নীলফামারী জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 13 Feb 2021 12:42:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ৩ যুবকের বুদ্ধিতে রক্ষা পেল বহু প্রাণ, রেলপথে ফাটল https://ucchakontha.com/archives/24491 Sat, 13 Feb 2021 12:42:00 +0000 https://ucchakontha.com/?p=24491 উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেল ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের তিন শতাধিক যাত্রী। উল্লাপাড়া রেল স্টেশনের ৪০০ গজ পূর্বে রেললাইনের পাতের মাঝখানে ফাটল দেখে স্থানীয় পথচারীরা লাল কাপড়ের পতাকা মেলে ধরলে ট্রেনটির চালক ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

সংশ্লীষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেললাইনের উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল ব্রিজের পশ্চিমে রেল স্টেশনের ৪০০ গজ দূরে পাতের মাঝখানে পথচারী এক যুবক ফাটল দেখতে পায়। যুবকটি পার্শ্ববর্তী গ্রাম চর ঘাটিনার সাদ্দাম ও ওমর ফারুককে ঘটনাটি বললে তারা সঙ্গে সঙ্গে লাল কাপড় টানিয়ে ধরে। এ সময় ঢাকা থেকে নীলফামারি গামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার স্থান দিয়ে যাচ্ছিল। লাল কাপড় টানানো দেখে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।

বিষয়টি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে জানালে তিনি দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করার ব্যবস্থা করেন। এ ঘটনার জন্য ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ঘটনাস্থলের পাশেই পিডাব্লিউডির কর্মচারীরা লাইনে কাজ করছিল। ট্রেন থামার সঙ্গে সঙ্গে দ্রুত ফাটলের জায়গাটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

]]>
নীলফামারীর টুপামারী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে https://ucchakontha.com/archives/21122 Thu, 29 Oct 2020 06:37:39 +0000 https://ucchakontha.com/?p=21122 নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

সীমানা জটিলতার মামলায় ৯ বছর নির্বাচন বন্ধ ছিল এই ইউনিয়নে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবুল কাশেম শাহ, বিএনপির ধানের শীষ প্রতীকে ছাইয়েদুর রহমান মজনু ও চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা ২০ হাজার ৯৯৭ জন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতার উজ্জামান বলেন, ‘৯টি কেন্দ্রের ৫৮টি বুথে ভোট সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এজন্য ৯ জন প্রিসাইডিং অফিসার, ৯ জন সহকারী প্রিসাডিং অফিসার ও ১১৬ জন পোলিং অফিসার কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে আটজন সদস্য এবং চারটি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে সাতজন সদস্য ও প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্যের টিম কাজ করছে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে তিনটি মোবাইল টিম রয়েছে মাঠে। ইউনিয়নটিতে ২০১১ সালের ৫ জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন,’শুরু থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।’ 

]]>