ঢাকা জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 25 May 2025 06:36:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 লাবণ্য মিডিয়া এ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ইসমাইল হোসেন। https://ucchakontha.com/archives/33566 Sun, 25 May 2025 05:59:36 +0000 https://ucchakontha.com/?p=33566 বিশেষ প্রতিনিধি:

পরিবেশ ও সামাজিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “সংগঠক” ক্যাটাগরিতে লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ও সংগঠক মোঃ ইসমাইল হোসেন।

২৩ মে, শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত “কচিকাঁচার মেলায়”- এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য—উপস্থিত ছিলেন দেশের গুণীজন, পরিবেশকর্মী ও আন্তর্জাতিক অতিথিরা।

ইসমাইল হোসেন এসএ টেলিভিশনের সাংবাদিক এবং “দুর্বার যুব উন্নয়ন সংস্থা”-র প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

তার সংগঠন “দুর্বার” ছাড়াও তিনি জড়িত রয়েছেন— “রাইট টক বাংলাদেশ”, “আমরা দুর্বার”, “স্বপ্ন সারথী যুব উন্নয়ন সংস্থা” এবং “স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি”-র মতো বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে।

লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার হেদায়েতুল্লাহ তুর্কী বলেন— “ইসমাইল হোসেনের মতো তরুণ নেতৃত্ব ভবিষ্যতের জন্য আশাজাগানিয়া।”

এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়—বরং বাংলাদেশের যুবশক্তির সমাজ ও পরিবেশ উন্নয়নে অগ্রগতির প্রতীক।

]]>
শবে কদর: মসজিদে মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা https://ucchakontha.com/archives/32966 Sat, 06 Apr 2024 18:27:51 +0000 https://ucchakontha.com/?p=32966 মোঃ হাবিবুর রহমান: ঢাকা

রমজান মাসের ২৬তম দিবাগত রাতে উদযাপিত হচ্ছে পবিত্র শবে কদর। রাজধানীর মসজিদে মসজিদে চলছে শবে কদরের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। সারাদেশের মসজিদ ও বাড়িতে বসে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে পূর্ণময় রাত্রটি পার করছেন। অনেকে প্রিয়জনের মাগফেরাত কামনায় করছেন কবর জিয়ারত।

শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে দেখা গেছে, ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শবে কদর পালন করতে মুসল্লিরা আসছেন এই মসজিদে। কেউ কেউ আসছেন বন্ধুদের নিয়ে এক সঙ্গে নামাজ আদায় করতে। এদিন তারা্বিহ নামাজ শেষে মুসল্লিরা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগি করছেন। কেউ কেউ দলবেঁধে জিকির করছেন। মসজিদ জুড়ে কেউ কদরের নামাজ আদায় করছেন, কেউবা আবার কোরআন শরিফ পড়ছেন।

এদিন মসজিদে খতমে তারাবিহ সম্পন্ন হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত হয়। তারাবিহতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম ও মুফতি মাওলানা সাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। গুনাহ মাফ ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি মোনাজাতে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সারাবিশ্বের মুসলমানদের মঙ্গল কামনা করে দোয়া করেন।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত তারা নফল ইবাদতের মধ্যে কাটিয়ে দেবেন। সব বিপদ-আপদ থেকে রক্ষা ও সুখ-শান্তি কামনায় দোয়া করছেন তারা। এছাড়া চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাও জানান।

বায়তুল মোকাররমের নিয়মিত মুসল্লি ইব্রাহিম খলিল উচ্চকন্ঠ প্রতিনিধিকে বলেন, কদর উপলক্ষে তারাবির পর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন এই মসজিদে। প্রায় রাত ১টা পর্যন্ত চলে ইবাদত বন্দেগি।

রাজধানীর বাংলামটর থেকে তিন বন্ধুসহ মসজিদে এসেছেন সিরাজুল ইসলাম। মসজিদের উত্তর গেটে আড্ডা দিচ্ছেন তারা। জাগো নিউজকে বলেন, বাসার পাশে মসজিদে নামাজ পড়ে এখানে এসেছি। শবে কদর উপলক্ষে এখানে সবাই আসে। এক সঙ্গে ইবাদত করে এটা অত্যন্ত আনন্দের। আমরা নফল নামাজ পড়ে দোয়া করে চলে যাবো।

২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতে শবে কদর আসার সম্ভাবনা বেশি বলে আলেমদের অভিমত। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।

]]>
বরিশালে বীরমুক্তিযোদ্ধার বসতবাড়ি দখলের পাঁয়তারা,প্রতিবাদে রাইট টক বাংলাদেশের সংবাদ সম্মেলন https://ucchakontha.com/archives/32928 Sat, 30 Mar 2024 10:13:16 +0000 https://ucchakontha.com/?p=32928 স্টাফ রিপোর্টার :

বরিশালে বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খান বাদশার বসতবাড়ি দখলে নেয়ার ষড়যন্ত্র এবং পরিবারকে হত্যার হুমকি ও মিথ্যা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাইট টক বাংলাদেশ ও ভুক্তভোগী পরিবার।

বুধবার (২৭ মার্চ) সকালে রাজধানীতে রাইট টক বাংলাদেশ এর অফিসে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ।

সংবাদ সম্মেলন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন,বরিশাল সিটি করপোরেশনের রুপাতলী খালেদাবাদ কলোনীর ১৩ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ছালাম কসাই, ইমরান হোসেন ও রকি বায়েজিদসহ কিছু অসাধু লোকজন বিভিন্ন সময়ে বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খানের বসতবাড়ি দখলে নেয়ার চেষ্টা করছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের এব্যাপারে সহযোগীতা কামনা করে তিনি বলেন

বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খান বাদশা। আপনারা জেনে অবাক হবেন যে,এই বীরমুক্তিযোদ্ধার পরিবারকে হত্যার হুমকিসহ তার বসতবাড়ি দখল করার ষড়যন্ত্র মরিয়া উঠছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। একই সঙ্গে বীরমুক্তিযোদ্ধার বৃদ্ধ স্ত্রী ও সন্তানকে জড়িয়ে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে হয়রানি করছে। বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের দক্ষিণ রুপাতলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খান বাদশা জীবদ্দশায় তারই বসতবাড়ীর সম্মুখে নিজস্ব সম্পত্তিতে বাড়ির সামনে একটি গেট নির্মাণ করেন। ওই গেটটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকে। বর্তমানে নির্মিত গেটটি সংস্কার করা হয়।

এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছালাম কসাই ও তাঁর দুই পুত্র ইমরান হোসেন রকি ও মোঃ বায়েজিদসহ অনেকে বাড়ির গেটের বীরমুক্তিযোদ্ধার নাম ফলক গেইটটি ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে আসছে। যেখানে মহান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনা নামকরণে ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছে।

বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খানের বসত বাড়ির পূর্ব পার্শ্বে ছালাম কসাই,বীরমুক্তিযোদ্ধার বাড়িতে এসে তার ছেলে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম রয়েলকে হত্যার হুমকি দিয়ে যায় । এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খানের স্ত্রী নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বীরমুক্তিযোদ্ধার বাড়ির পিছনে ছালাম কসাইয়ের ৮২ শতাংশ একখানা জমি রয়েছে যা বাণিজ্যিকভাবে প্লট আকারে বিক্রি করার উদ্দেশ্যে স্থানীয় ভূমি দস্যুদের নিয়ে তাদের লাভবানের লোভ দেখিয়ে সাথে নেয় এবং বীরমুক্তিযোদ্ধার বাড়ির ওপর দিয়ে রাস্তা বের করলে তার জমির দাম তিনগুণ হয়ে যাবে এবং উভয়েই আর্থিকভাবে লাভবান হবে । এসব সন্ত্রাসীরা ইতিপূর্বে অস্ত্র ও ইয়াবা বিক্রির দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার হয়। এছাড়াও ব্যাংক ডাকাতি একাধিক মামলার আসামি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবু জাফর,মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টু,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা এবং রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

]]>
সবুজবাগের রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা https://ucchakontha.com/archives/33165 Wed, 13 Dec 2023 04:10:09 +0000 https://ucchakontha.com/?p=33165 নিউজ ডেক্স:

আজ ১৩ ডিসেম্বর ২০২৩ ইং রোজ বুধবার। পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হলেন মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া (৫৪)। মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, পিতা- মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া, মাতা- জয়নব বেগম! তিনি হোল্ডিং নং ৪১/১, রোড নং ৪, দক্ষিণগাঁও, সবুজবাগ, বাসাবোতে বসবাস করতেন।

ঘটনার সূত্রপাত, গত ১১ ডিসেম্বর ২০২৩ ইং রোজ সোমবার আনুমানিক সকাল ১১ ঘটিকার দিকে মোঃ নাসির উদ্দিন ভূঁইয়াকে তার বাসা থেকে কিছু সংখ্যক লোক জোর পূর্বক ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো‌ঃ জিয়াউল হকের নির্দেশে তার কার্যালয়ে নিয়ে আসে। তাকে একটি স্ট্যাম্পে সই করতে বলে। তার পৈত্রিক সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে। তাতে তিনি রাজি হননি। রাজি না হওয়াতে তার সাথে কাউন্সিলরের ক্যাডার বাহিনীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয় এবং তাকে আঘাত করে যার ফলে তার শরীরের কিছু অংশে রক্তক্ষরণ হয় । তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়। তিনি রক্তাক্ত অবস্থায় বাসায় যান। তারপর তার পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক সেবা প্রদান করেন এবং নিকটস্থ বাসাবো সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। বিকাল ৪ ঘটিকায় তারা চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন।

ভুক্তভোগী মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে উক্ত ঘটনার একটি সাধারণ ডায়েরী করার লক্ষ্যে সকাল ১০ ঘটিকায় বাসা থেকে বের হয়ে সবুজবাগ থানার উদ্দেশ্যে রওনা করেন। বাসাবো সিনেমা হলের সামনে যাওয়ার পরপরই কিছু বুঝে ওঠার আগেই দূর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি মারধর ও গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের রাস্তার সাধারণ মানুষ জন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। জানা যায় তাকে একটি সিএনজির মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সাধারণ মানুষ ৯৯৯ এ কল করে সাথে সাথে সবুজবাগ থানায় বিষয়টি অবহিত করেন। আশেপাশের লোকজন থেকে জানা যায় দুর্বৃত্তদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

কিছুক্ষণ পর সবুজবাগ থানার পুলিশ উপপরিদর্শক মোঃ হারুন হাসপাতালে আসলে নিহত মোঃ নাসির উদ্দিন ভূঁইয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাকে ময়নাতদন্ত করার জন্য বলা হয়। ময়নাতদন্তের রিপোর্টে ছয় রাউন্ড গুলি এবং মারধরের আলামত পাওয়া যায়। ময়নাতদন্ত করার পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ১২ ই ডিসেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার এশার নামাজের পর রাত ৯ ঘটিকায় মৃত ব্যক্তিকে দক্ষিণগাঁও কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া দুই মেয়ে এবং এক স্ত্রী রেখে গেছেন।
উক্ত মৃত্যুর ঘটনায় সবুজবাগ থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলার রোজি করেন।

]]>
সংবাদ প্রকাশ করায় সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা; রাজমিস্ত্রি সাঈদ মস্তবড় সাংবাদিক! https://ucchakontha.com/archives/32648 Sat, 02 Sep 2023 10:36:49 +0000 https://ucchakontha.com/?p=32648 অনলাইন ডেক্স

অশিক্ষিত রাজমিস্ত্রীর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন কথিত সাংবাদিক সাঈদ। জানাযায়,
ময়মনসিংহ থেকে গাজীপুর জেলায় আসে কর্মের সন্ধানে কাজও করে কযেক বছর রাজমিস্ত্রী হিসেবে রংগের কাজ আর মাঠে ময়দানে কাজ করতে দিয়ে পরিচয় হয় কিছু বাটপার পত্রিকার কথিত সম্পাদকদের সাথে আর তাদের কাছ থেকে টাকার বিনিময়ে পরিচয়পত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি এভাবেই মাসের ভিতর ৩থেকে ৪ বার অথবা ৫ থেকে ৬বার প্রতিমাসে অনুষ্ঠান থাকে।

বিভিন্ন সরকারি অফিসে হাজার হাজার টাকার চাঁদা দাবি করে এবং তাদেরকে বলে আমাদের অনুষ্ঠানের জন্য আপনারা সাহায্য না করলে কে করবে অথচ খবর নিয়ে দেখা যায় প্রতি মাসেই দুই-তিনবার করে তাদের অনুষ্ঠান থাকে তাদের এই অফিস ঠিকানাও ভিন্ন কাটে ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া কোন কাটে উত্তরা৬ নাম্বার সেক্টর আবার কোন কাটে উত্তর ৯ নম্বর সেক্টর আবার কোন কাটে সিদ্দিক বাজার দেওয়া আছে অফিস ঠিকানা।

এ সকল ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের ডিসি জানান, অনেকে সাংবাদিক না হয়েও যানবাহনে প্রেস স্টিকার ব্যবহার করছেন। সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপরাধে জড়াচ্ছেন।

রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত চাঁদাবাজি করছে সাংবাদিক নামধারী এই চক্র। নানা অপকর্ম করতে এসব ভুয়া সাংবাদিক নানা নামে সংগঠনও গড়ে তুলেছে। এমনই একটি সংগঠন ‘জাতীয় গণমাধ্যম কমিশন ‘। এ ছাড়া রাজনীতে শত শত ভূইফোঁড় অনলাইন গণমাধ্যমের নামেও গড়ে উঠেছে সাইনবোর্ডসর্বস্ব সাংবাদিকদের নানা সংগঠন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, সাংবাদিক পরিচয়ে প্রতারণা পুরো সাংবাদিক সমাজের জন্য মর্যাদাহানিকর। কোনো প্রতারক চক্র সাংবাদিক পরিচয়ে অপকর্ম করলে তাদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

ভুয়া ও অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয়ে অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন সময় মাদকসহ ভুয়া সাংবাদিকদের আটক করা হয়েছে। এতে মূল ধারার সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সাংবাদিক পরিচয়ধারী এসব প্রতারকের নানা অপতৎপরতায় থানা পুলিশ অতিষ্ঠ। থানায় অপরাধীদের হয়ে নানা তদবির করাই তাদের কাজ। এ ছাড়া এরা গলায় সাংবাদিক পরিচয়পত্র আর গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে মাদক পাচার এমনকি রাজনৈতিক সহিংসতার সময় ককটেল ও বোমাও বহন করছে।

সাংবাদিক পরিচয়ধারী এসব প্রতারক চক্র শুধু নামসর্বস্ব পত্রিকার আইডি কার্ড বহনই নয়, বিভিন্ন ঘটনাস্থলে গিয়ে তারা মূল ধারার বড় পত্রিকার সাংবাদিকও পরিচয় দেয়। তা ছাড়া ভূইফোঁড় পত্রিকা অফিসগুলো ‘সাংবাদিক পরিচয়পত্র’ও বিক্রি করে থাকে। এসব পরিচয়পত্র পকেটে রেখে বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইলের সামনে ‘সাংবাদিক’ বা ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে ঘোরে একশ্রেণীর লোকজন।

রাজধানীর উত্তরা এলাকার একসময়ের রাজমিস্ত্রী সাইদ নাকি এখন সাংবাদিক, মাধ্যমিকের গন্ডি না পেরেলেও কয়েক বছর আগেও উত্তরা ও টঙ্গী এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো এখন সে নাকি ২/ ৩টি পত্রিকার আইডি কার্ড নিযে চাদাবাজিতে লিপ্ত, এক নারী সদস্য নিজের সমস্যার কথা বলে নিউজ করতে হবে জানিয়ে তার সঙ্গে দেখা করতে চাইলে দেখা করে ফুসলিযে তার সাথে শারিরিক সম্পর্ক করে এধরনের অভিযোগ রযেছে তার বিরুদ্ধে। সে দেশের সব পত্রিকায় নিউজ করাতে পারে এ বিষযে তার সাথে দেখ্ করতে চাইলে দু’দিন পর দেখা করতে বলেন। কয়টি পত্রিকায় খবর প্রকাশ করতে চান জিজ্ঞেস করে দু’দিন পর দেখা করতে বলেন ‘সাংবাদিক’ পরিচয় দেওয়া সাইদ। তবে তার প্রতারণা সম্পর্কে জানতে চাইলে সাইদ বলেন, ‘আপনি ভুল নম্বরে ফোন করেছেন। আমি সাংবাদিক নই। আমি সাধারন পাবলিক।’ তার মোবাইল নম্বরে একটু আগে কথা হলো জানালে তিনি ফোনটি কেটে দেন। জানা যায়, সাইদ নিজেকে ‘এশিয়ান টিভির পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। কিন্তুু সেই টিভি চ্যানেলের প্রধান প্রতিবেদক বলেন এ নামে আমাদের কোন সাংবাদিক নেই টঙ্গী এলাকায়।

]]>
ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য রাজু আহমেদের উপর সন্ত্রাসী হামলা  https://ucchakontha.com/archives/32538 Tue, 25 Jul 2023 07:59:16 +0000 https://ucchakontha.com/?p=32538

বিশেষ প্রতিনিধি

ডিইউজের নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার রাত ৯টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে তার নিজ এলাকা এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিক্যাল নিয়ে আসে।

এলাকায় চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ করায় ও রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানালে রাজু আহমেদের ওপর এ হামলা চালিয়ে বলে জানা গেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডিইউজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

আহত রাজু আহমেদ জানান, তিনি সোনারগাঁওয়ে নিজ গ্রামে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ ও রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানালে এলাকার কতিপয় লোকজনের সাথে দ্বন্দ্ব হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। সোমবার রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে দুধঘাটা এলাকায় এলে অভিযুক্ত আলী ভুইয়া, শামসুল ভুইয়াসহ ১৫/২০ জন মিলে তাকে রিকশা থেকে টেনে হিচড়ে নিয়ে আজিজ ভুইঁয়ার ফার্মেসির ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে বেদম মারধর করলে তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে।

রাজু আহমেদের ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডিইউজের নেতৃবৃন্দ ও সোনারগাঁওয়ে সাংবাদিকরা। তারা এ হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনাটা শুনেছি। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
রানা প্লাজা ধস: মালিক সোহেল রানার জামিন স্থগিত https://ucchakontha.com/archives/32416 Sun, 09 Apr 2023 07:20:41 +0000 https://ucchakontha.com/?p=32416 সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি।

রোববার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রানার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। এর ৫ দিন পর ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এ ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজউক। আর দুদক ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

]]>
ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা https://ucchakontha.com/archives/32413 Sun, 09 Apr 2023 07:16:46 +0000 https://ucchakontha.com/?p=32413 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাই রাস্তায়, ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছে। বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার ৫ দিন পর পাশের সড়কের ওপর শুরু হয়েছে অস্থায়ী দোকানে কেনা-বেচা। পাশাপাশি চলছে ভস্মীভূত মার্কেটের ময়লা আবর্জনা অপসারনের কাজও।

এদিকে, বঙ্গবাজারে আজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বেলা ৩টার দিকে এই বৈঠক শুরুর কথা রয়েছে। বৈঠকে ক্ষতিগ্রস্তদের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে দোকান মালিক সমিতির।

ব্যবসায়ীরা জানান, জীবন-জীবিকার তাগিদে কীভাবে দ্রুত ব্যবসা শুরু করা যায়, সেটাই এখন চিন্তার বিষয়। তারা দ্রুত পুনর্বাসন চান। ব্যবসায়ী নেতারাও তাদের এই দাবির সঙ্গে একমত। আর অনেক ছোট ব্যাবসায়ী ঈদকে সামনে রেখে নিজেদের ক্ষতচিহ্নের দাগ নিয়েই ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছেন।

বঙ্গবাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম। তার জিন্স ও শার্ট বিক্রির দোকান ছিলো। তিনি ফুটপাতে দোকান বসিয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন “সবকিছু শেষ, বাড়িতে খাবারের টাকা নেই। তাই, আমি ফুটপাথে দোকান বসাতে বাধ্য হয়েছি।”

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো তিনটি মার্কেটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার।

]]>
রানা প্লাজার ভবন মালিক সোহেল রানার জামিন, বাধা নেই মুক্তিতে https://ucchakontha.com/archives/32382 Thu, 06 Apr 2023 12:17:28 +0000 https://ucchakontha.com/?p=32382 প্রায় এক দশক আগে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের  হাইকোর্ট বেঞ্চ।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। কালের কণ্ঠকে এ আইনজীবী বলেন, “হত্যা মামলায় সোহেল রানাকে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। সব মামলায় তিনি জামিনে আছেন। এখন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়ে এ জামিন আদেশে স্থগিতাদেশ না নিলে তার মুক্তিতে বাধা নেই।”

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান। তিনি কণ্ঠকে বলেন, “জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাবে।”

মামলাটি কী পর্যায়ে আছে জানতে চাইলে এ আইন কর্মকর্তা বলেন, “মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে। পাঁচ শতাধিক সাক্ষী এ মামলায়। তাদের মধ্যে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ কবে শেষ হবে জানি না।”

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরো হাজারখানেক শ্রমিক।

বাংলাদেশের ওই ঘটনা সে সময় আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়। দেশে কারখানার অবকাঠামোগত নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়টি নতুন করে আলোচনায় এলে সরকার ও মালিকরা বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়।

ভবনধসে প্রাণহানির ঘটনায় প্রথমে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়। তবে তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে পরিকল্পিত মৃত্যু ঘটানোসহ দণ্ডবিধির ৩০২, ৩২৬, ৩২৫, ৩৩৭, ৩৩৮, ৪২৭, ৪৬৫, ৪৭১, ২১২, ১১৪, ১০৯, ৩৪ ধারায় বিভিন্ন অভিযোগ আনেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) সহকারী সুপার বিজয়কৃষ্ণ কর ২০১৫ সালের ১ জুন অভিযোগপত্র জমা দেন।

মামলাটি এখন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। তবে কোনো সাক্ষীর সাক্ষ্য এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। ২০২০ সালের ১২ নভেম্বর এ মামলায় নিম্ন আদালতে সোহেল রানার জামিন আবেদন খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০২১ সালের ১ মার্চ হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

]]>
চিকিৎসক ও নার্স সেজে অভিজাত পাড়ায় চুরি https://ucchakontha.com/archives/32379 Thu, 06 Apr 2023 12:12:21 +0000 https://ucchakontha.com/?p=32379 ব্যবসায়ী জাহেদুল ইসলামের মা অসুস্থ ছিলেন। তাঁকে মাঝেমধ্যে ফিজিওথেরাপি দিতে হয়। তাই বাসায় ফিজিওথেরাপিস্টদের আসা–যাওয়া ছিল। একদিন ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে ঢোকেন এক নারী। তিনি আসলে ফিজিওথেরাপিস্ট নন, সংঘবদ্ধ চোর চক্রের প্রধান। তাঁর নাম আফসানা আক্তার এশা ওরফে মিম।

জাহেদুল ইসলাম বলছিলেন, ‘তাজ্জব হয়ে গেছি, এভাবেও চুরি হতে পারে। আমার বাসা অনেক নিরাপত্তাবেষ্টিত। বাসার দারোয়ান, সিসিটিভি—সবই ছিল। আমার মা অসুস্থ। তাকে সেই তথ্য বলে ফিজিওথেরাপিস্ট পরিচয়ে বাসায় ঢোকেন আফসানা। মাত্র তিন মিনিট বাসায় ছিলাম না। এর মধ্যে মোবাইল, ল্যাপটপ নিয়ে লাপাত্তা হয়ে যায় চোর।’

সংঘবদ্ধ এই চক্র ধরা পড়েছে। তাদের নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়। সেখানেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে চোর চক্রের কথা তুলে ধরেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ। তিনি জানান, চিকিৎসক ও নার্সদের অ্যাপ্রোন, মুখে মাস্ক ও গলায় ভুয়া আইডি কার্ড পরে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলে অভিজাত পাড়ায় বাসায় ঢুকে অভিনব কায়দায় চুরি করে আসছিলেন চোর চক্রের অন্যতম হোতা কথিত চিকিৎসক আফসানা আক্তার এশা ওরফে মিম ও তাঁর সহযোগীরা। এমন তথ্য পাওয়ার পর গতকাল বুধবার গুলশান থানার পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আফসানা ও তাঁর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ৬টি ল্যাপটপ, ১০টি মুঠোফোন ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মোখলেছুর রহমান (৫১)।

মো. আ. আহাদ বলেন, ‘আমরা একটি চুরির তদন্ত করতে গিয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর চুরির ঘটনার তথ্য পাই। চোর চক্রের প্রধান আফসানা খুবই ধূর্ত। তার এ রকম অপকর্মের প্রধান সহযোগী গ্রেপ্তার হওয়া তন্ময়। কোনো বাসায় চুরির আগে রেকি (পর্যবেক্ষণ) করেন চোর চক্রের সদস্যরা। বিশেষ করে খোঁজ রাখেন, কোন বাসায় অসুস্থ ও বৃদ্ধ আছেন। কোন বাসায় কখন মানুষ কম থাকে, কখন কারা বাচ্চাদের নিয়ে স্কুলে যায়। তবে সকালের সময়টা চুরির জন্য নিশানা করেন তাঁরা।’

মো. আ. আহাদ বলেন, রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো অভিজাত এলাকা তাঁদের প্রধান নিশানা। এসব এলাকায় এমনও দিন গেছে, একাধিক চুরি করেছেন তাঁরা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চক্রের সদস্যরা পুলিশকে বলেছেন, চক্রের প্রধান আফসানার যোগসাজশে কখনো চিকিৎসক, কখনো নার্স পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন তাঁরা। মাত্র দু-তিন মিনিটের মধ্যে ফাঁকা বাসা বা অসুস্থ ব্যক্তিদের উপস্থিতিতেও মুঠোফোন ও ল্যাপটপ নিয়ে সটকে পড়েন

পুলিশ কর্মকর্তা আ. আহাদ বলেন, বাসায় ঢোকার আগে কিছু তথ্য সংগ্রহ করে চক্রটি। সেসব তথ্যের সঙ্গে মিল রেখে পরিচয় দেয়। নারী চিকিৎসক বা নার্স পরিচয় দেওয়া, চিকিৎসক বা নার্সের অ্যাপ্রোন, মুখে মাস্ক ও গলায় পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে বাসার দারোয়ানেরা সাধারণত সন্দেহ কমই করেন। এই সুযোগই ব্যবহার করে চুরি করে আসছেন তাঁরা। তিনি বলেন, আফসানাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা ও ২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে মোট চারবার গ্রেপ্তারও হয়েছিলেন চক্রের হোতা আফসানা। এ ছাড়া চক্রের সদস্য মোখলেছুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

]]>