বগুড়া জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 13 Apr 2021 09:50:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 বগুড়ায় ছিনতাইকারী সন্দেহে ১১ জন গ্রেপ্তার! https://ucchakontha.com/archives/25929 Tue, 13 Apr 2021 09:50:08 +0000 https://ucchakontha.com/?p=25929 বগুড়ায় ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- রাজন ওরফে আরিফুল (৩২), রুবাই (১৯), রঞ্জু মিয়া (১৯), রায়হান (২০), আশরাফ (২০), সাদ্দাম (২৬), সোহেল রানা (২০), আজিজ (২২),শুভ (২২), রাফি (২৮) এবং জব্বার (২০)।

ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দাবি করলেও কোন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা তা উল্লেখ করা হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লোহার রড, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও প্রেস রিলিজে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শুভ নামের একজনের নামে ছিনতাইসহ ৬টি মামলার কথা বলা হলেও অন্যদের নামে ছিনতাই মামলা ব্যাপারে পুলিশ বিস্তারিত বলতে পারেনি।

এদিকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তারকৃত রুবাই বাবা সোহাগ সরকার বলেন, তার ছেলে শহরের নারুলী উত্তরন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সোমবার রাত ৮টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে নারুলী শাফি ক্লিনিকের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহসুদ বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী। এদের অনেকের নামেই একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বগুড়ায় গত ১০ দিনে কমপক্ষে ১৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

]]>
ধুনটে দু’ভাগ হয়ে গেল পাকা সড়ক! https://ucchakontha.com/archives/20350 Thu, 08 Oct 2020 06:41:38 +0000 https://ucchakontha.com/?p=20350 বগুড়ার ধুনট উপজেলায় পেঁচিবাড়ি-চাঁনদিয়াড় পাকা সড়ক ভেঙে দ্বিখণ্ডিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বৃহস্পতিবার সকালের দিকে ওই সড়কের প্রায় ৫ মিটার অংশ ভেঙে পাশের খালে বিলীন হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার কমপক্ষে অর্ধশত গ্রামের মানুষ। 

জানা গেছে, পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১১ সালে সড়কটি পাকা করা হয়। পরবর্তীতে একবার মেরামতও করা হয়েছে এই সড়কটি। সব মিলে ব্যায় হয়েছে কমপক্ষে দুই কোটি টাকা। সড়কটি নির্মাণের ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠে। 

এদিকে পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত পাকা সড়কের গা ঘেঁষে এঁকেবেঁকে বয়ে গেছে সরকারি একটি খাল। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে খালটির পুনঃখননের কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। বাঙ্গালী নদী থেকে এই খাল দিয়ে এক সময় পানি প্রবাহিত হয়েছে। কিন্তু আশির দশকে খালের উৎসমুখ পেঁচিবাড়ি নামক স্থানে বাঁধ নির্মাণ করা হয়। সেটি বর্তমানে পাকা সড়কে পরিণত হয়েছে। ওই সড়ক দিয়ে সব ধরনের যানবহন চলাচল করে।  

খালের উৎসমুখ বন্ধ করায় দীর্ঘদিন ধরে বাঙালি নদী থেকে খালের ভেতরে পানি প্রবেশ করতে পারছে না। এছাড়া খালের পানিতে নেই কোনো স্রোত। তারপরও সাড়ে চার কিলোমিটার পাকা সড়কের শতাধিক স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে পেঁচিবাড়ি গ্রামের ভেতর সড়কের ৫ মিটার অংশ ভেঙে খালে বিলীন হয়েছে। ফলে ওই সড়কে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।      

এলাকাবাসী জানান, পানি প্রবাহ বন্ধ হওয়ায় খালটি মরা খালে পরিণত হয়। এই খাল মানুষের কোনো কাজে আসেনি। এই খালটি অপরিকল্পিতভাবে পুনঃখনন করা হয়। অনেক জায়গায় খাড়াভাবে খাল খনন করায় ধসে পড়ছে পাড়ের মাটি। ভাঙনের মুখে পড়েছে খালের পাড়ের বসতি। এক পর্যায়ে কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়ক ভেঙে দ্বিখণ্ডিত হয়েছে। সেখানে প্রায় ৫ মিটার অংশ ফাঁকা হয়ে গেছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এই খালটি পুনঃখননের আগে পাকা সড়কটি টিকে ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে খননের পর পাকা সড়ক ধসে খালে পড়ছে। খাল খনন করতে গিয়ে পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি। এ কারণে পাকা সড়কটি রক্ষা করা যাচ্ছে না। প্রবল বর্ষণে সড়ক ভেঙে দ্বিখণ্ডিত হওয়া স্থানে জরুরিভাবে মেরামত করা হবে।

]]>
বগুড়ায় চালু হচ্ছে অত্যাধুনিক সুবিধার সমন্বয়ে সিনেপ্লেক্স মধুবন https://ucchakontha.com/archives/19342 Thu, 17 Sep 2020 08:34:47 +0000 https://ucchakontha.com/?p=19342 সিনেমা হল নিয়ে তীব্র সংকটের সময় আনন্দময় খবর হলো বগুড়ায় চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। যদিও উত্তরবঙ্গের প্রবেশদ্বারে একটি সিনেপ্লেক্স রয়েছে। তবে সেটি কম সংখ্য আসন নিয়ে। রংপুর সড়কে হোটেল মম ইনে, এই সিনেপ্লেক্স এতোদিন ধরে চলে আসছিল। এবার যুক্ত হলো পরিপূর্ণ সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স। 

জানা গেছে, বগুড়ায় ‘মধুবন’ নামে সিনেমা হলটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৬৯ সালে। মুক্তিযুদ্ধের সময় হলটির নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। পরে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ১৯৭৪ সালে। ২০১৩ সালের দিকে উত্তরাধিকার সূত্রে হলটির প্রতিষ্ঠাতা লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) আশরাফুজ্জামান ইউনুসের ছেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্য রোকনুজ্জামান মো. ইউনুসের হাতে হলের মালিকানা আসে। বর্তমানে তার দুই ছেলে শাইকুজ্জামান ও আকিবুজ্জামান হলের দেখভালের দায়িত্বে আছেন।

জানা গেছে, দাদা লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) আশরাফুজ্জামান ইউনুসের প্রতিষ্ঠা করা বগুড়ার বিখ্যাত মধুবন সিনেমা হলটিই মূলত সিনেপ্লেক্স হিসেবে যাত্রা করছে। এখানে আপাতত একটিই স্ক্রিন থাকছে। আগামীতে ব্যবসা ও দর্শক চাহিদার উপর নির্ভর করে স্ক্রিনের সংখ্যা বাড়ানো হবে। সেইসঙ্গে ২০১৭ সালে সংস্কারের জন্য বন্ধ হয়ে যাওয়া হলটির আসন সংখ্যা কমিয়ে ৮৮৭ থেকে ৩৪০টি করা হয়েছে। তবে চীন থেকে আমদানি করা এই চেয়ারগুলো বেশ আধুনিক ও আরামদায়ক।

মধুবন সিনেপ্লেক্সে সুবিধাদির মধ্যে থাকছে ডিএলপি সিনেমা প্রজেকশন সিস্টেম, ভারতের মুম্বাই থেকে আনা গ্যালাইট কম্পানির স্ক্রিন, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেইসঙ্গে দর্শকরা পাবেন গাড়ি পার্কিংয়ের সুবিধা ও খাবারের জন্য ফুডকোর্ট। দেশীয় সিনেমার পাশাপাশি দেশের অন্যান্য সিনেপ্লেক্সগুলোর মতো হলিউডের ছবি প্রদর্শনী করারও পরিকল্পনা রয়েছে মধুবন সিনেপ্লেক্সের।

শাইকুজ্জামান বলেন, ‘অনেক বড় পরিকল্পনা নিয়ে মধুবনকে সিনেপ্লেক্স করা হয়েছে। এর সঙ্গে বগুড়ার মানুষের দীর্ঘকালের আবেগ জড়িত। সিনেপ্লেক্স হিসেবে এটিকে সংস্কারের পর থেকেই খুব ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সরকার করোনা পরবর্তী হল খেলার ঘোষণা দিলেই সিনেপ্লেক্সটি চালু করে দেয়া হবে।’

একটা সময় বগুড়া জেলার আশেপাশ থেকে প্রচুর সংখ্যক মানুষ এই জেলা সদরে সিনেমা দেখতে আসতেন। ধীরে ধীরে সে সংখ্যা কমতে থাকে। তবে মধুবন ফের আগ্রহ তৈরি করেছে, সিনেমা হলের মান বাড়লে মানুষ সিনেমা হলে যাবে বলে জানাচ্ছেন বগুড়ার স্থানীয়রা।

]]>
বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী কর্তৃক ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ। https://ucchakontha.com/archives/17911 Mon, 10 Aug 2020 17:24:48 +0000 https://ucchakontha.com/?p=17911 ক্রাইম রিপোর্টার, মোহাম্মদ অনিক

বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী কতৃক ছিনতাইকারী চক্রের ০৫( পাঁচ) সদস্য গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ। এরা মাদক সেবনসহ, সুযোগ বুঝে চুরিও করে

আসামীদের নাম ঠিকানা –
০১।টুটুল@ বাবু(৪০) পিতা মোঃ আব্দুস সাত্তার সাং বৃন্দাবন মধ্য পাড়া
০২।টগর(২৬) পিতা মোঃ শের আলি সাং বৃন্দাবন পূর্ব পাড়া
০৩।রয়েল(২৯) পিতা মৃত মন্তেজার সাং বৃন্দাবন মধ্যপাড়া
০৪।হাসিবুল হাসান(২৮) পিতা মৃত আব্দুল বাছেদ সাং বৃন্দাবন উত্তর পাড়া
০৫।মোঃ সাদ্দাম(২৮) পিতা মোঃ আব্দুল লতিফ সাং কাট্নারপাড়া পোকাপট্টি সর্ব থানা ও জেলা বগুড়া।

]]>
১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার যমুনা ব্যাংক ম্যানেজার https://ucchakontha.com/archives/17157 Wed, 29 Jul 2020 08:25:56 +0000 https://ucchakontha.com/?p=17157 প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১২ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক সাওগাত আরমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে। বর্তমান ব্যবস্থাপকের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তাকে বগুড়া শাখা থেকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেন।

]]>
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি আরো বেড়েছে, ভাঙন আতঙ্কও বেড়েছে https://ucchakontha.com/archives/15189 https://ucchakontha.com/archives/15189#respond Tue, 23 Jun 2020 05:12:11 +0000 https://ucchakontha.com/?p=15189 পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি আরো বেড়েছে। গতকাল দুপুর থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শহড়াবাড়ী ঘাট পয়েন্টে পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। যমুনা নদীর পানি বেড়েছে সিরাজগঞ্জ পয়েন্টেও।

সিলেটে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে তা এখনো বিপৎসীমার কাছাকাছি রয়েছে। তিস্তায় পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নীলফামারীতে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে শেরপুরের নকলা উপজেলার কয়েক হাজার পরিবার। 

জেলার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী ঘাট পয়েন্টে পানি বাড়লেও গতকাল তা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আসাদুল হক জানান, যমুনার পানি যেভাবে বাড়ছে, তাতে বিপত্সীমা অতিক্রম করে বন্যা হতে পারে।

এদিকে ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, রাধানগর, নিউ সারিয়াকান্দি, শহড়াবাড়ী, পুকুরিয়া, কৈয়াগাড়ী, বরইতলী, বানিয়াজান ও শিমুলবাড়ী চরের আউশ ধান ও পাটের জমিতে পানি প্রবেশ করছে। নদীর পূর্বতীরে চর এলাকার ফসলিজমিতেও একই অবস্থা।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। তবে গতকাল বিকেলে তা বিপত্সীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেলে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৭৪ মিটার রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১০ সেন্টিমিটার।

পানি বাড়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। পাঁচটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে।

সিলেটে গত দুই দিন বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে এখনো বিপৎসীমার কাছাকাছি রয়েছে। বৃষ্টিপাত হলে কিংবা উজান থেকে পাহাড়ি ঢল নামলে যেকোনো সময় বন্যা হতে পারে। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় জানায়, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপত্সীমা ৯.০৪ সেন্টিমিটার। গতকাল বিকেল ৩টায় সেখানে পানির উচ্চতা ছিল ৯.০১ সেন্টিমিটার। গতকাল পানির উচ্চতা অমলসীদ পয়েন্টে ছিল ১৩.১৪ সেন্টিমিটার (বিপৎসীমা ১৫.৪০), শেরপুর পয়েন্টে ৭.৬৬ সেন্টিমিটার (বিপৎসীমা ৮.৫৫) এবং শেওলা পয়েন্টে ছিল ১১.১০ সেন্টিমিটার (বিপৎসীমা ১৩.০৫)। 

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, চলতি মাসে সিলেটে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। ভারতের মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। সবমিলিয়ে বন্যার আশঙ্কা রয়েছে।

নীলফামারীতে গতকাল দুপুর ১২টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। উজানের ঢলে গত শনিবার ওই পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার ডিমলা উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবার বন্যার কবলে পড়ে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা ব্যারাজে ৪৪টি জলকপাট খুলে রেখেছি। এখন বন্যার কোনো আশঙ্কা নেই।’

জেলার নকলা উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীর ভাঙনরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, নদীভাঙনের ফলে ফসলি জমি ও ভিটেবাড়ি হারিয়েছে উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ও ৮ নম্বর চরষ্টধর ইউনিয়নের শত শত পরিবার। 

চন্দ্রকোনা কলেজের প্রভাষক কামরুল ইসলাম গেন্দু বলেন, ‘ভাঙনরোধে সঠিক পরিকল্পনা না নিলে আশপাশের এলাকাসহ চন্দ্রকোনা বাজার হুমকির মুখে পড়বে।’

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘নারায়ণখোলায় ৫০০ মিটার এলাকায় বালুর জিও ব্যাগ ফেলার ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করব। তবে চন্দ্রকোনা এলাকায় ভাঙনরোধে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।’ 

]]>
https://ucchakontha.com/archives/15189/feed 0
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরগুনায় সাংবাদিক সুমন সিকদারের জামিন https://ucchakontha.com/archives/13595 https://ucchakontha.com/archives/13595#respond Fri, 15 May 2020 19:12:43 +0000 https://ucchakontha.com/?p=13595 ভুক্তভোগী এক তরুণীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক সুমন সিকদারকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে এ জামিন আবেদন মঞ্জুর করেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভার্চুয়াল আদালত ১। সুমন সিকদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বী। 

এর আগে গত ৬ মে বুধবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় এক তরুণীর দায়ের করা মামলায় ওই দিনই রাত ১১টার দিকে ওই মামলার আসামি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর বরগুনা প্রতিনিধি মীর জামাল (২৮), নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, বাংলা ট্রিবিউন এবং দৈনিক দেশ রূপান্তরের বরগুনা প্রতিনিধি সুমন সিকদারসহ (২৭) রমিজ জাবের টিংকু (৩৫) এবং ছগির হোসেন (৩০) নামের মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।  

মামলার বিবরণীতে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাসায় মীর জামাল ও সুমন সিকদারসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল অনধিকার প্রবেশ করে তার এবং তার মা ও ভাইবোনসহ পরিবারের সবার ভিডিওচিত্র ধারণ করে। এ সময় তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকিও দেয় তারা। পরে সেসব ভিডিও এডিট করে একাধিক সামাজিক যোগাযোগ মাধমে ‘মা ও মেয়ের দেহব্যবসা জমজমাট’ শিরোনামে প্রকাশ করে। 

]]>
https://ucchakontha.com/archives/13595/feed 0
প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিল এসএসসি পরীক্ষার্থীরা https://ucchakontha.com/archives/10040 https://ucchakontha.com/archives/10040#respond Sun, 23 Feb 2020 08:13:03 +0000 https://ucchakontha.com/?p=10040 বগুড়া শাজাহানপুরের মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ শ্রেণী কক্ষে তালা ঝুলিয়েছে এসএসসি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণসহ পরীক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির সুষ্ঠু সমাধানের দাবি জানিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগণও বিক্ষুব্ধ হয়ে উঠেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই তালা ঝুলানো হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে দুপুর ২টার দিকে তালা খুলে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার পরীক্ষা শেষে বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছে পরিক্ষার্থীরা। সেদিন থেকেই প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন না। 

এসএসসি পরিক্ষার্থীরা জানায়, মানিকদিপা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৬২ জন পরিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ব্যবহারিক পরিক্ষার জন্য প্রতি পরিক্ষার্থীর কাছ দুইশত টাকা করে চায়। কিন্তু পরীক্ষার্থীরা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দেন। বৃহস্পতিবার ছিল কেমিষ্ট্রি ও পৌরনীতি পরীক্ষা। 

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম কক্ষে ঢুকে বেছে বেছে মানিকদিপা স্কুলের আরিফুল ইসলাম, আব্দুল ওহাব, মেহেদী হাসান, তানিয়া আকতার ও মমতাজসহ বেশ কয়েকজন পরীক্ষার্থীর নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র কেড়ে নেয়।

আল আমিন, মোজাহিদ, আরিফুল, ওহাব, মেহেদী, তানিয়া, সাদিয়া, মমতাজসহ সকল পরীক্ষার্থীরা জানায়, ব্যবহারিক পরীক্ষার টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আজিজ পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার আমিরুল ইসলামের সঙ্গে গোপন আঁতাত করে এই ঘটনা ঘটিয়েছে। এতে করে পরীক্ষার ফলাফল ভালো হবে না। 

পরীক্ষায় অকৃতকার্য করার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে। তাছাড়া ফরম পূরণের সময় জোর করে চার হাজার পাঁচশত টাকা করে নেওয়া হয়েছে। ক্ষতি করার আশংকায় সে সময় কিছু বলা হয়নি। এই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে এই বিদ্যালয় থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

শহিদুল ইসলাম, ইউসুব আলী, তোতা মিয়াসহ অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইনসান আলী অসৎ চরিত্রের লোক। এরা পরামর্শ করে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় টাকা দাবি করেন। তাদের বদ স্বভাবের কারণে ছেলে-মেয়েদের শিক্ষাজীবন ধ্বংস হতে বসেছে।

পরীক্ষার ফলাফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেন তারা। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিক্ষার্থীসহ অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে অভিযোগ না নিয়ে অফিস আওয়ার ছাড়া অভিযোগ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক আব্দুল আজিজ তার কোনো এক আত্মীয় মারা যাওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতির কাছ থেকে ছুটি নিয়েছেন বলে ফোনে জানিয়েছেন।

পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার আমিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্রের শান্তি-শৃংখলা রক্ষার দায়িত্ব তার। পরীক্ষা চলাকালে কক্ষের ভেতর পরিক্ষার্থীরা হৈ চৈ ও সেটকোড মিলিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিল। 

এ সময় কয়েকজন পরীক্ষার্থীর খাতা নেওয়া হয়েছিল। কয়েক মিনিট পর আবার দেওয়া হয়েছে। এ নিয়ে পরীক্ষা কেন্দ্রে কোনো কথা বা কোনো অভিযোগ উঠেনি। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর হঠাৎ করে শিক্ষার্থীদের এই ধরনের অভিযোগ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

]]>
https://ucchakontha.com/archives/10040/feed 0
ভোট হবে ইভিএমে: চট্টগ্রাম সিটি, যশোর ও বগুড়ায় ভোট ২৯ মার্চ https://ucchakontha.com/archives/9716 https://ucchakontha.com/archives/9716#respond Sun, 16 Feb 2020 20:02:53 +0000 https://ucchakontha.com/?p=9716 আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ ছাড়া ওই দিনই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটের তফসিল ঘোষণা করেন তিনি। এ সময় তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/9716/feed 0