ফেনী জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Wed, 08 Jan 2025 10:01:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 জবাই করে গৃহকর্মী হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন, আলামতসহ আসামী গ্রেফতার করলো পিবিআই ফেনী https://ucchakontha.com/archives/33210 Wed, 08 Jan 2025 10:01:21 +0000 https://ucchakontha.com/?p=33210 মুহাম্মদ রকিবুল হাসান: 

গত ২৬ শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখে ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ফলেশ্বর নামক স্থানে সাবেক এক কাউন্সিলর এর বাসায় গৃহ কর্ত্রীকে জবাই করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মতো পিবিআই ফেনী জেলা চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের গুরুত্ব অনুধাবন করে ঘটনার মূল রহস্য উদঘাটন ও মূল অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করতে থাকে। বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ছায়া তদন্ত অব্যাহত রাখে। পিবিআই ফেনী শুরু থেকেই ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে সনাক্ত করতে সক্ষম হয়। কিন্তু অপরাধীর সঠিক অবস্থান নির্ণয় ও গ্রেপ্তারের জন্য পিবিআই ফেনী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল। ৮ জানুয়ারি ২০২৫ পিবিআই প্রধান জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, ফেনী পিবিআই এর পুলিশ সুপার জনাব জয়িতা শিল্পী পিএসসি এর নেতৃত্বে একটি চৌকস টীম নোয়াখালী ও চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে আনুমানিক ভোর ৫:০০ টার দিক চট্টগ্রামের হাটহাজারী থেকে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা এবং ঘটনার মূল রহস্য স্বীকার করেছে।
উল্লেখ্য যে মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত রাফি(২০),পিতা – মো: মেছবাহ উদ্দিন, ফেনী জেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের ছাত্র। তার স্থায়ী ঠিকানা- নোয়াখালী সদর, নোয়াখালী। জিজ্ঞাসাবাদে জানা যায় রাফি বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল। জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে যায়। ইতোমধ্যে তার বাবার কাছ থেকে ৪০,০০০ টাকা নেয়। সে টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে। ঘটনার দিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর ২০২৪ইং বৃহস্পতিবার রাফি সাবেক ওই কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম বেগম তাকে দেখে ফেলে এবং আটকানোর চেষ্টা করলে রাফি তার নিকট থাকা ছুরি দিয়ে উপর্যুপুরী আঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

অভি্যান চলাকালে পিবিআই, ফেনী বিভিন্ন আলামত যেমন- হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো চেক শার্ট ইত্যাদি তার দেখানোমতে উদ্ধার ও জব্দ করে । যে দোকান থেকে ছুরিটি রাফি ক্রয় করে সেটিকেও শনাক্ত করেছে পিবিআই।

]]>
ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর নৈশ ভোজের আয়োজন https://ucchakontha.com/archives/30062 Mon, 20 Sep 2021 16:11:08 +0000 https://ucchakontha.com/?p=30062 মাসুদ রানাঃ

১৮ সেপ্টেম্বর শনিবার রাজধানীর বিজয় স্বরনী থাই সি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে’তে ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর ব্যবস্থাপনায়,ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর আজীবন সদস্য মাহফুজুর রহমান মজুমদার ব্যবস্থাপনা পরিচালক,রায়হান এয়ার ইন্টারন্যাশনাল(হজ্ব লাইসেন্স নং-৫৫৬)এর সৌজন্যে গেট টুগেদার ও নৈশ ভোজ আয়োজন করেন।পবিত্র কুরআন তিলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।

উক্ত নৈশ ভোজ ও গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর সম্মানীত সভাপতি,জসিম উদ্দিন আহমেদ,সিআইপি ও জেনারেল সেক্রেটারী জহির উদ্দিন আলমগীর,চেয়ারম্যান হৃদয় গ্রুপ ।

ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর প্লাটিনাম মেম্বার,আলহাজ্ব গনি আহমেদ চেয়ারম্যান,দ্বীন গ্রুপ ও হাই-ফ্যাশন ফার্নিচার গ্যালারি।সিরাজ চৌধুরী ফেনী সমিতির সহ-সভাপতি।শামসুল হক দুলাল বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি।আনোয়ারুল কামরান,ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট।ইসমাইল নাসির,ফাউন্ডার মেম্বার,ফরিদ উল্লাহ ভূঁইয়া মিলন,ফাউন্ডার মেম্বার,আনোয়ারুল আজিম মিলন,জসিম উদ্দিন গাজী, মোহাম্মদ হাশেম, আলাউদ্দিন পাটোয়ারী, আবুল বাশার, মুসা মিয়া,মন্জুরুল আলম টিপু,কামাল উদ্দিন পাটোয়ারী,খুশরীদ আলম মজুমদার,জসিম উদ্দিন,আসাদুজ্জামান নয়ন,এ্যাড,মোশারফ হোসাইন,বাশার মজুমদার,কাওসার হোসাইন,কামরুজ্জামান কামরুল, সহ ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর সকল মেম্বারগণ।

সর্বপরি মাহফুজুর রহমান মজুমদার বলেন আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমি আপনাদের সকলে একত্রিত করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।এই ক্ষুদ্র মানুষটির ডাকে আপনারা সাড়া দিয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সম্মানীত সকল সদস্যবৃন্দ কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সম্মানিত সকল সদস্যবৃন্দ ও ফেনী ক্লাব ঢাকা লিমিটেড কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

]]>
কানাডা প্রবাসী কামরুক রাজ্জাক এর আগমনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত https://ucchakontha.com/archives/29573 Mon, 30 Aug 2021 10:50:05 +0000 https://ucchakontha.com/?p=29573 দাগনভূঞা

কেরোনিয়া মোহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী কামরুক বিন রাজ্জাক এর আগমনে মাদ্রাসা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার প্ররিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী কামরুক বিন রাজ্জাক।

এতে আরো উপস্থিত ছিলেন বদরের নেছা উচ্চ বিদ্যালয় এর আরবী শিক্ষক ও অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক জামাল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ ইসমাইল, সালেহ আহাম্মদ, খলিল আহাম্মদ`সহ মাদ্রাসার সকল শিক্ষকগন প্রমুখ।

]]>
ফেনীর দাগনভূঞা মাদকাসক্ত ও চাঁদাবাজ সেকান্তরের হামলায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতিসহ আহত ৩ https://ucchakontha.com/archives/29338 Thu, 19 Aug 2021 06:06:31 +0000 https://ucchakontha.com/?p=29338 বিশেষ প্রতিনিধি:

ফেনীর দাগনভূইয়া উপজেলার সদর ইউনিয়নের দঃ ধর্মপুর গ্রামের মুন্সি বাড়ীর দরজায় মাদকাসক্ত ও চাঁদাবাজ শেকান্তর (৫০) তার দোসরদের হামলায় আহত হয়েছে দাগনভূইয়া রিপোটার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদার জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন দাগনভূঞা প্রতিনিধিসহ ৩ জন।

মামলার বিবরণ সূত্র জানা যায়, ১৩ আগস্ট রাত সাড়ে নয়টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভি, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফেনী প্রতিনিধি আজাদ মালদার স্হানীয় লোকজনের সাথে কথা বলার সময় মাদকসেবি, সন্ত্রাসী,দঃ ধর্মপুরগ্রামের মুত এবাদ উল্লাহর ছেলে শেকান্তর প্রকাশ্যে গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এতে তাঁর ছোট ভাই মাইন উদ্দিন বাঁধা দিলে তাকেও তার বাকি ২ ভাই লোকমান, সোলেমান সহ তারা আক্রমন করে। মাইন উদ্দিন কে উদ্বার করতে গিয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মালদার মালদার (স্বদেশ প্রতিদিন দাগনভূঞা ও মুক্ত স্বদেশ বিশেষ প্রতিনিধি) আহত হয়। এ ঘটনায় দাগনভূইয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মালদার। মামলা নঃ ৯ তাং১৪,০৮,২০২১।ধারা ৩৪৩, ৩২৩, ৩০৭, ৩১৯, ৪২৭, ৫০৬।

উল্লেখ্য, চাঁদাবাজ সেকান্তর রিক্সা চালক থেকে ট্রাক্টর চালক। চুরি, ডাকাতি,মাদক বেচাকেনা, জোর করে অন্যের জমি দখল করে একটি অবৈধ স্কেবেটর, চোরাই মোটরসাইকেল, ট্রাক্টরের মালিক হয়েছে। এলাকায় তার একটি ভাড়া রুমে মদ, গাঁজা খাওয়া দাওয়া, বেচাকেনা চলে। এর প্রতিবাদ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক ও মালদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আজাদ মালদার সহ সকল সাংবাদিকের জাত গুষ্টি তুলে গালাগাল করে। তার বেপরোয়া আচরণে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যায় । তার মাদকাসক্ত বাহিনীর ইন্ধনে এসব অপকর্মের মাত্রা বৃদ্ধি পাওয়া যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসামী আগাম জামিন নিয়ে সাংবাদিক পরিবারকে ভয়ভীতি প্রদর্শণ করে আসছে। এ বিষয়ে সাংবাদিক আজাদ মালদার ১৭ তারিখ দাগনভূঞা থানায় লিখিত জিডি করেন। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টুসহ দাগনভূঞা রিপোর্টার্স এর সকল সাংবাদিকগন।

]]>
ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর উদ্যোগে ফেনী জেলায় বিনা মূল্যে অক্সিজেন সেবার শুভ উদ্বোধন https://ucchakontha.com/archives/28802 Tue, 03 Aug 2021 11:29:49 +0000 https://ucchakontha.com/?p=28802 মাসুদ রানা:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সারাদেশ এর মতো ফেনীতে ও ক্রমেই বাড়ছে করোনা রোগির সংখ্যা ।বাড়তি রোগীর এই চাপ হাসপাতালগুলো সামাল দিতে পারছে না।বাধ্য হয়ে অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছে। কিন্তু বড় সংকট হয়ে দেখা দিচ্ছে অক্সিজেন।

এ অবস্থায় শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহৎ উদ্যোগটা নিয়েছেন ফেনী ক্লাব ঢাকা । ফোন করে ঠিকানা জানালেই ফেনী ক্লাবের স্বেচ্ছাসেবীরা সিলিন্ডার পৌঁছে দিবে বলেও জানান ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর সভাপতি,জসিম উদ্দিন আহমেদ (সিআইপি)ও সাধারন সম্পাদক জহির উদ্দিন আলমগীর । প্রাথমিকভাবে ২০০০ লিটারের ১৩ টি সিলিন্ডার দিয়ে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহের এই সেবা চালু করেছে ফেনী ক্লাব ঢাকা লিমিটেড।

পুরো ফেনী জেলা বাসিন্দারাই এই সেবা নিতে পারবেন। ভবিষ্যতে চাহিদা বাড়লে জেলার প্রতিটি উপজেলায় অক্সিজেন ব্যাংক চালুর পরিকল্পনা করবে বলে ও জানান ক্লাবটির সভাপতি।শুধু পরিচয়পত্র প্রদর্শন করেই ফেনী জেলার মানুষ এই অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে রোগীর জন্য ।প্রয়োজনে একাধিক সিলিন্ডার নেওয়া বা রিফিল করে দেওয়া হবে বলেও জানান ক্লাবটির কর্তৃপক্ষ।

ফেনী ক্লাব লিমিটেড এর সাধারন সম্পাদক জহির উদ্দিন আলমগীর বলেন, ‘করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই সেবা আমরা চালু করেছি। আমাদের ১৩টি সিলিন্ডার আছে, যেগুলো আমাদের ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর পক্ষ থেকে ক্রয় করা হয়। যে কারো প্রয়োজনে আমাদের হঁট লাইন নাম্বারে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার সেবা পৌছে যাবে রোগির বাসায় ।

২ আগষ্ট সোমবার বাদ আসর সময় ৫.৩০ মিনিটে মানবতার কল্যাণে ফেনী ক্লাব ঢাকা লিঃ এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু হয়েছে । ফেনী বাসীর চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো অক্সিজেন সিলিন্ডার রাখা হবে বলে ও জানিয়েছেন ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর সভাপতি,জসিম উদ্দিন আহমেদ(সিআইপি) ও সাধারন সম্পাদক,জহির উদ্দিন আলমগীর।

ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর হট লাইন নাম্বার ০১৯১১-৩৩৮৫১৪ ০১৭১২-৮৬২৪৮৯ ০১৭১১-৫২২৫৩৮

]]>
দেশবাসীর কাছে স্ত্রী ও কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন মেয়র ওমর ফারুক খান https://ucchakontha.com/archives/28257 Tue, 29 Jun 2021 10:49:59 +0000 https://ucchakontha.com/?p=28257 মাসুদ রানা:

কোভিড-১৯ করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় প্রতিনিয়ত মাঠে ঘাটে কাজ করেছেন দাগনভূইয়ার পৌর মেয়র ওমর ফারুক খান।করোনা ভাইরাস সংক্রামকে যখন নাকাল পুরো দাগনভূইয়া বাসী ঠিক তখনি সরকারী উদ্যাগের পাশাপাশি নিজ ব্যক্তি উদ্যাগে পৌর এলাকায় অনেক অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করেছেন মেয়র ওমর ফারুক খান ।


পৌর এলাকার মানুষকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত কাজ করতে গিয়ে নিজে হয়েছেন দুইবার করোনা আক্রান্ত তার পর ও থেমে নেই মেয়র ওমর ফারুক খান । ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে শনাক্ত হওয়ার পর থেকে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় পৌর এলাকার মানুষের সার্বিক মঙ্গলের জন্য মাস্ক ব্যবহার করতে ও তাদের সচেতন করতে প্রতিনিয়ত বাহিরে কাজ করেছেন বলে আজ তার পরিবারের নিজ সহধর্মিনী ও আদরের দুই মেয়ে করোনা আক্রান্ত হয়ে সদর হসপিটালে করোনা ইউনিটি তারা ভর্তি আছেন।তাই দাগনভূইয়া সহ দেশবাসী সকলের কাছে সহধর্মিনী ও দুই কন্যার জন্য দোয়া চেয়েছেন দাগনভূইয়া পৌর মেয়র ওমর ফারুক খান।

]]>
দেলোয়ার ও নাজমুল এর সাহসি নেতৃত্বে দাগনভূইয়া থানার যৌন নিপিড়ন মামলা মুল হোতা শান্ত গ্রেফতার https://ucchakontha.com/archives/28245 Mon, 28 Jun 2021 16:52:21 +0000 https://ucchakontha.com/?p=28245 মাসুদ রানা:

দাগনভূঞা পুলিশ পরিচয়ে সন্ত্রাসী কায়দায় এক অসহায় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন করে বখাটে শান্ত নামে এক যুবক ।নির্যাতিত মেয়েটির পরিবার বাদী হয়ে দাগনভূইয়া থানায় এসে বখাটে শান্তের নামে মামলা দায়ের করেন ।দাগনভূইয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ এর দিক নির্দেশনায় এএসআই দেলোয়ার ও এএসআই নাজমুল হুদার দুরদর্শি নেতৃত্বে সারাদিন দাগনভূইয়া থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বখাটে শান্ত’কে সন্ধ্যায় আলাইয়ারপুর ও গজারিয়া সংযোগ সড়ক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হোন।বখাটে শান্ত কে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত ও হোন ।গ্রেফতারকৃত আসামী শান্ত’কে নারী নির্যাতন ও নিপীড়ন মামলা রুজু করে আগামী ২৮ জুন কোর্টে ফেরন করা হবে বলে জানান উক্ত মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

]]>
অধর্ম উগ্রবাদী ইসরায়ীলী আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন https://ucchakontha.com/archives/27357 Mon, 24 May 2021 06:54:03 +0000 https://ucchakontha.com/?p=27357 নিজস্ব প্রতিবেদন:

ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ পবিত্র আল আকসা মসজিদ উদ্ধারের দাবি জানিয়েছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ। শুক্রবার (২১ মে) জাতীয় ফেনী জেলা দাগনভূঞা উপজেলা শাখার আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ফেনী জেলার সহসভাপতি আল্লামা গোলাম সরওয়ার।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা খাজা রাশেদ, আল্লামা হাসান আবরার, দাগনভূঞা উপজেলার সভাপতি মোশারফ হোসেন মাসুদ, মাওলানা দেলোয়ার আহসান, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা পেয়ার আহম্মদ, তাহেরুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, মো. হোসেন, জহিরুল ইসলাম ও এমদাদ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, পাশবিক শক্তির নৃশংসতা হত্যা ও ধৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরুদ্ধে সত্যপ্রিয় সকল মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, দুনিয়াব্যাপী সিরিয়া-ইরাক-লিবিয়া-ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম-জাতি-গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু অধর্ম হিংস্র উগ্রবাদ সাম্প্রদায়িক গোষ্ঠি ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সত্য-ন্যায়-মানবতা-স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থান আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সকল মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবমন্ডলীর উদ্ধার ও মুক্তি সম্ভব।

]]>
ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ https://ucchakontha.com/archives/27241 Wed, 19 May 2021 07:31:18 +0000 https://ucchakontha.com/?p=27241 ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিস্তারিত আসছে…

]]>
দাগনভূঞায় নারী নির্যাতন মামলার আসামী মাদকসেবী শাহেদ স্বপরিবারে পলাতক https://ucchakontha.com/archives/26920 Sat, 08 May 2021 21:43:34 +0000 https://ucchakontha.com/?p=26920 দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দাগনভূঞায় নারী নির্যাতন মামলার আসামী মাদকসেবী শাহেদ স্বপরিবার পলাতক রয়েছে। গত ১ মে (শনিবার) নারী নির্যাতন ও যৌতুকের দাবির প্রেক্ষিতে পাষন্ড স্বামী কাউছার আলী শাহেদ (৩২) ও তার বাবা কোরবান আলী (৫৫) ও মা মাজেদা বেগম (৪৯) কে আসামী করে দাগনভূঞা থানায় মামলা করে তানজিনা সুলতানা নামের ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার আলাইয়ারপুর গ্রামের আবু তাহেরের মেয়ে বিধবা তানজিনা সুলতানার সঙ্গে পাশ^বর্তী আমানউল্যাপুর গ্রামের কোরবান আলীর ছেলে কাউসার আলী শাহেদের(পূর্বে বিবাহিত) বিয়ে হয় বিগত ২০১৯সালে ৫সেপ্টেম্বর। বিয়ের পর শাহেদ পাঁচ লক্ষ টাকা ব্যবসা করার জন্য যৌতুক দাবি করে। পরবর্তীতে যৌতুক হিসেবে পাঁচ লক্ষ টাকা দেয়া হলেও ব্যবসা না করে সে আত্মসাত করে। এর পরেও আরো পাঁচ লক্ষ যৌতুক হিসেবে দাবি করে। না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পাষন্ড যৌতুক লোভী স্বামী মারধর করে বাসা থেকে এক কাপড়ে বের করে দেয় ভুক্তভোগীকে। বাধ্য হয়ে গত ১মে শনিবার রাতে থানায় কাউসার আলী শাহেদ ও তার বাবা কোরবান আলী এবং তার মা মাজেদা বেগমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলার বাদিনী কান্না জড়িত কন্ঠে জানান, আমার মৃত স্বামীর পাওনা টাকা ও তাকে দিয়েছি সুখের আশায়। আরো যৌতুকের দাবিতে প্রায় রাতে মাদক সেবন করে আমাকে মারধর করে। একমাত্র মেয়ের দিকে তাকিয়ে নিরবে তার সকল নির্যাতন সহ্য করে আসছি। এখন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে। ফলে আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান আসামীরা বাসায় তালাবদ্ধ করে পালিয়ে গেছে। তারপরেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে। সৈয়দ ইয়াছিন সুমন সাবেক সভাপতি দাগনভূঞা প্রেসক্লাব ০১৭১২৫৮১২৬০

]]>