পটুয়াখালী জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 17 Oct 2021 03:14:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 মাসুম মৃধা নৌকা পাওয়ায় পটুয়াখালীর মরিচ বুনিয়ায় আনন্দ উচ্ছাস https://ucchakontha.com/archives/30711 Sun, 17 Oct 2021 03:14:10 +0000 https://ucchakontha.com/?p=30711 পটুয়াখালীর সদর উপজেলার ১০ নংমরিচ বুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ মাসুম মৃধাকে নৌকা প্রতীক প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পটুয়াখালীর আগামীর ভবিষ্যৎ কর্ণধার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভি.পি. আঃ মান্নানসহ মনোনয়ন বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

মোঃ মাসুম মৃধাকে নৌকা প্রতীক প্রদান খবরে এলাকার বিভিন্ন স্থানে নারী-পুরুষ ও শিশু মিলে আনন্দ মিছিল, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেন।

পরের দিন বিকেলে মাসুম মৃধা এলাকায় পৌছালে দলের নেতা কর্মী ও সাধারণ জনগন ফুলের তোরা ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। 

এই সময়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মাসুম মৃধা বলেন, নির্বাচন কমিশনের সকল নিয়মনীতি মানতে হবে, কারণ এখনও নির্বাচন শুরু হয়নি অনেক সরযন্ত্র হবে। সেই সরযন্ত্রের ফাদে পা দেওয়া যাবে না। যদি আপনারা আমাকে ও আমার দলকে ভালোবাসেন। অতিরঞ্জিত ও প্রতিহিংসা পরায়ন হয়ে কোন অনিয়ম করবেন না। সরকারের ভাবমুর্তি রক্ষা আপনাদের সকলের ইমানি দায়িত্ব। এখন কোন প্রচার প্রচারণা করা যাবে না সে দিকে সকলেই লক্ষ্য রাখবেন। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌছাতে হবে। যারা মনোনয়ন পায়নি তারা আমার দলের নেতা, তাদের দুঃখ কষ্ট থাকবে এটাই স্বাভাবিক। তাদের হয়ে অনেকেই বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি করবে, তাই চোখ কান খোলা রাখতে হবে। যারা মনোনয়ন পায়নি আমি আশা করব দলের স্বার্থে ইউনিয়নের জনগনের পাশে থাকবেন। অতীতে আপনাদের সুখে দুখে সর্বদা সবসময় আমার দাদা পাশে ছিলেন, পরবর্তীতে আমার বাবা ছিলেন এখন আমি আছি, ইনশাআল্লাহ।

]]>
ট্রলারে ২০ মণ ডগ হাঙর, পুড়িয়ে দিল প্রশাসন https://ucchakontha.com/archives/26540 Fri, 30 Apr 2021 10:48:12 +0000 https://ucchakontha.com/?p=26540 পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলার থেকে ডগ প্রজাতির ২০ মণ হাঙর জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এফবি আল-আমীন ট্রলার থেকে ১৫ লাখ টাকা মূল্যের হাঙরগুলো জব্দ করে। 

আজ বেলা দেড়টায় কলাপাড়া বন কর্মকর্তার কাছে হাঙরগুলো হস্তান্তর করা হলে তারা পুড়িয়ে ফেলে। এসময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

ট্রলার মালিক মো. আল-আমীনসহ অন্যান্য জেলেদের এই ধরনের জলজ প্রাণী শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া বন কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন।

সাগরে বিভিন্ন প্রজাতির হাঙর রয়েছে। জব্দকৃত হাঙরগুলো সেন্ডি বা ডগ প্রজাতির। এগুলো দলগত ভাবে চলাচল করায় জেলেদের জালে আটকে পরে এবং এগুলো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্যরে হয়ে থাকে বলে মৎস্য বিভাগের কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

]]>
পৌরসভা নির্বাচনে কুয়াকাটায় ভোটারদের ঢল, রেকর্ডসংখ্যক উপস্থিতি https://ucchakontha.com/archives/23210 Mon, 28 Dec 2020 10:49:12 +0000 https://ucchakontha.com/?p=23210 কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পর্যটন এলাকা কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সকার ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটগ্রহণের শুরুতেই প্রত্যেক ভোটকেন্দ্রে নারী ভোটারদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্রের ৩৬টি বুথে ৮ হাজার ১২২ জন ভোটার বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১৭৭ এবং নারী ভোটার ৩৯৪৫ জন। তারা ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদে চারজন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভোটগ্রহণ নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং ৯টি ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনটি টিমে ২৪ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন, দুটি টিমে বিজিবির ২২ জন সদস্য রয়েছে, ৩৫৪ জন পুলিশ সদস্য এবং ৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ নিশ্চিত করেছেন।

]]>
কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা https://ucchakontha.com/archives/21379 Thu, 05 Nov 2020 04:28:19 +0000 https://ucchakontha.com/?p=21379 পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি জুয়েল প্যাদার ওপর সশস্ত্র হামলা চালিয়ে কব্জিসহ তার বাম হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (০৪ নভেম্বর) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে ওৎ পেতে থাকা ৫/৬ মুখোশধারী দূর্বৃত্তরা তার উপর হামলা চালায় বলে আহতের স্বজনরা দাবি করেছেন।

পরে স্থানীয়রা রক্তাক্ত জুয়েল প্যাদাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল থকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। এঘটনায় শ্রমিক লীগ নেতার পরিবারের পক্ষ থেকে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

]]>
পিরোজপুরে হোম কোয়ারিন্টিনে আছেন বিদেশ ফেরত ৩২ জন https://ucchakontha.com/archives/10988 https://ucchakontha.com/archives/10988#respond Thu, 19 Mar 2020 06:20:09 +0000 https://ucchakontha.com/?p=10988 পিরোজপুর প্রতিনিধি: মোঃ খালেদ খান

পিরোজপুর জেলার ৫টি উপজেলায় বিদেশ ফেরত ৩২ জন প্রবাসীকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ১৯ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন, পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, এবং নেছারাবাদ উপজেলায় ১ জনকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। উক্ত প্রবাসীরা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি এবং ভারত থেকে এসেছেন। আর এসকল প্রবাসীরা যাতে ১৪ দিন ঘরের মধ্যে আলাদা থাকে সেই বিষয়টি মনিটরিং করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন। এ দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ৪টি বেড এবং অন্যান্য আরও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটিতে ২টি বেডের আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সাথে ৪ জন ডাক্তরের সমন্বয়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

]]>
https://ucchakontha.com/archives/10988/feed 0