নরসিংদী জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 07 Jan 2024 14:21:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 নৌকার ব্যালটে সিল: প্রিসাইডিং কর্মকর্তা আটক https://ucchakontha.com/archives/32804 Sun, 07 Jan 2024 14:21:18 +0000 https://ucchakontha.com/?p=32804 নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর নৌকায় সিল দেয়া একাধিক বই দেখতে পান স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিলের পর, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বেলাব উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ।

এ ঘটনা নিশ্চিত করে নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ব্যালটে আগেই সিল মারায় কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।

কারা নৌকার পক্ষে সিল মেরেছেন, তা জিজ্ঞাসাবাদ করার জন্য হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদ চলছে। ছবি- সংগৃহীত

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বেলাব উপজেলার ১৩৪ নম্বর কেন্দ্রে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন শুরুর আগেই কারা নৌকার পক্ষে সিল মেরেছেন, তা জিজ্ঞাসাবাদ করার জন্য হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেয়া হবে, তাকে ছেড়ে দেয়া হবে, নাকি গ্রেপ্তার করা হবে। তবে, এখনো আটক আমরা বলছি না, বলেন তিনি।

জানা গেছে, বেলাব উপজেলার ইব্রাহিমপুর সরকারি বিদ্যালয়ে নৌকার পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুয়মায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে ব্যালট বইয়ে নির্বাচন শুরুর আগেই সিল মারার অভিযোগে কেন্দ্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

]]>
প্রেমিকা ইভার পর চলে গেল সাব্বিরও https://ucchakontha.com/archives/25735 Mon, 05 Apr 2021 14:19:54 +0000 https://ucchakontha.com/?p=25735 নরসিংদীর রায়পুরায় প্রেমিকা ইভা আক্তার আত্মহত্যার ২৪ দিন পর অস্বাভাবিক মৃত্যু হলো স্কুলছাত্র সাব্বির মিয়া (১৬)। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। নিহত সাব্বির উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে ও আলহাজ ফজলুল হক জেএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা রতন মিয়ার জানান, স্কুলছাত্রী ইভা আত্মহত্যার ঘটনার দায় চাপানো হয় তার পরিবারের ওপর। এ নিয়ে ইভার বাবা জামাল মিয়া থানায় একটি মামলাও দায়ের করেন। পরে সালিশে বসে তিন লাখ টাকায় তা মীমাংসা করা হয়। এরপরও সাব্বিরকে নানাভাবে হয়রানি ও আত্মহত্যায় প্ররোচনা দিয়ে আসছিল ইভার মা-বাবা। এমনকি আত্মহত্যার জন্য সাব্বিরের হাতে রশিও তুলে দেয় তারা। পরে গতকাল ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাব্বির।

নিহত সাব্বিরের পরিবার ও স্বজনরা, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইভার মা-বাবাসহ কয়েক জনের বিচার দাবি করেন। গতকালের ওই ঘটনার পর ইভাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। স্থানীয় এক বৃদ্ধ জানায়, আত্মহত্যা ঘটনা জানাজানি হলে দরজায় তালা লাগিয়ে বাড়ি থেকে চলে যান ইভার মা-বাবা।

পারিবারিক সূত্র জানায়, সাব্বিরের সঙ্গে একই ইউনিয়নের আশ্রাবপুর এলাকার জামাল মিয়ার মেয়ে স্কুলছাত্রী ইভার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরে আংটি বদলের মাধ্যমে দুই পরিবার সিদ্ধান্ত নেয় প্রাপ্তবয়স্ক হলে ছেলে-মেয়ের বিয়ে দিবেন। এরপর সাব্বির ও ইভা নিয়মিত মোবাইলে কথা বলা ও দেখা করত। বিয়ের আগে দুজনের মেলামেশায় বরণ করেন ইভার মা। এরই জেরে গত ১২ মার্চ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইভা। এ ঘটনার ২৪ দিন পর গতকাল রবিবার সাব্বিরও আত্মহত্যা করে।

রায়পুরা থানার এসআই মো. মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে প্রেমিকার শোকেই সাব্বির আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই।  

]]>
করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু https://ucchakontha.com/archives/25679 Sun, 04 Apr 2021 12:18:26 +0000 https://ucchakontha.com/?p=25679 নরসিংদীতে করোনায় মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আসাদুজ্জামান গত এক বছর ধরে নরসিংদী পুলিশ লাইন্স এ সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মো. আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

]]>