লক্ষ্মীপুর জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 09 Nov 2021 08:00:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ৩দিন পর মিলল নৌকাডুবির বাবা’র মরদেহ, ছেলের সন্ধান মেলেনি https://ucchakontha.com/archives/31190 Tue, 09 Nov 2021 08:00:13 +0000 https://ucchakontha.com/?p=31190 লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের তিন দিন পর বাবা মো. নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদী থেকে নুরুজ্জামানের মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

এর আগে শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবিতে তারা নিখোঁজ হন। নিহত নুরুজ্জামান চরফলকন ইনিয়নের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা।

এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল। 

স্থানীয় সূত্র জানায়, সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল পৌঁছে নুরুজ্জামানের মরদেহ শনাক্ত করেন। 

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, নুর উদ্দিন একটি বীমা কম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে তিনি নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। রাতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকাটি ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নদীতে নিখোঁজ নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তার ছেলে নিখোঁজ রয়েছেন।

]]>
‘মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেন’ https://ucchakontha.com/archives/31164 Tue, 09 Nov 2021 03:52:21 +0000 https://ucchakontha.com/?p=31164 যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেছেন, ‘মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেন।’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আর যদি মনে করেন, আপনি বঙ্গবন্ধুর নীতি আদর্শ বিশ্বাস করেন না, তাহলে আপনার রাস্তা আপনি দেখতে পারেন। এর বাইরে আর কোনো কথা নেই।’

গতকাল সোমবার চার মিনিট ২১ সেকেন্ডের পবনের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

গত রবিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে পৈতপুর গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলামের বাড়িতে ইউপি নির্বাচনের মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাবেদসহ বিপুলসংখ্যক যুবলীগ নেতাকর্মী। তবে গত রাতে পবন দাবি করেন, তাঁর বক্তব্য এডিট করে কে বা কারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

https://www.kalerkantho.com/online/country-news/2021/11/09/1090621

]]>
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান https://ucchakontha.com/archives/25779 Sat, 10 Apr 2021 09:28:39 +0000 https://ucchakontha.com/?p=25779 লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত  অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শনিবার (১০ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বাজারের কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ বাজারের আদর্শ লাইব্রেরি, অভিরুচি সুইটস, সিউলি মেডিক্যাল, হারুন স্টোর ও পত্রিকার এজেন্ট আলাউদ্দিন স্টোরসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে বাজারের খাল থেকে পানি সরবারহ পথ না থাকায় আগুন নেভাতে বিলম্ব হয়েছে। পরে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে আগুনে মালামালসহ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে পানি সরবরাহে সমস্যা হয়েছিল। তবে দ্রুত খাল পাড়ে সিঁড়ি ও অগ্নিনির্বাপক সামগ্রী বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছাই। তবে পানি সরবরাহে বিলম্ব হয়। পরে একটি পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। 

]]>
ভোররাতে কলমীলতা’য় ফেরিতে আগুন, মালবাহী ৮টি ট্রাক আগুনে পুড়ে গেছে। https://ucchakontha.com/archives/25768 Thu, 08 Apr 2021 05:56:34 +0000 https://ucchakontha.com/?p=25768 রিপোটার: আয়শা সিদ্দিকা

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

]]>
ফেরিতে আগুন লেগে অন্তত ৮ টি ট্রাকে আগুন https://ucchakontha.com/archives/25764 Thu, 08 Apr 2021 05:12:01 +0000 https://ucchakontha.com/?p=25764 রিপোটার: আয়শা সিদ্দিকা

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

]]>
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ, পিকআপ চাপা পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু https://ucchakontha.com/archives/24885 Sun, 28 Feb 2021 16:14:24 +0000 https://ucchakontha.com/?p=24885 লক্ষ্মীপুরে সড়কের পাশের সবজি গাছে পানি দেওয়ার সময় পিকআপ চাপা পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতারা হলেন সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১), পার্শ্ববর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম। কিছুদিন আগে চরচামিতা গ্রামে মাছুম নানার বাড়িতে বেড়াতে আসে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খালপাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে মেয়ে জান্নাত এবং মাছুম ছিল। পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

]]>
রায়পুর পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ https://ucchakontha.com/archives/24849 Sun, 28 Feb 2021 09:03:52 +0000 https://ucchakontha.com/?p=24849 লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গোপন বুথে একটি বিশেষ দলের পক্ষে ওপেন ভোট প্রদান, বিএনপির এজেন্ট বের করে দেওয়া ও অন্যের ভোট দিয়ে দেওয়াসহ নানা অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী।

রবিবার একাধিক ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারার অভিযোগ এনে গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি।এছাড়া রায়পুর মার্চেন্ট একাডেমী কেন্দ্রে ওপেন ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বলছে, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কারো কোনো অভিযোগ পাননি তারা।

রায়পুর সরকারি কলেজ ও মার্চেন্ট একাডেমী কেন্দ্রে সরকার দলের কর্মী-সমর্থকরা গোপন বুথে ওপেন ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমের ক্যামেরাবন্দি হয়। এসব কেন্দ্রের একাধিক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বিএনপির মেয়র প্রার্থী এ বি এম জিলানী বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়ে নৌকায় ওপেন ভোট দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ছোট-খাটো অনিয়ম ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।
কোনো অভিযোগ পাননি তারা। একই কথা বলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

]]>