ময়মনসিংহ জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Mon, 16 Nov 2020 12:21:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 লাশের মাংস ছাড়িয়ে হাড়গোড় আলাদা করতেন বাপ্পি! https://ucchakontha.com/archives/21806 Mon, 16 Nov 2020 12:21:25 +0000 https://ucchakontha.com/?p=21806 ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে মানুষের ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পী নামে একজনকে গ্রেপ্তার করে। রবিবার ভোরে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে থেকে মানুষের মরদেহে দ্রুত পচন ধরায় এমন রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছে।

এমন ঘটনায় রীতিমতো হতবাক এলাকাবাসী। রবিবার বিকেলে নগরীর আর কে মিশন রোড এলাকায় গিয়ে কথা হয় স্থানীয়দের সঙ্গে।

স্থানীয় কাইয়ুম নামে একজন বলেন, বাপ্পীর বাসার দোতলার বারান্দা পুরোটাই একটা পর্দা দিয়ে ঢাকা থাকত। বাসার জানালাও কখনো খোলা থাকতে দেখা যায়নি।

আবুল কালাম নামে আরেক ব্যক্তি বলেন, বাপ্পীকে ঘরের বাইরে খুব একটা বের হতেও দেখিনি। তবে সে অনেক রাত জাগতো। রাত ৩টা বা ৪টা পর্যন্ত তার বাসার লাইট জ্বলতো। ভেতরে এত কিছু হতো তা আমাদের ধারণাতেই ছিল না।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, কঙ্কাল চুরি চক্রের সদস্যরা কবর থেকে লাশ তুলে কঙ্কাল সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে আসছিল। এমন সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে নগরীর আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১২টি মাথার খুলি, দুই বস্তা হাড়সহ বাপ্পিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, ওই বাসাতেই কঙ্কাল মজুত করা হত। সেখান থেকে পাচার করা হত বিভিন্ন স্থানে।

কঙ্কাল চুরি চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন গোরস্থানের কবর খুঁড়ে লাশ চুরি করে বাপ্পীর কাছে পাঠাত। বাপ্পী মরদেহে নির্জন স্থান, গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে পচিয়ে মাংস থেকে হাড় আলাদা করতেন। মাংস ছাড়ানোর পর গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কারও করতেন। পরে তুলে দিতেন পাচারকারীর হাতে। তাদের মাধ্যমে এই কঙ্কাল চলে যেত মেডিক্যাল শিক্ষার্থী-শিক্ষক, চিকিৎসকসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে।

বাপ্পীকে জিজ্ঞাসাবাদে সাতজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি ফিরোজ তালুকদার।

কিভাবে এত মাথার খুলি ও হাড়গোড় আটককৃত ব্যক্তি সংগ্রহ করেছে জানতে চাইলে তিনি বলেন, এদের একটা চক্র আছে। আমরা আরো কিছু নাম পেয়েছি। দেশের বিভিন্ন জায়গায় কবরস্থান থেকে এসব সংগ্রহ করা হয়।

বাংলাদেশে প্রায়শই কবর থেকে হাড়গোড় চুরি যায় বলে অভিযোগ রয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির দায়ে বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও রয়েছে। হাসপাতালের বেওয়ারিশ মরদেহ চুরির ঘটনাও রয়েছে।

বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য কঙ্কালের প্রয়োজন হলেও সে নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। 

]]>
প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতো আগলে রেখেছেন : এমপি বাবেল https://ucchakontha.com/archives/18705 Thu, 03 Sep 2020 16:18:22 +0000 https://ucchakontha.com/?p=18705 ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, মা যেমন তার সন্তানকে আগলে রেখে বিপদ-আপদ থেকে রক্ষা করেন তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে মায়ের মতো আগলে রেখেছেন। মহামারী করোনাভাইরাসের জন্য বিশ্বের উন্নত অনেক দেশ যেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়িয়ে। আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শনই হলো উন্নয়ন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধানমন্ত্রী কর্তৃক ননএমপিও মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে অনুদানের চেক, কৃষকদের মধ্যে আউশ উৎপাদনের সেচ প্রণোদনা চেক, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও অসচ্ছল শিক্ষার্থীর মায়েদের মধ্যে মোবাইল সেট বিতরণ করেন।

পরে তিনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে পরিষদ কম্পাউন্ডে তাল বীজ রোপণ ও মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

]]>
ময়মনসিংহে ডিবির পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৯ https://ucchakontha.com/archives/13976 https://ucchakontha.com/archives/13976#respond Fri, 22 May 2020 11:14:02 +0000 https://ucchakontha.com/?p=13976 রফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৫ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সামগ্রী ও আড়াই শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ, ফুলপুর ও ঈশ্বরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ময়মনসিংহ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যস্ত থাকার সুযোগে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠে। এ অবস্থা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ লক্ষে ডিবির ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় ও নেতৃত্বে এ সব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ডিবির এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ শম্ভুগঞ্জ থেকে আট জুয়াড়ি গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
জুয়াড়িরা হলো, মোঃ সায়েম, জমশেদ আলী, মিন্টু মিয়া, আব্দুল হেকিম, লিটন মিয়া, মাহতাব আলী, আঃ আজিজ, মাসুদ পারভেজ। তাদের বাড়ি শম্ভুগঞ্জ ও আশপাশ এলাকায়।

]]>
https://ucchakontha.com/archives/13976/feed 0
ফুলবাড়িয়ায় বিএনপি নেতার ত্রাণ সামগ্রী পাবেন ১২ হাজার মানুষ https://ucchakontha.com/archives/13574 https://ucchakontha.com/archives/13574#respond Fri, 15 May 2020 18:51:25 +0000 https://ucchakontha.com/?p=13574 ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের প্রায় ১২ হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপি নেতা আখতারুল আলম ফারুক। 

হতদরিদ্র ও করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে প্রথম ফুলবাড়িয়ার কোনো বিএনপি নেতা ইউনিয়নগুলোতে গিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন।

ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক আজ ফুলবাড়িয়া পৌরসভা, বালিয়ান, দেওখোলা ও ফুলবাড়িয়া সদর ইউনিয়নের প্রায় চার হাজার হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবারও দলীয় নেতাদের সাথে নিয়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে নাওগাঁও, বাকতা, রাঙ্গামাটিয়া ও পুটিজানা ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আখতারুল আলম ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের নির্দেশে ফুলবাড়িয়ায় প্রায় ১২ হাজার দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব।

]]>
https://ucchakontha.com/archives/13574/feed 0
জনগণকে সম্পৃক্ত করে করোনার বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে ”ময়মনসিংহের ডিআইজি” https://ucchakontha.com/archives/12301 https://ucchakontha.com/archives/12301#respond Tue, 14 Apr 2020 07:41:13 +0000 https://ucchakontha.com/?p=12301 সাংবাদিক রফিকুল ইসলাম

একমাত্র সচেতনতাই পারে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অররশিদ এ কথা বলেছেন। করোনা মোকাবেলায় ময়মনসিংহের সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করলে করোনা প্রতিরোধ সম্ভব। আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি। করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। সর্বশেষ পরিস্থিতি হল সারাবিশ্বে সর্বমোট প্রায় আঠার লাখ ৬৭ হাজার মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। এটা সারা বিশ্বের জন্য বড় সংকট ও চ্যালেঞ্জ। বাংলাদেশে তুলনামূলক এর ভয়াবহতা এখনও অনেক কম। সোমবার পর্যন্ত ৮০৩ আক্রান্ত এবং ৩৯ জনের প্রাণহানি হয়েছে। জনবহুল এদেশে “সামাজিক দূরত্ব” বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এখানে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১১০০ লোক বাস করে। ঐতিহ্যগতভাবে এখানকার লোকজনের মধ্যে নিবিড় সামাজিক বন্ধন রয়েছে। কাজেই প্রান্তিক পর্যায়ে মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সংক্রমণ রোধ এবং আক্রান্ত ব্যক্তির করুণ পরিণতির বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। এ কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে করোনার বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে তারা নিজে সতর্ক হয় এবং অন্যদের সচেতন করতে পারে। প্রতিটি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সচেতনতা ও ব্যক্তি নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি পুলিশ, ডিবি, র‌্যাব, সেনাবাহিনী ও সবাইকে সচেতন করছে। ময়মনসিংহ জেলায় ৬জনসহ রেঞ্জে চার জেলায় ২৮ জন আক্রান্ত হয়েছে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো ইতিমধ্যে লকডাউন করা হয়েছে। অন্যদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে যাতে সন্দিগ্ধদের সংস্পর্শে এসে নতুনভাবে কেউ আক্রান্ত না হয়। লকডাউনে থাকা মানুষদের খাদ্য, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী এবং অন্যান্য জরুরী সেবা সরবরাহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে যথাযথ পদপে গ্রহণে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। তার বেশ আগে জানুয়ারী থেকে বিদেশ ফেরতদের বিমানবন্দরে স্ক্রিনিং করে সন্দেহভাজন ভাইরাস বহনকারীদের কোয়ারেন্টাইনে রাখা হয়। ময়মনসিংহ রেঞ্জের চারটি জেলায় তাদের সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ৬শত। তাদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। ডিআইজি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে পুলিশ নিবিরভাবে কাজ করছে। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের দিক-নির্দেশনা এবং গতিশীল নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আরো বেশ কিছু পদপে গ্রহণ করেছি। সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনীয় যাতায়াত নিয়ন্ত্রণ, আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা, তাদের সান্নিধ্যে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা এবং তাদের আশেপাশের বাড়িঘর স্থানীয়ভাবে লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা, উপজেলা পর্যায়ে অপ্রয়োজনীয় যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। মহাসড়কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওষুধসহ অন্যান্য জরুরী সেবা পরিবহন সচল রাখা হয়েছে। সড়ক ও মহাসড়কে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যাত্রীবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিটি জেলা, উপজেলার প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে যাতে অন্য এলাকার লোক অনুপ্রবেশ করতে না পারে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ইউনিয়ন থেকে ইউনিয়ন এবং গ্রাম থেকে গ্রামে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি বলেন, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় ও রেঞ্জের অন্যান্য জেলা পুলিশ নিজস্ব অর্থয়ায়ে শ্রমজীবী, গরীব, অসহায়, পঙ্গু ও দুঃস্থ ৭১৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, ভোজ্য তেল, আটা, লবণ, সাবান ইত্যাদি) এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্য সুরা সামগ্রী (মাস্ক, হ্যান্ড ওয়াশ/হ্যান্ড স্যানিটাইজার, সাবান ইত্যাদি) বিতরণ করা হয়েছে। ডিআইজি হারুন আরো বলেন, রেঞ্জ ও জেলা পুলিশের প থেকে অসহায়দের মাঝে সহায়তা কার্যক্রম লাগাতার অব্যাহত থাকবে।

]]>
https://ucchakontha.com/archives/12301/feed 0
ফেইসবুক ম্যাসেঞ্জারে ময়মনসিংহের এসপি ওসি ডিবির মোবাইলে খবর পেয়ে অসহায়দের বাড়িতে খাদ্য পৌছে দিলেন। https://ucchakontha.com/archives/12049 https://ucchakontha.com/archives/12049#respond Wed, 08 Apr 2020 18:01:11 +0000 https://ucchakontha.com/?p=12049 সাংবাদিক রফিকুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার করোনা ভাইরাসের এই মহাদূর্যোগময় মুহুর্তে কেউ না খেয়ে থাকবে না। ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হবে। আপানারা ঘরে থাকুন। নিজে বাচুন, পরিবার, সমাজ ও দেশ বাঁচান। প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে ময়মনসিংহ পুলিশ কাজ করছে। জেলা পুলিশ নিজেদের অর্থায়নে সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবি কর্মহীন, বেকার হয়ে পড়া, দিন এনে দিন খাওয়া মানুষদের সহায়তা করে আসছেন। মধ্যবিত্ত পরিবারের এমন একজন ময়মনসিংহ বিভাগীয় নগরীর বলাশপুর থেকে এসপি আহমার উজ্জামানকে ফোন করে তার অসাহায়ত্বের কথা জানান। মহত, মানবিক এসপি রাতেই মধ্যবিত্ত পরিবারের কাছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের মাধ্যমে ১৫ দিনের খাবার পৌছে দেন।

সুত্র জানায়, পরিবারের প থেকে একজন এসপির মোবাইলে কান্না জড়িত কন্ঠে ফোন করে বলেন, গরিব শ্রেণীর মানুষ সবাই ত্রাণ আর সাহায্য পাচ্ছে। কিন্তু মধ্যবিত্ত বিভিন্ন দোকান কর্মচারি পরিবারের অনেকেই সাহায্য পাচ্ছে না। ওই পরিবার পুলিশ সুপারের কছে কান্না জড়িত কন্ঠে জানান তার ঘরে আজ কোন খাবার নাই। ময়মনসিংহে আলোচিত এই মানবিক পুলিশ সুপার তাৎণিক তার নিজস্ব তহবিল হইতে ১৫ দিনের খাবার ডিবির মাধ্যমে পৌঁছে দেন। কিন্তু পুলিশ সুপারের কঠোর নির্দেশ এরকম পরিবারের নাম প্রকাশ করা যাবে না। এভাবেই তিনি মধ্যবিত্ত লোকদেরকে গোপনে সহযোগিতা করে যাচ্ছেন। পুলিশের একটি সুত্র জানায়, পুলিশের কাছ থেকে তাৎনিক সাহায্য পেয়ে ওই পরিবার আনন্দে কেঁদে ফেলে। পুলিশ এত দ্রুত সহায়তা বাড়িতে পৌঁছে দিবে সে কল্পনাও করে নাই। এ ব্যপারে পুলিশ সুপার সত্যতা স্বীকার করলেও পরিবার পরিবারের নাম ঠিকানা জানাননি।

এই মানবিক পুলিশ সুপার বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবারদের খুঁজে খুঁজে তালিকা করে তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা বিতরণ করে আসছেন। বিভাগীয় নগরীতে লকডাউন থাকায় না খেয়ে ফুটপাতে পড়ে থাকা ভাসমানদের আহার যুগিয়ে চলছেন এই পুলিশ সুপার। রান্না করা খাবারের প্যাকেট নিয়ে শহরে ঘুরে ঘুরে ভাসমান না খাওয়া মানুষের পেটে নিয়মিত আহার তুলে দিচ্ছেন।
পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবাধিকতার খবর জেলার সকলস্তরে ব্যাপকভাবে চাউর হয়েছে। শনিবার পুলিশ সুপারের ফেইসবুকে জনৈকরা আবেদন করে পরিবার প্রধান সড়ত দুর্ঘটনায় পঙ্গু। তিনি ৬ সদস্যের পরিবার নিয়ে না খেয়ে রয়েছেন এবং স্বামীহারা এক নারীর পরিবার মানবেতর দিনাতিপাত করছে। তাৎণিক ওসি ডিবি শাহ কামাল আকন্দের মাধ্যমে অসহায় পরিবারদের খুঁজে খুঁজে ১০ দিনের খাবার তুলে দেন।
এই মানবিক পুলিশ সুপার জানতে পারেন, ময়মনসিংহ নগরীর দিঘারকান্দায় আল মানার এতিমখানা বন্ধ। এতিমখানার ৪৮ জন শিার্থীর থাকার জায়গা নেই। বর্তমানে নতুন অবস্থানে কোনরকমে না খেয়ে আছেন। ঐ এতিমখানায় গিয়ে প্রধানের কাছ থেকে তালিকা নিয়ে রবিবার রাতে নতুন ঠিকানায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী পৌছে দিতে মাঠে নামেন। ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশ ১০ দিনের খাদ্য সহায়তা এতিমদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।

]]>
https://ucchakontha.com/archives/12049/feed 0
ময়মনসিংহের এসপি কঠোর গোপনীয়তায় সহায়তা করলেন মধ্যবিত্ত পরিবার’কে https://ucchakontha.com/archives/12046 https://ucchakontha.com/archives/12046#respond Wed, 08 Apr 2020 17:54:05 +0000 https://ucchakontha.com/?p=12046 সাংবাদিক রফিকুল ইসলাম

প্রধানমন্ত্রীর অঙ্গীকার এই দূর্যোগ মুহুর্তে কেউ না খেয়ে থাকবে না। ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হবে। মধ্যবিত্ত পরিবারের এমন একজন ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকা থেকে এসপি আহমার উজ্জামাকে ফোন করে তার অসাহায়ত্বের কথা জানান। মহত এসপি রাতেই মধ্যবিত্ত পরিবারের কাছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের মাধ্যমে ১৫ দিনের খাবার পৌছে দেন।
সুত্র জানায়, পরিবারের পক্ষ থেকে একজন এসপির মোবাইলে কান্না জড়িত কন্ঠে ফোন করলো । বললো, গরিব শ্রেণীর মানুষ সবাই ত্রাণ পাচ্ছে সাহায্য পাচ্ছে কিন্তু মধ্যবিত্ত বিভিন্ন দোকানে চাকরি করতো এরকম পরিবারে কেউ সাহায্য পাচ্ছে না । তেমনি ওই পরিবার পুলিশ সুপার মহোদয় কান্না জড়িত কন্ঠে জানালেন তার ঘরে আজ কোন খাবার নাই। পুলিশ সুপার তাৎক্ষণিক তার নিজস্ব তহবিল হইতে 15 দিনের খানা ডিবির মাধ্যমে পৌঁছে দিয়ে আসেন । কিন্তু পুলিশ সুপারের কঠোর নির্দেশ এরকম পরিবারের নাম প্রকাশ করা যাবে না । এভাবেই তিনি মধ্যবিত্ত লোকদের কেউ গোপনে সহযোগিতা করে যাচ্ছেন । ওই পরিবার আনন্দে কেঁদে ফেলে ।পুলিশ এত দ্রুত সহায়তা বাড়িতে পৌঁছে দিবে সে কল্পনাও করে নাই । এব্যপারে পুলিশ সুপার এর সত্যতা স্বীকার করলেও পরিবার পরিবারের নাম ঠিকানা জাননি। সত্যিই ময়মনসিংহের পুলিশ মানবিক। বাংলাদেশের পুলিশ মানবিক।

]]>
https://ucchakontha.com/archives/12046/feed 0
বেশি দামে মাস্ক বিক্রি, জরিমানা https://ucchakontha.com/archives/10641 https://ucchakontha.com/archives/10641#respond Tue, 10 Mar 2020 18:25:10 +0000 https://ucchakontha.com/?p=10641 ময়মনসিংহে করোনা ভাইরাস আতঙ্কের সুযোগে ফার্মেসিগুলো মাস্কের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকালে নগরির গাঙ্গিনারনারপাড় এলাকায় একটি দোকানে মাস্কের দাম বেশি রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্দেশনায় মাস্কের মুল্য নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত সোমবারও দুটি দোকানকে মাস্ক এর দাম বেশি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

]]>
https://ucchakontha.com/archives/10641/feed 0
ময়মনসিংহে একই পরিবারের ৪বোন অপহরণের দায়ে ৩জন আসামি গ্রেফতার https://ucchakontha.com/archives/10292 https://ucchakontha.com/archives/10292#respond Fri, 28 Feb 2020 10:04:59 +0000 https://ucchakontha.com/?p=10292 সাংবাদিক রফিকুল ইসলাম

ময়মনসিংহের ফুলপুরে একই পরিবারের অপহৃত চার বোনকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের বেতজুড়ি গ্রাম বুধবার রাতে তাদেরকে উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফুলপুর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় টানা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। কৌশলে অপহরণ করার অপরাধে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সজীব, আল আমিন ও হৃদয়। পুলিশ ফুলপুর থানার পৃথক জিডি সুত্রে জানা গেছে, ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিার্থী পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের মেয়ে আফসানা খাতুন (২১), তার বোন বাট্টা কওমী মাদ্রাসার ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), তাদের চাচা তাজুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (১৯) এবং অপর চাচা নিজামমুদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত (২০) ২২ ফেব্রুয়ারী কলেজে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে এ চার বোন আর বাড়ি ফিরে না এলে তাদের মা-বাবা ও পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোজ নেন। কোথাও সন্ধান না পেয়ে ২৪ ফেব্র“য়ারি আফসানা ও সুমাইয়ার পিতা মিজানুর রহমান ফুলপুর ফুলপুর থানায় জিডি নং ৯৬১ দায়ের করেন। অপরদিকে মিফতাহুল জান্নাত ইশাতের পিতা নিজামুদ্দিন একইদিনে পৃথক আরেকটি জিডি নং ৯৬০ দায়ের করেন। চার বোন নিখোঁজের খবরে পুলিশ সুপার মোহাঃ অহমার উজ্জামানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ফুলপুর সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুরের ওসি ইমারত হোসেন গাজী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করেন। নিখোজ চারবোনকে উদ্ধারে ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলামকে দায়িত্ব দেন পুলিশ সুপার আহমার উজ্জামান। ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, চারবোন নিখোজের ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে তাদেরকে দ্রুত উদ্ধারের চেষ্ঠা করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুরের বেতজুড়ি গ্রামের একটি বাড়ি থেকে বুধবার রাতে ঐ চারবোনকে উদ্ধার করা হয়। ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, উদ্ধারকৃত চারবোন তাদের পারিবারিক দ্বন্ধ ও অভিভাবকদের মাত্রারিক্ত শাসনের ফলে হতাশাগ্রস্থ ছিল। এই হতাশাগ্রস্থদের বোনদের উপর নজর পড়ে বন্ধুরূপি পুর্ব পরিচিত একটি প্রতারক ও কুচক্রি মহলের। ঐ চক্রটি এই চারবোনের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে চাকুরীর প্রলোভনে ফেলে কৌশলে অপহরণ করে। পরে অপহরণকারী চক্রটি তাদেরকে গাজীপুরের শ্রীপুরের বেতজুড়ি গ্রামের একটি বাড়িতে আটকে রাখে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান। ফুলপুর থানার ওসি গাজী ইমারত হোসেন জানান, এই অপহরণের সাথে জড়িত তিনজনকেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সজীব, আল আমিন হৃদয়। তিনি আরো বলেন, অপহৃত ঐ চারবোনের পুর্ব পরিচিত ও বন্ধুরা তাদেরকে কৌশলে অপহরণ করে। তাদের মধ্যে দুইজনের বাড়ি নখলা এবং আরেকজনের বাড়ি নান্দিনায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারীু শিশু নির্যাতন আইনের ৭/৮/৩০ ধারায় টাকা আদায়ের অসত উদ্দেশ্যে অপহরণ ও সহযোগীতার অপরাধে নিজামুদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেছেন

]]>
https://ucchakontha.com/archives/10292/feed 0
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের ৩ সদস্য গ্রেফতার https://ucchakontha.com/archives/10092 https://ucchakontha.com/archives/10092#respond Mon, 24 Feb 2020 14:12:07 +0000 https://ucchakontha.com/?p=10092 সাংবাদিক রফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মাদককারবারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে (ডিবি) পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জমান পিপিএম (সেবা) এর নির্দেশে জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এসআই মোঃ আলাউদ্দিন (বাদল) সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২৩/০২/২০২০ তারিখ সন্ধা ৮,৪০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরনিলক্ষীয়া থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী মোঃ আইনুল হক (২১) পিতা-মোঃ জনাব আলী সাং-চর নিলক্ষিয়া সাথিয়া পাড়া, মোঃ আরিফ খান জয় (২১) পিতা-মৃত আব্দুর রহমান, জুয়েল আহম্মদ (২৪) পিতা-মোঃ আঃ হাই উভয় সাং-রাঘবপুর গাংপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান ওসি (ডিবি) মোঃ শাহ্ কামাল আকন্দ ।

]]>
https://ucchakontha.com/archives/10092/feed 0