বরগুনা জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Mon, 15 Nov 2021 16:50:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 বরগুনা আমতলী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত এক মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার https://ucchakontha.com/archives/31247 Mon, 15 Nov 2021 16:50:29 +0000 https://ucchakontha.com/?p=31247 চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে চিহ্নিত এক মাদক কারবারি মো. শাহাবুদ্দিন হাওলাদারকে ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার কুকুয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাঝগ্রামের কালভার্টের ওপর থেকে মাদকদ্রব্যক্রয়-বিক্রয় করার সময় কারবারি শাহাবুদ্দিনকে আটক করে।

এ সময় তার শরীর তল্লাশি করে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত কারবারি ওই গ্রামের বাসিন্ধা নূর ইসলাম হাওলাদারের পুত্র।

আটককৃত কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

]]>
বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান দ্বিতীয় স্ত্রীর মামলায় কারাগারে https://ucchakontha.com/archives/29585 Mon, 30 Aug 2021 11:08:43 +0000 https://ucchakontha.com/?p=29585 যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে দ্বিতীয় স্ত্রী’র করা মামলায় বরগুনা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের ফার্মেসি পট্টি থেকে বরগুনা সদর থানা পুলিশ তাকে আটক করে। একই দিন দুপুরে বরগুনা সদর থানায় স্ত্রী আয়েশা আক্তার সাথী তার স্বামী গোলাম আহাদ সোহাগ ও ননদ মোসাঃ মলি ইসলামের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক মোঃ হাফিজুর রহমান তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা গোলাম আহাদ সোহাগ সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। একইসাথে তিনি পৌর যুবলীগের সভাপতি।

থানায় করা মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি আয়েশা আক্তার সাথি গোলাম আহাদ সোহাগের দ্বিতীয় স্ত্রী। ২০১১ সালে সদরের ঢলুয়া ইউনিয়নের আবদুর রবের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়েশা আক্তার সাথিকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর কয়েক বছর ভালো কাটলেও সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রী সাথির উপর চাপ সৃষ্টি করে সোহাগ। এ বছর ফ্রেব্রুয়ারি মাসের ৫ তারিখ সোহাগের দাবিকৃত একলাখ টাকা পরিশোধও করেন তিনি। কিন্ত তিনি আরো একলাখ টাকা দাবি করলে স্ত্রী সাথি দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিবাদ চলতে থাকে এবং গত ৯ মার্চ সাথিকে মারধর করে বাসা থেকে চলে যায় স্বামী সোহাগ। সেই থেকে ভরণপোষণ ও খোঁজ খবর রাখা বন্ধ করে দেন। একইসাথে সোহাগ তার ফেসবুক একাউন্ট ব্যবহার করে স্ত্রী সাথিকে নিয়ে নানা আজেবাজে মন্তব্য করে পোস্ট করতে থাকেন। এ ঘটনায় বরগুনা গত ৮ জুলাই ২০২১ তারিখে সদর থানায় সাধারণ ডায়েরি করেন সাথি। ডায়েরির তদন্তে গত ২২ আগস্ট বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ সংগঠনে ব্যবহৃত ল্যাপটপ জব্দ করে প্রাথমিক প্রমান পাওয়ার পর ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা সিআইডি ল্যাবে পাঠায়।

স্ত্রী সাথির করা মামলায় রবিবার দুপুরে বরগুনা পৌরশহরের ফার্মেসি পট্টি থেকে সোহাগকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ। পরে বিকেলে বরগুনা নারী শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিষয়ে গোলাম আহাদ সোহাগের স্ত্রী আয়েশা আক্তার সাথী জানান, সোহাগ যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানহানিকর মন্তব্য প্রচার করেছে। স্কুলশিক্ষক হিসেবে আমি লজ্জিত। আমি এর ন্যায় বিচার চাই।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার (সোহাগের) বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে এনে স্ত্রী আয়েশা আক্তার সাথীর মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত সাবেক এই ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

]]>
বগুড়ায় মেয়র নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী বাদশা https://ucchakontha.com/archives/24867 Sun, 28 Feb 2021 15:52:53 +0000 https://ucchakontha.com/?p=24867 বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। তিনি জগ প্রতীকে ভোট পেয়েছেন ৫৬ হাজার ৯০টি। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে ২০ হাজার ৮৯ ভোট পেয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার পঞ্চম ধাপে দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৩টি ভোটকেন্দ্রে একটানা ইভিএমে ভোটগ্রহণ শেষে শহরের টিটু মিলনায়তন থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

বগুড়া জেলা নির্বাচন কমিশন সুত্র জানায়,

২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গকিলোমিটার। জনসংখ্যা রয়েছে প্রায় ৮ লাখের বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার রয়েছেন।

]]>
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বগুড়ায় নিহত ৬, আহত ১৫ https://ucchakontha.com/archives/24682 Sun, 21 Feb 2021 09:33:18 +0000 https://ucchakontha.com/?p=24682 বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয়গাড়ীর চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন যাত্রী। তাঁদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষনিক পরিচয় মেলেনি।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছিল।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬০৯৯) উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন নিহত হন। সেই সঙ্গে আহত হন আরো অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

]]>
বরগুনার বামনায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! https://ucchakontha.com/archives/21329 Wed, 04 Nov 2020 17:18:40 +0000 https://ucchakontha.com/?p=21329 ফারহানা রহমান:

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর বাড়ির সামনে দিয়ে ০১/১১/২০২০ইং বেলা ১১ টার দিকে বাবা মেয়ে হেঁটে যাওয়ার সময় প্রকৃতির ডাকে হাফিজার বাবা রাস্তার পাশে বসলে রাস্তার উপরে হাফিজা কে একা দেখতে পেয়ে লতিফ শিকদারের সন্ত্রাসী বাহিনীর সদস্য আইয়ুব আলি রাস্তার মধ্যে হাফিজাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে, হাফিজার চিৎকারে হাফিজার বাবা মান্নান হাওলাদার এগিয়ে আসলে বাবুল ও ওহাব আলি ওরফে(ছোট্ট) নামে আরও দুই সন্ত্রাসী মান্নান হাওলাদারকে মারধর করে গুরুতর আহত করে তিনজন মিলে ১৩ বছরের শিশু হাফিজাকে ধর্ষণের চেষ্ট করে, ধর্ষণে বাধা দেয়ায় শিশু মেয়ে হাফিজা ও তার বাবাকে বিবস্ত্র করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

আহত মন্নান হাওলাদার ও তার মেয়ে হাফিজার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়, এলাকাবাসী শিশুকন্যা হাফিজা ও হাফিজার পিতা মান্নান হাওলাদার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকরে বামনা উপজেলা সাস্হ কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা যায় হাফিজার বাবা মান্নান হাওলাদার এর অবস্থা আশঙ্কাজনক।

গডফাদার লতিফ শিকদারের সন্ত্রাসী বাহিনীর আতঙ্কে দীর্ঘদিন যাবত এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, সাম্প্রতিককালে লতিফ শিকদারকে প্রশাসন গ্রেপ্তার করলেও কোন এক অশুভ হাতের ইশারায় লতিফ শিকদার পুনরায় এলাকায় ফিরে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন লতিফ শিকদার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর তার সন্ত্রাসী কর্মকাণ্ড আগের তুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে, লতিফ সিকদার সুবিধাবাদী দলের সদস্য বলে এলাকাবাসী জানায়, লতিফ শিকদারের সন্ত্রাসী বাহিনীর ভয়ে প্রকাশ্যে মুখ খোলা তো দূরের কথা লতিফ শিকদারের নাম নিতে অপারগতা জানায় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত গ্রামের একাধিক ব্যক্তি সংবাদকর্মীদের বলেন আমাদের ছবি তুলবেন না তাহলে আমাদের এলাকায় থাকা সম্ভব হবে না,এলাকাবাসীর দাবি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ দেশবাসীকে উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করার পরেও এসকল সন্ত্রাসীরা কিভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে তা বোধগম্য নয় তাই এলাকাবাসীর একটাই আশা মাননীয় প্রধানমন্ত্রী এসকল সন্ত্রাসীদের হাত থেকে বামনা এলাকাকে অচিরেই মুক্ত করবে।

]]>
ভাঙনে দুশ্চিন্তায় ঘুম নেই এলাকাবাসীর https://ucchakontha.com/archives/18864 Sat, 05 Sep 2020 16:08:19 +0000 https://ucchakontha.com/?p=18864 বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর প্রতিনিয়ত ভাঙনের ফলে পূর্বপুরুষের রেখে যাওয়া জমিজমা, বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সহায়-সম্বল আর মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে অসহায় মানুষগুলো বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন। নামমাত্র বেড়িবাঁধ দেওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুম ও জলোচ্ছ্বাসের কারণে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নদীভাঙনে প্রতিনিয়ত আতঙ্কে ভুগছে ভাঙনকবলিত এলাকার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া ও জয়ালভাংগা এলাকার পায়রা নদীর প্রবলস্রোতে ভয়াবহ ভাঙনে এ এলাকার প্রায় শতাধিক বাড়িঘর, জমিজমা, মসজিদ, পূর্বপুরুষদের কবরস্থান, গাছাপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে আশপাশের আরো বেশ কয়েকটি গ্রামের লোকজন। ভয়াবহ নদীভাঙনে নিঃস্ব-সর্বস্বান্ত অসহায় মানুষদের বুকফাটা কান্না দেখার যেন কেউ নেই, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এ এলাকার ৯ কিলোমিটার বেড়িবাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও অবহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর।

স্থানীয় সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য সেলিম মাতুব্বর অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে স্থায়ী বেড়িবাঁধ না হওয়ায় বারবার নদী ভাঙনের ঝুঁকির মধ্যে পড়ছি আমরা। স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হলে আমাদের বাপ-দাদার জমিজমা রক্ষা পেত। এ পর্যন্ত প্রায় শতাধিক বাড়িঘর, মসজিদ, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম মুঠোফোনে জানান, কিছুদিন পূর্বের জলোচ্ছ্বাসে তেতুলবাড়িয়ায় ৯ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো দ্রুত মেরামত করা হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি আমাদের প্রক্রিয়াধীন।

বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে মাটিকাটায় বাঁধ কতটুকু টেকসই হচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দূর থেকে মাটি কেটে আনার বরাদ্দ না থাকায় বেড়িবাঁধের পাশ থেকেই মাটি কাটতে হচ্ছে এ কারনে বাঁধগুলো টেকশই হচ্ছে না। সুপার সাইক্লোন সিডরের পর কতোবার এ বাঁধগুলো মেরামত করা হয়েছে তা জানতে চাইলে তিনি কাগজপত্র না দেখে সঠিক উত্তর দিতে পারবেন না বলে জানান। 

]]>
আম্ফানের পর এবার বরগুনায় আগুনের তাণ্ডব, ৮ দোকান পুড়ে ছাই https://ucchakontha.com/archives/13922 https://ucchakontha.com/archives/13922#respond Thu, 21 May 2020 17:37:27 +0000 https://ucchakontha.com/?p=13922 করোনার কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা শহরে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, বরগুনা শহরের বাকালি পট্টি এলাকার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসব দোকানের মধ্যে একাধিক মুদির দোকান, মুদি দোকানের গোডাউন, জুতোর দোকান, হোমিও চেম্বারসহ একটি গুড়ের দোকান রয়েছে বলে জানা গেছে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ৮টি দোকান পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে ক্ষযক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানান।

]]>
https://ucchakontha.com/archives/13922/feed 0
করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজা পড়ালেন এমপি রিমন https://ucchakontha.com/archives/13089 https://ucchakontha.com/archives/13089#respond Sat, 02 May 2020 10:39:15 +0000 https://ucchakontha.com/?p=13089 করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মার যাওয়া পুলিশ কর্মকর্তা আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে। খবর: ইউএনবি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মরহুমের নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

দাফনের আগে আব্দুল খালেকের জানাজার নামাজ পড়ান বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু প্রমুখ ছাড়াও জানাজা নামাজে স্বজনরা অংশ নেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বৃহস্পতিবার ভোররাতে মারা যাওয়া এএসআই আব্দুল খালেক (৩৬) ঢাকার মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এ কর্মরত ছিলেন।

জানাজার নামাজ শেষে মৃতের ছেলে-মেয়ে এবং স্ত্রীসহ স্বজনদের সাথে কথা বলেন সংসদ সদস্য, এসপিসহ উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এসময় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সেইসাথে তারা সবসময় নিহতের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

]]>
https://ucchakontha.com/archives/13089/feed 0
ঘন কুয়াশায় আমের ফলনে ধস নামার আশঙ্কা https://ucchakontha.com/archives/9611 https://ucchakontha.com/archives/9611#respond Sat, 15 Feb 2020 03:04:21 +0000 https://ucchakontha.com/?p=9611 বরগুনার বেতাগীতে আজ গভীর রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ঘন কুয়াশার কারণে আমের ফলন কম হবার আশঙ্কা রয়েছে।

ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। গাড়ি ধীরে চালিয়ে যেতে দেখা গেছে।   বেতাগীর গ্রামগুলোতে ঘন কুয়াশায় এতোটাই  ঢাকা ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছে না।

গ্রামগুলোতে আম গাছের কুঁড়ি দেখা মিলছে। তবে কুয়াশার কারনে আমের মুকুল বা কুঁড়িতে সমস্যা সৃষ্টি হতে পারে। আমের মুকুল ঝড়ে যেতে যাওয়ার সম্ভবনা বেশি।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের কৃষি রসায়ন বিষয়ের কোর্স সম্পন্নকারী কৃষিবিদ লিটন কুমার ঢালী জানান, ‘ঘন কুয়াশার কারনে আমের মুকুল ঝড়ে যাবে।’

এ বিষয় বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘ফাল্গুন মাসের প্রথমে একটানা কয়েকদিন ঘন কুয়াশা পরলে আমের মুকুল ঝড়ে যাবে এবং এতে আমের ফলন কম হবে।’

]]>
https://ucchakontha.com/archives/9611/feed 0