চাঁপাইনবাবগঞ্জ জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Wed, 29 Sep 2021 14:35:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 পদ্মায় ৫৫ যাত্রী নিয়ে ট্র্রলারডুবি, ৩ লাশ উদ্ধার https://ucchakontha.com/archives/30401 Wed, 29 Sep 2021 14:35:35 +0000 https://ucchakontha.com/?p=30401 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের তথ্য মতে, নৌকায় ৫০ জনের মতো যাত্রী ছিল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি স্যালো নৌকা প্রায় ৫০-৫৫ জন যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে পাঁকা ইউনিয়নের দশরশিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। গন্তব্যস্থলের কাছাকাছি লক্ষ্মীপুর চরের সামনে এলাকায় এসে পৌঁছলে স্যালো নৌকাটি তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়।

]]>
ধানবোঝাই ভটভটি খাদে, নিহত ৮ https://ucchakontha.com/archives/21845 Thu, 19 Nov 2020 12:23:59 +0000 https://ucchakontha.com/?p=21845 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাঁকোপাড়া এলাকার সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তাঁর ছেলে মিঠুন, মো কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। সর্বশেষ নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ভটভটিতে করে সেই ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ১২ জন কৃষক। পথে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যানটি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৭ কৃষক। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত ৫জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান আরো একজন। তাৎক্ষণিকভাবে সর্বশেষ নিহতের নাম জানাতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, ‘বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন ১২ জন কৃষক। পথেই এ দুর্ঘটনা ঘটে।’ 

]]>
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ https://ucchakontha.com/archives/10062 https://ucchakontha.com/archives/10062#respond Sun, 23 Feb 2020 08:36:55 +0000 https://ucchakontha.com/?p=10062 চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। 

নিহতরা হলো পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু (২৫) ও একই এলাকার খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। 

ওসি জসিম উদ্দিন জানান, সকালে রহনপুর থেকে নাচোল যাওয়ার পথে প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও সহকারীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। 

]]>
https://ucchakontha.com/archives/10062/feed 0