।তাই দ্রুত নির্বাচন দিলে অনেক কিছুই সমাধান হবে।সভায় আরও বক্তব্যে রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। জয়নাল আবেদীন ফারুক বলেন ডলার,ইউরো আর রিয়াল দিয়ে দলীয় পদ ক্রয় করা যাবে না।তিনি দলীয় কর্মীদের বলেন আমরা টাকার কাছে ইমান বিক্রি করবো না।এই ছাড়া সভায় বক্তব্য রাখেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, ব্যারিষ্টার মীর হেলাল সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নোয়াখালী জেলার প্রায় কয়েক লক্ষ কর্মী সমর্থক।

]]>
নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি: নগদ টাকাসহ গ্রেফতার ৩৪ https://ucchakontha.com/archives/33075 Tue, 25 Jun 2024 19:31:02 +0000 https://ucchakontha.com/?p=33075 এস আই মাহফুজ মিশু , নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ এসময় চাঁদা আদায়ের নগদ ৯৮হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তারা নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুর এবং বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি,সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয়। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও আভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকত। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকার মহসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি,সিএনজি, অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা ও সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই https://ucchakontha.com/archives/32712 Mon, 09 Oct 2023 07:26:47 +0000 https://ucchakontha.com/?p=32712 মাহফুজ মিশু , নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত (৭৮) ইন্তেকাল করেছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার সকাল ১০টার দিকে মাহমুদুর রহমান বেলায়েত ঢাকার বাসায় স্টোক করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতা-কর্মী ও সব শ্রেণি-পেশার মানুষ তার ঢাকার বাসায় এবং গ্রামের বাড়িতে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

মাহমুদুর রহমান বেলায়েত নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেকে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান। চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদুর রহমান বেলায়েত নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (যা বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান হোসেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুজ জাহের।

বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যাক্তির মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ শোকাহত।

]]>
নোয়াখালী দাদপুরে দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১ https://ucchakontha.com/archives/32706 Sat, 07 Oct 2023 10:01:17 +0000 https://ucchakontha.com/?p=32706  

মাহফুজ মিশু, নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলা দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাইপুর গ্রামে দোকানঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ পারভেজ নামে একজনের মৃত্যু হয়েছে।

সন্ধ্যা ৬ ঘটিকায় খলিফার হাট (৯নং ওয়ার্ড) বারাহী দিঘির পশ্চিম পাড়ে আলী আজ্জম ব্যাপারী বাড়ির সামনে নিজ দোকানে শর্টসার্কিট থেকে বিদ্যুৎ স্পর্শে ব্যাবসায়ী মোঃ বাহার মিয়ার ছেলে
মোঃ পারভেজ (২৫)’র আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার মাগরিব নামাজের মুহূর্তে তার দোকানে বিদ্যুৎ স্পর্শের ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে তাকে মাইজদী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন। এতে তার পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে এক হ্রদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মোঃ পারভেজের (২৫)’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে মধ্যে খলিফার হাট অঞ্চল জুড়ে সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে।অদ্য শুক্রবার তার বিয়ের জন্য নিকটবর্তী রামহরি তালুক এলাকায় পাত্রী দেখে কনে পক্ষের সাথে আলোচনা করা হয়েছে।

শনিবার সকাল ১০ ঘটিকায় দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হইবে।

]]>
নোয়াখালী জেলা পুলিশ আবারো পেলো আইজিপি পুরষ্কার https://ucchakontha.com/archives/32695 Wed, 04 Oct 2023 16:51:36 +0000 https://ucchakontha.com/?p=32695 মাহফুজ মিশু, নোয়াখালী

অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য নয়টি ক্যাটাগরীতে আইজিপি পুরষ্কার পেলো নোয়াখালী জেলা পুলিশ। অর্থ উদ্ধার, ক্লু-লেস বিভিন্ন মামলার রহস্য উদঘাটন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখায় নোয়াখালী জেলা পুলিশ এ পুরষ্কারে ভূষিত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আইজিপি মহোদয় কর্তৃক পুরষ্কিত হয়ে নোয়াখালী জেলা পুলিশ সদস্যরা আরো বেশি আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহ হবেন।

যে সকল উল্লেখযোগ্য কাজের জন্য পুরষ্কার ঘোষণা করা হয় :
সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে মুক্তিপণ আদায়কারী ০৩ জন অপহরণকারী আসামি গ্রেপ্তার। বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ থানাধীন এলাকা হতে ০৩ টি সচল ওয়ান শুটার গান উদ্ধার এবং ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার।
বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্বার পূর্বক ও ০২ জন আসামি গ্রেফতার।
নোয়াখালী জেলার সুধারাম থানাধীন অটোরিকশা চালকের গলায় দারালো চুরি দিয়ে গুরুতর জখমপূর্বক অটোরিকশা ছিনতাইয়ের গঠনার সাথে জড়িত আসামি গ্রেফতার।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে বিডি সফটেক্স এর চেয়ারম্যান এবং বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার।
সুধারাম থানার চাঞ্চল্যকর কিশোর রিয়াজ হত্যা মামলার ০২ জন আসামি গ্রেপ্তার এবং অটোরিকশা উদ্ধার।
সুধারাম থানায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিদেশি পিস্তল উদ্ধার।
সুধারাম থানাধীন ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং পাঁচজন ডাকাত গ্রেপ্তার।

ইতিপূর্বেও মাননীয় আইজিপি মহোদয় ভালো কাজের জন্য নোয়াখালী জেলা পুলিশকে পুরস্কারে ভূষিত করেছেন। এর ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ আবারও নয়টি বিশেষ ঘটনায় এ পুরস্কার অর্জন করলো।
এই পুরস্কার প্রাপ্তিতে মাননীয় আইজিপি মহোদয়কে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

]]>
নোয়াখালীতে গণপূর্তের শত কোটির জায়গা উদ্ধার https://ucchakontha.com/archives/32690 Tue, 03 Oct 2023 10:37:01 +0000 https://ucchakontha.com/?p=32690 মাহফুজ মিশু, নোয়াখালী প্রতিনিধি

অবশেষে নোয়াখালীর জেলা শহর মাইজদীর আলোচিত নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন গণপূর্তের শতকোটি টাকার ৬৫ শতক জায়গা দখলমুক্ত করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। দুই ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার একদল পুলিশ।

খোঁজ জানা যায়, হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে জেলা প্রশাসনের আদেশ অমান্য করে গণপূর্ত বিভাগের শতকোটি টাকার সরকারি জায়গায় নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটির তদারকিতে মার্কেট নির্মাণের কাজ চালানো হয়। খবর পেয়ে গত ১১ সেপ্টেম্বর ঘটনাস্থলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার তারা পুনরায় কাজ শুরু করে। এরপর জেলা প্রশাসন মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এ জায়গা দখলমুক্ত করেন।

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটি বলেন, আমার কোন কথা নেই। আমি তদারকি করেছি সত্য। প্রেসক্লাবে বসে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ভাই সকল সাংবাদিককে বিষয়টি অবহিত করে। এটা নিয়ে আপনি চেয়ারম্যান আর মেয়রের সাথে কথা বলেন।

নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমরা প্রেসক্লাবে সবার সাথে বসেছি। এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে এটা কোনো জবর দখল নয়। এটা গণপূর্তও দেয়নি, জেলা প্রশাসনও দেয়নি। তারা আপাতত কয়েক মাসের জন্য সেখানে ব্যবসাটা করবে। তারপর তারা আবার তাদের নিজের জায়গায় চলে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জায়গা আমাদের দখলেই ছিল। অবৈধ ঘর গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

]]>
নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু! https://ucchakontha.com/archives/32663 Wed, 06 Sep 2023 13:43:53 +0000 https://ucchakontha.com/?p=32663

মাহফুজ মিশু, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর আখ্যা দিয়ে নাসির উদ্দিন মাসুদ (৩৭) নামে আরেক যুবকে পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মোশারফ হোসেন (৪৩) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো.ইদ্রিস জানায় , বুধবার রাত তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেশিয়া প্রবাসী সাইফুদ্দিনের ঘরে সিঁধ কেটে একদল ডাকাত ঢুকে। ওই সময় প্রবাসীর পরিবারের সদস্যরা তাদের ঘরে ছিলনা। তারা আগের দিন প্রবাসীর বোনের বাড়িতে সেনবাগ বেড়াতে যায়। বিষয়টি টের পায় একই বাড়ির জুনায়েদ (৩৪)। পরে জুনায়েদ বিষয়টি প্রবাসী সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে (৫৫) মুঠোফোনে অবহিত করে। খবর পেয়ে মিজান তার ভাইয়ের ঘরে ছুটে যান। সেখানে অস্ত্রধারী ডাকাত দল মিজানকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মিজানের চিৎকার শুনে জুনায়েদ এগিয়ে এলে ডাকাত দল তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই সময় অন্য ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে গণপিটুনির শিকার ডাকাত ঘটনাস্থলে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি ডাকাতির ঘটনা নয় এটি চুরির ঘটনা। চুরি করতে গিয়ে এক চোর গণপিটুনিতে মারা যায়। বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

]]>
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট বোন ‘ফেরদৌস আরা পাখি’ আর নেই https://ucchakontha.com/archives/32659 Wed, 06 Sep 2023 13:36:30 +0000 https://ucchakontha.com/?p=32659 মাহফুজ মিশু, নোয়াখালী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্যাহ মাস্টার বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন করেন সেতুমন্ত্রীর ভাগনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত।

সেতুমন্ত্রী মন্ত্রীর আরেক ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিন সালেকিন রিমন জানায়, তিনি ঢাকার বাড্ডার বাসায় ছেলেদের সাথে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

]]>