রংপুর জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 29 Oct 2022 13:21:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 রংপুরে বিএনপির গণসমাবেশে মানুষের ঢল, বাস ও গণপরিবহণ বন্ধ পায়ে হেঁটে সমাবেশে কর্মীরা https://ucchakontha.com/archives/31816 Sat, 29 Oct 2022 13:21:04 +0000 https://ucchakontha.com/?p=31816 রংপুর প্রতিনিধি

রংপুরে বিএনপির গণসমাবেশ আজ। কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জেলা থেকে রংপুর মহানগরীতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে আছেন তারা। শনিবার বেলা ২টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ-সমাবেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাস ও গণপরিবহণ বন্ধ থাকায় অনেকে হেঁটে দলবল নিয়ে সমাবেশে আসছেন। অনেকে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে। রংপুর শহরে প্রবেশের সব পথ দিয়েই শনিবার সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে ছুটতে দেখা গেছে নেতাকর্মীদের।

এদিকে, প্রশাসনের হয়রানি এবং সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে ২য় দিনের মত রংপুরে চলছে বাস ধর্মঘট। যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

নছিমন, করিমন ও ভটভটিসহ অনুমোদনহীন থ্রি-হুইলার সড়ক থেকে উঠিয়ে দেয়া এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে এই ধর্মঘট পালন করছে জেলা মোটর মালিক সমিতি।

তাদের দাবি, এসব যান চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। ধর্মঘটের কারণে রংপুরজুড়ে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ধর্মঘটের এই কর্মসূচি।

]]>
রংপুরে বিএনপির গণসমাবেশে মানুষের ঢল, বাস ও গণপরিবহণ বন্ধ পায়ে হেঁটে সমাবেশে কর্মীরা https://ucchakontha.com/archives/31809 Sat, 29 Oct 2022 12:46:14 +0000 https://ucchakontha.com/?p=31809 রংপুর প্রতিনিধি

রংপুরে বিএনপির গণসমাবেশ আজ। কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জেলা থেকে রংপুর মহানগরীতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে আছেন তারা। শনিবার বেলা ২টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ-সমাবেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাস ও গণপরিবহণ বন্ধ থাকায় অনেকে হেঁটে দলবল নিয়ে সমাবেশে আসছেন। অনেকে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে। রংপুর শহরে প্রবেশের সব পথ দিয়েই শনিবার সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে ছুটতে দেখা গেছে নেতাকর্মীদের।

এদিকে, প্রশাসনের হয়রানি এবং সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে ২য় দিনের মত রংপুরে চলছে বাস ধর্মঘট। যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

নছিমন, করিমন ও ভটভটিসহ অনুমোদনহীন থ্রি-হুইলার সড়ক থেকে উঠিয়ে দেয়া এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে এই ধর্মঘট পালন করছে জেলা মোটর মালিক সমিতি।

তাদের দাবি, এসব যান চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। ধর্মঘটের কারণে রংপুরজুড়ে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ধর্মঘটের এই কর্মসূচি।

]]>
প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার, তার কাছে ১০ হাজার ভোটে হারল নৌকা! https://ucchakontha.com/archives/24876 Sun, 28 Feb 2021 16:02:05 +0000 https://ucchakontha.com/?p=24876 রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এরশাদুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। 

ঘোষিত ফল অনুযায়ী, এরশাদুল নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাকিবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট। পঞ্চম ধাপে আজ রবিবার হারাগাছ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিএনপি প্রার্থী মোনায়েম ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২১ ভোট ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ২০৫ ভোট।

কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভা নির্বাচনে ৬৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

]]>
রংপুরে ৪৩৩ মিলিমিটার বৃষ্টি! শত বছরের ভাঙল রেকর্ড, ৫০ হাজার মানুষ পানিবন্দি https://ucchakontha.com/archives/19869 Sun, 27 Sep 2020 14:20:30 +0000 https://ucchakontha.com/?p=19869 ভারি বর্ষণে রংপুর মহানগরীসহ জেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় সবখানেই পানিতে একাকার। বাদ পড়েনি বাড়িঘরও। কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি বিরাজ করছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় নগরীর প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১০০ বছরেও হয়নি। এমন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত আরও দুই একদিন হওয়ার আশঙ্কা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে। এভাবে বৃষ্টিপাত হলে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাতভর অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর জলাবদ্ধতা নিরসণের একমাত্র অবলম্বন শ্যামাসুন্দরী ও কেডি ক্যানেল। ভেঙে পড়েছে গরীর ড্রেনেজ ব্যবস্থা। নিষ্কাশন সুযোগ না থাকায় পানিতেই চলছে যাতায়াত। নগরবাসী বলছেন তারা এমন বৃষ্টিপাত দেখেননি। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যাতেও এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। পানিবন্দি মানুষদের উদ্ধারে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস কাজ করছে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, নগরীর পানি নিষ্কাশনের অন্যতম শ্যামাসুন্দরী ক্যানেল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। তবে ক্যানেলের পানি কমে আসলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানিবন্দি এলাকাগুলো থেকে পানি নমে যাবে।

]]>
মায়ের হাতে প্রাণ গেল শিশুর, অভিযুক্ত গ্রেপ্তার https://ucchakontha.com/archives/9623 https://ucchakontha.com/archives/9623#respond Sat, 15 Feb 2020 03:19:48 +0000 https://ucchakontha.com/?p=9623 রংপুরের মিঠাপুকুরে ৫২ দিন বয়সী শিশু সিনথিয়া মনিকে তার মা ড্রামের ভেতর পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মা খালেদা বেগমকে গ্রেপ্তার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যার মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার উপজেলার গোপালপুর ইউনিয়নে। সিনথিয়া গোপালপুরের গোপিনাথপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেদা বেগম শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অভাবের সংসারে তৃতীয় মেয়েশিশুর জন্ম ও অসুখ-বিসুখে জর্জরিত হওয়া এবং স্বামীর গালমন্দ থেকে রক্ষা পেতে তিনি শিশুটিকে পুকুরে রাখা পানির ড্রামে ফেলে হত্যা করেছেন।

এ ঘটনায় শিশুটির বাবা হত্যা মামলা করেছেন। একমাত্র আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/9623/feed 0