নারায়ণগঞ্জ জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 27 Jun 2023 10:50:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 আদালতের নির্দেশ অমান্য করে ভবণ নির্মাণের অভিযোগ: থানায় অভিযোগ করেও মিলছে না সমাধান https://ucchakontha.com/archives/32518 Tue, 27 Jun 2023 10:50:41 +0000 https://ucchakontha.com/?p=32518 নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে করা একটি মামলায় আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করলেও তা মানছে না বিবাদী পক্ষ। আদালতের নির্দেশ অমান্য করে জমিতে পাকা স্থাপনা তৈরি করছে তারা। এমনই অভিযোগ মামলার বাদী পক্ষের।

বাদীপক্ষ বলছে রূপগঞ্জ থানা পুলিশের কাছে বার বার গিয়েও কোন প্রতিকার পাচ্ছে না তারা। এমনকি জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করেও পুলিশের সহায়তা পাওয়া যাচ্ছে না৷ এমন অবস্থায় উভয়পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

আদালতের নথি ও মামলার বাদী পক্ষ থেকে জানা যায়, রূপগঞ্জের ইছাপুরা এলাকার আমাতুল্লা ভূঁইয়া ওই এলাকার পরশী মৌজায় ১২৭৬ ও ১৩৫৮ দাগে ২০০৯ সালে ২২ শতাংশ জমি কেনেন। তারপর থেকে জমিটিতে তিনি ফলের বাগান করে ভোগ দখল করছিলেন। সম্প্রতি ওই এলাকার বিএনপি নেতা মাসুদ রানা জোর করে জমিটি দখলে নিয়ে পাকা স্থাপনা তৈরি শুরু করেন। এর প্রেক্ষিতে জমির মালিক আমাতুল্লা ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আলাদতে একটি মামলা করেন। মামলায় আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জমিটিতে সকল প্রকার স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা জারি করেন।

জমির মালিক আমাতুল্লা ভূঁইয়া বলেন, ‘ মঙ্গলবার থেকে আদালত বন্ধ। এই সুযোগে দখলদাররা আবারো বাড়ির নির্মাণ কাজ শুরু করেছে। আমরা আদালতের রায় নিয়ে গত রোববার থেকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার গিয়েছি। লিখিত আবেদনের মাধ্যমে স্থিতাবস্থা জারি এবং আলাদতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি জানিয়েছি। কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। উল্টো তিনি বলছেন স্থানীয় সংসদ সদস্যের পিএস এমদাদুল হক দখলদারের পক্ষ নিয়েছেন। সেকারনে পুলিশ কোন কিছু করতে পারবে না। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে অন্তত ৬ বার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চেয়েছি। পুলিশ বারবার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেয়নি। আমরা আদালতে গিয়েও পুলিশের অসহযোগীতার কারনে কোন প্রতিকার পাচ্ছি না। অপরদিকে দখলদাররা পুলিশের যোগসাজশে আদালতের নির্দেশ অমান্য করছে।’

এদিকে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমিতে একটি পাকা ভবনের ছাদ ঢালাই করছেন শ্রমিকরা। লোকজন ও লাঠিসোটাসহ সেখানে অবস্থান নিয়েছেন দখলদার মাসুদ রানার লোকজন। অপরদিকে জমির মালিক তার স্বজনদের নিয়ে কাছাকাছি অবস্থান নিয়েছেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ এছাড়া বিষয়টি নিয়ে কেউ কথা বললে তাদের স্থাণীয় একজন সাংবাদিকসহ কয়েকজন নানা ধরণের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করছেন

তবে এমদাদুল হক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ আমি তাদের চিনি না। এমন অভিযোগ মিথ্যা।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘ আমরা এমন কোন আদালতের নির্দেশ পাইনি৷ তাই ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

]]>
ইলেটগঞ্জ ভীরতলা কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত https://ucchakontha.com/archives/32005 Fri, 02 Dec 2022 13:53:37 +0000 https://ucchakontha.com/?p=32005 নিউজ ডেস্কঃ

ভীরতলা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ৩৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা আসছেন বক্তাদের ওয়াজ শুনতে। রাত বাড়ার সাথে সাথে মুসল্লিদের উপস্থিতিও বাড়ছে চোখে পড়ার মত।

  1. বার্ষিক মাহফিল উপলক্ষে ভীরতলার বিডিএফ স্কুল মাঠে মেলার আয়োজন ও হয়েছে প্রতিবারের মত। মেলায় ছোট ছোট কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি রয়েছে। বিভিন্ন খাবার ও সরঞ্জামসহ কেনা-কাটায় সময় পার করছেন কেউ কেউ। শিশুদের খেলনা পণ্য সামগ্রী রয়েছে এবারও।

 

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী (বরিশাল)

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ক্বারী আমানুল্লাহ সিদ্দিকী (খতিব নামিরা কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ)।

আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা জাকির হোসেন মুজাহিদী (খতিব মুক্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ,ঢাকা) এবং হযরত মাওলানা মুফতি আবদুল মমিন (মুহতামিম দাড়ানী পাড়া মাদ্রাসা)।

মাহফিল পরিচালনায় আছেন অত্র মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইউনুস আহমেদ ও ক্বারী মুহাম্মদ আওলাদ হোসেন।

]]>
সোনারগাঁয়ে ওসিকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড ছিনতাই https://ucchakontha.com/archives/31691 Sun, 02 Oct 2022 11:25:05 +0000 https://ucchakontha.com/?p=31691 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে গেছে ডাকাতরা।

এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদি হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে, ভোররাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়ি চালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন তার ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য ভোর সাড়ে তিনটার দিকে গাড়ি থামান। এসময় টোল প্লাজায় সামান্য যানজট ছিলো।

এসময় অতর্কিতভাবে ওসির গাড়িচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হেঁচড়ে খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট নিয়ে যায়।

বিবরণীতে আরও উল্লেখ, পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম গিয়ে হাসপাতালে ভর্তি হন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

]]>
কেউ কেউ নির্বাচন করার আগেই ভয় পাচ্ছেন! https://ucchakontha.com/archives/30765 Tue, 19 Oct 2021 16:24:35 +0000 https://ucchakontha.com/?p=30765 দেলোয়ার প্রধান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূণরায় চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণকে হ্যাট্রিক করে বিজয়ী বেশে দেখতে ঘারমোড়া সমাজ কল্যান ও একতা যুব সংঘের উদ্যোগে দলমত নির্বিশেষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ঘারমোড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত উঠান বৈঠকে দেলোর প্রধান বলেন,আমি আপনাদেরই সন্তান।

ভোট চাইতে আসি নাই। এসেছি কয়েকটা ম্যাসেস দিতে। দীর্ঘ ১০টি বছর আপনাদের গোলামী করেছি। আপনারাই নির্ধারন করবেন কার দ্বারা উন্নয়ণ সম্ভব। আমি যদি কাজ করে থাকি। যদি আপনাদের উপকারে সঙ্গী হিসেবে পাশে পেয়ে থাকের তাহলে নভেম্বর মাসের ১১তারিখ আমাকে একটা ভোট দিবেন। আমার এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান উন্নয়ণ বান্ধব জনপ্রতিনিধি। আমরা ওনার ছাত্র।

তার কাছ থেকেই শিখেছি কিভাবে উন্নয়ণ করতে হয়। নারায়ণগঞ্জে ওসমান পরিবার আছে বলেই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। কলাগাছিয়া ইউনিয়নে আমার এমপি মহোদয় কেমন উন্নয়ণ করেছেন এটা আপনারা জানেন। তিনি সব সময় কলাগাছিয়া বাসীর কল্যানে আমাকে কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন। যদি আল্লাহ বাচিয়ে রাখে নির্বাচনের ২দিন আগেই কলাগাছিয়া বাসীকে একটা সুখবর দিতে চাই। শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন। তিনি আরো বলেন,কেউ কেউ নির্বাচন করার আগেই ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই জনগনই প্রমান করবে কে জনপ্রতিনিধি হওয়ার যোগ্য। কাউকে দোষারোপ করে আবুল তাবুল বকলেই ভোট বাড়ে না বরং ভোট আরো কমে।

কিছু পেতে গেলে কিছু অর্জণ করতে হয়। আশা করি কলাগাছিয়া বাসীর কাছে আমি কিছু অর্জণ করেছি। নয়তো কেন দুই বারই তারা আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আগে কলাগাছিয়া বাসীর কল্যানে কাজ করেন তারপর স্বপ্ন দেখেন। অযথা দিবা স্বপ্ন দেখবেন না। ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক জসিম উদ্দিন মাতবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাজী আওলাদ,

একতা যুব সংঘের সভাপতি সেলিম,আমির হোসেন,সমাজ সেবক আলমাছ মিয়া,মোফাজ্জল মিয়া,শাহিন মিয়া,কাদির মিয়া,সেলিম মিয়া,ফরিদ মিয়া,লিয়াকত হোসেন,হুমায়ুন আহমেদ এলিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

]]>
সোনারগাঁয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত-৩ https://ucchakontha.com/archives/29176 Sat, 14 Aug 2021 06:37:14 +0000 https://ucchakontha.com/?p=29176 সোনারগাঁ মেঘনা ঘাটে স্যামসাং টিএন্ডটি বিদ্যুৎ পাউয়ার প্ল্যান্টে শ্রমিক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এনডেক্স ইন্টারন্যাশনাল জেনারেল ইষ্ট এর দায়িত্বরত অফিসার জুবায়ের(৩০) ও তার শ্রমিকদের পিটিয়ে জখম করেছে নব্য সন্ত্রাসী ছামসু-আতাউরগং। এতে কমপক্ষে ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ১২আগষ্ট বিকাল ৩টায় সোনারগাঁ মেঘনা ঘাটস্থ স্যাসসাং কোম্পানীর সামনে এ ঘটনাটি ঘটে। জানাগেছে, সোনারগাঁয়ে এনডেক্স ইন্টারন্যাশনাল কোম্পানীর সাথে স্যামসাং টিএন্ডটি বিদ্যুৎ পাউয়ার প্ল্যান্ট কোম্পানীর সাথে স্ক্যাপ হোল্ডার শ্রমিক নিয়োগের জন্য চুক্তি পত্র হয়

। সেই সুবাদে এনডেক্স ইন্টারন্যাশনাল জেনারেল ইষ্ট এর দায়িত্বরত অফিসার জুবায়ের ওই কোম্পানীতে নিয়োগ দেওয়া ১৫জন শ্রমিকদের নিয়ে ১২আগষ্ট বিকেলে সোনারগাঁয়ের স্যামসাং টিএন্ডটি বিদ্যুৎ পাউয়ার প্ল্যান্ট কোম্পানীর সামনে পৌছাইলে স্থানীয় নব্য সন্ত্রাসী ছামসু-আতাউর পথ রোধ করে বাধা প্রদান করে এবং কোম্পানীর ভিতরে প্রবেশ করতে দিবেনা বলে অকথ্য ভাষায় গালমন্দ। এ সময় এনডেক্স ইন্টারন্যাশনাল কোম্পানীর জুবায়ের প্রতিবাদ করলে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে সন্ত্রাসী ছামসু-আতাউর পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা হকিষ্টিক দিয়ে অফিসার জুবায়ের ও তার সাথে থাকা শ্রমিক আলআমিন এবং সজিবকে পিটিয়ে মারাতœক জখম করে। আহত জুবায়ের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত চম্পট দেয়। এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা যায়। ঘটনায় অভিযুক্ত সামসু বলেন,সোনারগাঁ মেঘনা ঘাটে স্যামসাং টিএন্ডটি বিদ্যুৎ পাউয়ার প্ল্যান্টে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেছে কিনা আমি কিছুই জানিনা।এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

]]>
চিহিৃত মাদক ব্যবসায়ী ফেন্সি সোহেল বন্দর থানা পুলিশের জালে https://ucchakontha.com/archives/26857 Thu, 06 May 2021 03:37:59 +0000 https://ucchakontha.com/?p=26857 নারায়ণগঞ্জ বন্দরে ৩০বোতল ফেন্সিডিল ও ২’শ ৩০গ্রাম গাজাঁসহ চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ফেন্সি সোহেল(৩০)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার ৫মে দিবাগত রাত পোণে এগারটায় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী সোহেল দড়িসোনাকান্দা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। থানা সুত্রে জানা গেছে,গত ৫মে বুধবার দিবাগত রাত পোণে এগারটার দিকে নাসিক ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানিরট্যাংকি এলাকায় বন্দর থানার এসআই আবুল খায়ের ও এসআই সিরাজ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ফেন্সি সোহেলকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ধৃত মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশীকালে তার কাছ থেকে ৩০বোতল ফেন্সিডিল ও ২’শ ৩০গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে এসআই আবুল খায়ের গনমাধ্যমকে জানায়,দড়িসোনাকান্দা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল।

তার নামে বন্দর থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার রাত পোণে এগারটার দিকে সোনাকান্দা পানিরট্যাংকি এলাকায় ফেরি করে মাদক বিক্রিকালে তাকে ৩০বোতল ফেন্সিডিল ও ২’শ ৩০গ্রাম গাজাঁসহ গ্রেফতার করা হয়েছে। বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা স্যারের নির্দেশে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলকে বন্দর থানা হাজতে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।

]]>
সোনারগাঁয়ে বারদীতে দাইয়ান মেম্বারের নিজস্ব অর্থায়নে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ https://ucchakontha.com/archives/26795 Wed, 05 May 2021 07:43:29 +0000 https://ucchakontha.com/?p=26795 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সেনপাড়া এলাকার ৫০০ জন অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকার। কোভিড-১৯ মহামারী করোনা কালীন সময়ে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি। এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো পড়ে বিপাকে। এই মানুষগুলোর কথা চিন্তা করেই বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকারের এই উদ্যোগ।

বুধবার (৫ মে) সকালে বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার দাইয়ান সরকারে নিজ বাড়ি থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বারদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দাইয়ান সরকার বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমার নিজস্ব অর্থায়নে এই প্রয়াস। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছি। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি, ইব্রাহীম সরকার, সেক্রেটারি সাওার, আওয়ামীলীগ নেতা, জয়নাল, উজ্জল সরকার, ফারুক সরকার, যুবলীগ নেতা, আলমগীর সরকার, হাজী নাজমুলসহ আরও অনেকে।

]]>
নারায়ণগঞ্জের সেই তল্লা মসজিদের পাশে ফের বিস্ফোরণ, দগ্ধ ১১ https://ucchakontha.com/archives/26373 Fri, 23 Apr 2021 08:10:35 +0000 https://ucchakontha.com/?p=26373 নারায়ণগঞ্জের ফতুল্লায় সেই তল্লা মসজিদের পাশের একটি তিনতলা বাড়িতে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফতুল্লার তল্লা এলাকায় স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়াটের বাসায় ভয়াবহ বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ওই বাড়ির তৃতীয় তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করেন। রাতে একটি পরিবারের লোকজন চুলার বার্নার বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে।

তিনি আরো বলেন, ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। এসময় এক শিশুসহ ছয়জন নারী ও চারজন পুরুষ দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং ছয়জনকে সদরের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

]]>
সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট কান্ডে থানায় তিন মামলা, গ্রেফতার ৩ https://ucchakontha.com/archives/25772 Thu, 08 Apr 2021 06:09:34 +0000 https://ucchakontha.com/?p=25772 নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনায় উওপ্ত হয়ে হেফাজত কর্মীদের তান্ডবের ঘটনার পর পুলিশের কাজে বাধা ও হামলা, সাংবাদিকের ওপর হামলায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানায় দুই পুলিশ কর্মকর্তা বাদি হয়ে দুটি ও হেফাজত নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে একটিসহ তিনটি মামলা দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনটি মামলা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামী করে ৫’শ জনকে আসামী করা হয়। এ ঘটনায় এজহারভূক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুলিশের দুটি মামলার এজাহারভুক্ত আসামী একজনের নাম মোস্তাফা বলে জানা গেছে। মোস্তফাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গত শনিবার বেড়াতে এসে রয়েল রিসোর্টে অবস্থান নেয়। এ খবরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মামুনুল হককে আটক করে অবরুদ্ধ করে তার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠে। এ ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে সন্ধ্যায় হেফাজতের কয়েকশ’ কর্মী-সমর্থকরা রয়েল রিসোর্টে হামলা ও ভাংচুর করে মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে রাতে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন খান ও মাওলানা ইকবালের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে। মামুনুল হককে হেনস্তা করার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের ইট-পাটকেল নিক্ষেপে পথচারী ও সংবাদকর্মীসহ ১৫ জন আহত হন। সড়কে টায়ার ফেলে তাতে আগুন জ্বালিয়ে অবরোধ করে। ভাংচুর চালানো হয়েছে যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর রেস্তোরাঁ ও উপজেলা আওয়ামীলীগের কার্যালয়সহ আরও কয়েকটি দোকান ভাংচুর করে।

এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশের কাজে বাধা, হামলা ও ভাংচুরের ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) ইয়াউর রহমান বাদি হয়ে মামুনুল হককে প্রধান আসামী করে ৪১ জনের নাম উল্লেখ করে ও সন্ত্রাস বিরোধী আইনে আরিফ হাওলাদার বাদী হয়ে মামুনুল হককে ৪২ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করেন। মামলায় ৫ শতাধিক অজ্ঞাত আসামী করা হয়েছে। এদিকে শনিবার মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানকে মামুনুল হকের দাড়ি ধরে টান দেওয়ার অভিযোগ তুলে সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামে সাংবাদিকের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় মামুনুল হককে প্রধান আসামী ও ১৭জনকে নাম উল্লেখসহ ৭০-৮০জনকে আসামী করা হয়। সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হেফাজতের তান্ডবের ঘটনায় সোনারগাঁ থানায় তিনটি মামলা গ্রহন করা হয়েছে। এ মামলায় কয়েক’শ জনকে আসামী করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আসামী সনাক্ত করে নাম ঠিকানা অর্ন্তভূক্ত করা হবে। এ ঘটনায় এজহারভূক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

]]>
জাতীয় পার্টিকে জড়িয়ে সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ-আল কায়সার হাসনাতের বক্তব্যের প্রতিবাদ। https://ucchakontha.com/archives/25753 Mon, 05 Apr 2021 19:46:23 +0000 https://ucchakontha.com/?p=25753

সোনারগাঁ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে আল্লামা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে হেফাজত ইসলামের তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ সভায় জাতীয় পার্টিকে জরিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টি।

সোমবার ০৫ এপ্রিল, ২০২১ খ্রিঃ সোনারগাঁ উপজেলা শাখা জাতীয় পার্টির সভাপতি হাজী মোঃ আব্দুর রউফ ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত শনিবার (০৩ এপ্রিল) সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক’কে কেন্দ্র করে সংগঠিত ঘটনার পরবর্তীতে ভাংচুরের ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ জনাব আব্দুল্লাহ-আল কায়সার হাসনাত সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন- তা সম্পূর্ণ বানোয়াট, কল্পনাপ্রসুত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জনাব আব্দুল্লাহ-আল কায়সার হাসনাতের ওই বক্তব্যের মধ্যে সামান্যতম সত্যতাও নেই।

নারায়ণগঞ্জ-৩ আসন হতে টানা দুবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশনায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সর্বদাই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ ও কার্যকর করে আসছেন। সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ-আল কায়সার হাসনাত গত নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে না পারায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ভাবে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করলেও মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ডের কোন বিবরণ তাঁর বক্তব্যে উল্লেখ নেই। অথচ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাবেক সাংসদ সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সম্পর্কে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করেছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ-আল কায়সার হাসনাতের পক্ষ হতে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সম্পর্কে যে বানোয়াট ও অসত্য বক্তব্য প্রদান করা হয়েছে, আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

]]>