রাজশাহী বিভাগ – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 07 Sep 2024 04:53:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ‘চোর’ ট্যাগ দিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে মানুষ হত্যা! https://ucchakontha.com/archives/33152 Sat, 07 Sep 2024 04:53:27 +0000 https://ucchakontha.com/?p=33152 বিশেষ প্রতিনিধি: কাজল আহমেদ

ভ্যান চুরির ঘটনায় জড়িত সন্দেহে সিরাজ হাওলাদার (৪০) নামের এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে সমিতি থেকে তোলা ৫০ হাজার টাকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মুমুর্ষ অবস্থায় দিদার সরদার(৩৫)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৪ সেপ্টেম্বর ভোরে খুলনায় খানজাহান আলী থানাধিন যোগিপোল ৮নং ওয়ার্ডের ফকিরপাড়া কালভার্টের মোড়ে। নিহত সিরাজ হাওলাদার যোগিপোল ৭নং ওয়ার্ডের জামাল হাওলাদারের পুত্র এবং আহত দিদার সরদার যোগিপোল ৮নং ওয়ার্ডের বিনু সরদারের পুত্র বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সম্প্রতি শিরোমণি দক্ষিণপাড়ার তোয়েবের পুত্র মোঃ জাকারিয়া জাকারের একটি ভ্যান তার বাড়ী থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে গত ৪ সেপ্টেম্বর রাতে যোগিপোল ফকিরপাড়া কালভার্ট মোড় থেকে দিদারকে আটক করে মারপিটের এক পর্যায়ে দিদার যোগিপোল ৮নং ওয়ার্ডের সিরাজ হাওলাদারের নাম বলে। পরবর্তিতে ১৫/২০ জন ভোর ৫টার দিকে সিরাজ হাওলাদারের ৮নং ওয়ার্ডের বাড়ীতে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে টেনে হিচড়ে শিরোমণি কালভার্টের উপর নিয়ে মারপিট করে ফেলে রাখে। সকালে স্থানীয়রা সিরাজ হাওলাদারকে মৃত এবং দিদার সরদারকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের স্বজনদের খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সিরাজ কে মৃত ও দিদারকে গরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত সিরাজ হাওলাদারের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে বলেন, যোগিপোল ৮নং ওয়ার্ডের বিনু সরদারের পুত্র জাকারিয়া জাকারসহ ১৫/২০জন ভোরে আমার ঘরের দরজা ভেঙ্গে আমার স্বামীকে ঘুম থেকে তুলে হাসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এ সময় আমি এবং আমার ছোট মেয়ে ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদের মারপিট করে তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের আসবাপত্র ভাংচুর করে ঘরে থাকা আশা সমিতি থেকে তোলা ৫০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। সুমি জানায় আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়ায় পর আমি আমাদের আত্মিয় স্বজনদের খবর দেয়। পরবর্তিতে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যোগিপোল ফকির পাড়া কালভার্ট মোড়ে গিয়ে আমার স্বামীর বিভিন্ন স্থানে কোপের চিহৃসহ তাকে মৃত অস্থায় দেখতে পাই।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, চোর সন্দেহে সিরাজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দিদার নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

]]>
ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ টন পেঁয়াজ https://ucchakontha.com/archives/32953 Tue, 02 Apr 2024 07:59:27 +0000 https://ucchakontha.com/?p=32953 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে ভারত থেকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে চালানটি সিরাজগঞ্জে পৌঁছায়।

রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে প্রথমে আসে ইন্ডিয়ান রেলওয়ের ৩১টি ওয়াগন। বাকি ১১টি ওয়াগন আসে সকাল ৯টার দিকে। এরপর শুরু হয় খালাস কার্যক্রম।

টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানির পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে। জনগণের চাহিদা পূরণে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে।

ভারত থেকে মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে ।টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।

]]>
নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে টাকাসহ ভুয়া সাংবাদিক অন্তর গ্রেফতার https://ucchakontha.com/archives/32570 Tue, 01 Aug 2023 19:02:13 +0000 https://ucchakontha.com/?p=32570  

নিজস্ব প্রতিবেদন:

নওগাঁ সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান অন্তর (৩৪) নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে থেকে চাঁদার নগদ ১৫ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক শহরের পার নওগাঁ ভড়িয়াপাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান দীর্ঘ বছর যাবত ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছেন। সম্প্রতি সাংবাদিক পরিচয়ে ওই ব্যবসায়ীর মুঠোফোনে কল করে ভয়ভীতি দেখিয়ে গত ২৫ মার্চ নওগাঁ শহরে ডেকে নেয় মেহেদী হাসান অন্তর। তার কাছে থেকে চাঁদা দাবী করা হয় ১ লক্ষ টাকা। এই টাকা দিতে না চাইলে পর্যায়ক্রমে ওই ব্যবসায়ীকে আবারো ভয়ভীতি দেখাতে থাকেন অন্তর। পরে ৩০ জুলাই আবারো ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে চাঁদার টাকা দেওয়ার দিন ও সময় নির্ধারন করে দেন তিনি। এ ঘটনায় নিরুপাই হয়ে ব্যবসায়ী মাসুদুর রহমান নগদ ১৫ হাজার টাকা নিয়ে মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে যান। সেখানে এসে চাঁদার ১৫ হাজার টাকা নিয়ে বাকী টাকার জন্য পুনরায় ব্যবসায়ীকে হুমকি দিতে শুরু করেন অন্তর। এক পর্যায়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে কথিত সাংবাদিক অন্তরকে আটক করে থানায় সংবাদ নেয়। পরে আটক অন্তরকে হেফাজতে নিয়ে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, নিজেকে একাধিক বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিলেন অন্তর। স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও পরিচয় দিয়েছেন তিনি। টাকা না দিলে সে আমার ব্যবসায়িক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছিলো। পরে বাধ্য হয়ে ১৫ হাজার টাকা তাঁর হাতে দেই। সেই টাকাসহ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, সাংবাদিক নামধারী এই চাঁদাবাজকে দেওয়া প্রত্যেকটা নোটের ছবি আমার কাছে সংরক্ষিত ছিলো। আগে থেকেই ধারনা করেছিলাম সে আমার উপর চড়াও হতে পারে। পুলিশ তাঁকে গ্রেফতারের পর আমার দেয়া প্রত্যেকটা নোট জব্দ করেছে। এক্ষেত্রে স্থানীয় লোকজন এবং থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিলো।

এবিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের সময় অন্তর নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলো স্থানীয়রা। ওই যুবকের কাছে থেকে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হান আলম বলেন, বর্তমানে অনেকে নিজেদের স্বার্থ চরিতার্থে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরাই মূলত চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। একজন মূল ধারার সাংবাদিক কখনোই চাঁদাবাজ হতে পারে না। তাই গ্রেফতারকৃত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

]]>
নওগাঁয় র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যু, অভিযোগ স্বজনদের https://ucchakontha.com/archives/32342 Mon, 27 Mar 2023 06:38:30 +0000 https://ucchakontha.com/?p=32342 নওগাঁয় র‍্যাবের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সুলতানা জেসমিন (৪৫) নামে ওই নারীকে হেফাজতে নিয়ে নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে বলে ,অভিযোগ করেছেন তার স্বজনেরা।

গত শুক্রবার (২৪ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে ওই নারীকে আটক করে র‍্যাব।

সুলতানা জেসমিন সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। শহরের জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকতেন তিনি।

স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন সুলতানা জেসমিন। পথিমধ্যে সকাল সাড়ে ১০টায় শহরের নওযোয়ান মাঠের সামনে পৌঁছালে সাদা রঙের মাইক্রোবাসযোগে এসে তাকে আটক করে নিয়ে যায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকের প্রায় ২ ঘণ্টা পর দুপুরে সুলতানাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে র‍্যাব। সেখানে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। রামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

সুলতানা জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টু বলেন, বুধবার আমার ভাগ্নি অফিসে যাওয়ার জন্য বের হলে রাস্তা থেকে র‍্যাব তাকে আটক করে নিয়ে যায়। তবে তাকে কোথায় নেওয়া হয়েছিল তা তাৎক্ষণিক জানা যায়নি। দুপুরে ভাগ্নির মোবাইল ফোন থেকে আমাদের নাতি সৈকতকে কল করে নওগাঁ জেনারেল হাসপাতালে আসতে বলে র‍্যাব। বিষয়টি জানার পর দুপুর ২টার দিকে সেখানে গিয়ে দেখি ভাগ্নিকে স্যালাইন দেওয়া অবস্থায় ভর্তি করা হয়েছে। পাশেই র‍্যাবের সদস্যরা ছিল। সুলতানা কথা বলতে পারছিল না। পরে তার অবস্থা গুরুতর হলে সন্ধ্যায় তাকে রামেকে নেওয়া হয়। রামেকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সুলতানার মৃত্যু হয়

তিনি আরও বলেন, সুলতানা শুক্রবার মারা গেলেও ওইদিন রামেকে তার পোস্টমর্টেম হয়নি। এজন্য পরের দিন র‍্যাব তার পোস্টমর্টেম করে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। আমার ভাগ্নির মরদেহ দাফন হওয়া পর্যন্ত র‍্যাব প্রকাশ্যে এবং গোপনে আমাদের চারিদিকে অবস্থান করেছে। সুলতানাকে সকালে তুলে নেয় আর দুপুরেই হাসপাতালে নিয়ে যায়। তাই ভেতরে একটা সন্দেহ থেকেই যায়। এ সময়ের মধ্যে তার উপর নির্যাতন চালানো হয়ে থাকতে পারে।

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, বুধবার দুপুরে র‍্যাবের সদস্যরা এক নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে। সন্ধ্যায় ওই নারীর অবস্থা গুরুতর হলে তাকে রামেকে রেফার্ড করা হয়। ওই সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি আমরা। তবে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, র‍্যাবের ভাষ্যমতে ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। অজ্ঞান অবস্থায় এখানে এনে র‍্যাব তাকে ভর্তি করায়। পরে ওই নারীকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হয়। ওই সময় সিটি স্ক্যান করলে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ দেখা যায়। মস্তিষ্কে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার মাথায় একটি ছোট্ট লাল দাগ ছিল। শরীরে অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

https://www.dhakapost.com/country/182706

]]>
মান্দায় নির্বাচনী সংহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত https://ucchakontha.com/archives/31394 Sun, 21 Nov 2021 02:22:31 +0000 https://ucchakontha.com/?p=31394 নওগাঁ মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর এক কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীর নাম রানা (৩৫)। রানা উপজেলার গণেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত নাসির উদ্দীন শাহার ছেলে। গত শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দের পর গণেশপুর ইউপির সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনজন আহতের মধ্যে রানা ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রানার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টায় দিকে তিনি মারা যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
পৌর নির্বাচনে সংঘর্ষে জড়াল নৌকা-বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা, আহত ১০ https://ucchakontha.com/archives/31365 Thu, 18 Nov 2021 03:02:34 +0000 https://ucchakontha.com/?p=31365 পাবনার বেড়া পৌরসভার মেয়র পদে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থীর (নারিকেল গাছ) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) রাতে পৌরসভার হাতিগাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বেড়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নৌকার সমর্থক মুন্নাফ, আল মাহমুদ, আরিফুল, শাহাদত প্রামানিক, মিলন ফকির, ফারুক খান, শাহিন খাঁ, দুলাল প্রমানিক। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমান ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে ৩ জনই স্থানীয় সংসদ সদস্য, যারা শামসুল হক টুকু পরিবারের সদস্য। ভোটের মাঠে তাদের লড়াই শুরু হয়ে গেছে।

তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া এস এম আসিফ শামস রঞ্জন শামসুল হক টুকুর ছেলে, মো. আব্দুল বাতেন টুকুরব আপন ভাই ও এস এম সাদিয়া আলম টুকুর আপন ভাতিজি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে নৌকার ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা মিছিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে কয়েকটি নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন জানান, বুধবার (১৭ নভেম্বর) রাতে বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারণার লক্ষে তার সমর্থকেরা একটি মিছিল বের করে হাতিগাড়া চৌরাস্তা মোড়ে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থকরা আরেকটি মিছিল নিয়ে আসে এবং অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করলে বলেন, নৌকা প্রার্থী জনবিচ্ছিন্ন হয়ে একেরপর এক মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমাদের প্রচারণা মিছিলে নৌকার লোকজন হামলা করে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এমন বেপরোয়া হয়ে উঠেছে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা।

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুটি মিছিল মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাইকে বলছি। কোনো প্রকার সহিংসতা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় তাহলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

]]>
মানিকহাট ইউপি নির্বাচনে সাংবাদিক শিহাবের উপরে স্বতস্ত্র প্রার্থীর লোকজনের হামলা। https://ucchakontha.com/archives/31217 Sat, 13 Nov 2021 05:41:17 +0000 https://ucchakontha.com/?p=31217 পাবনা প্রতিনিধিঃ

পাবনার সুজানগর উপজেলায় ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে সাংবাদিক শিহাব আহম্মেদ আলোকিত ৭১ সংবাদ এর সম্পাদক অনান্য সকলের মতোই তিনি নির্বাচনের সকল তথ্য সংগ্রহের সময়ে তার বাসা থেকে সকাল ৮ ঘটিয়ার খাবার শেষ করে মানিকহাট ইউনিয়নের ৫নং ও ৬নং ওর্য়াড়ের দুইটা কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি তার উক্ত কেন্দ্র গুলো দেখার পরে বাকি কেন্দ্র গুলো সহ তার উপজেলায় মোট ১০ টি ইউনিয়ন এর ভোট দেখার জন্য বোনকোলা ঈগার মাঠ থেকে ৮:৪৫ মিনিটের দিকে বোনকোলা হাটের দিকে যায় তার সহকর্মী সাংবাদিকদের মাইক্রকো গাড়ির জন্য তিনি বোনকোলা বাজারে অবস্থান কালীন সময়ে তিনি আনারস প্রার্থীর সন্ত্রাসী হামলার শিকার হন।

উক্ত সন্ত্রাসী হালমায় মূল চক্রের অগ্রনায়ক ছিলেন মানিকহাট ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থীর কিছু গুন্ডা বাহিনী বোনকোলা গ্রামের রকি ও আব্বাস আলী মল্লিকের বেশকিছু লোক সহ সাংবাদিক শিহাব আহম্মেদ’কে পথিমধ্যে বোনকোলা বাজার বটতলায় রাস্তায় বেশ কিছু মানুষ মিলে তাকে নির্মমভাবে মারধর করে এবং সাংবাদিক পরিচয় পেয়ে তাকে আরো মারধর করেন।।

তার সাথে থাকা তার পত্রিকার আইডি কার্ড, নির্বাচন পর্যবেক্ষণের কার্ড, ও তার দুইটা মোবাইল ফোন সহ সাথে থাকা সব কিছু আনারসের সতাস্ত্র বাহিনী নিয়ে নেয় এবং তাকে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের অফিস রুমে নিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখানো সহ তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলে।

ও তাকে চেয়ারম্যান এর রুমে বন্দি করে রাখে এই হামলার শিকার সাংবাদিক শিহাব আহম্মেদ ছিলেন আলোকিত ৭১ সংবাদ এর সম্পাদক তিনি উক্ত শিকারের বিষয় টি তার আশেপাশে থাকা ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের উচ্চ অফিসারে নিকট তার ঐই ঘটনাটি বললে তারা বলেন থানায় মামলা দায়ের না করলে তারা কোন পদক্ষেপ গ্রহন করবে না, অন্যথায় প্রাশাসন তারা কোন কিছু না করায় পরে তার ঘটনা টি শুনার পরে আমিনপুর থানা ও বেড়া উপজেলার তিনজন সাংবাদিক তাকে নিরাপদে রাখার জন্য তাদের সাথে নিয়ে যায়।

উক্ত ঘটনা টি জানার পরে বিভিন্ন সাংবাদিক মহল থেকে সাংবাদিক শিহাব আহম্মেদ এর নিয়ে পত্র পত্রিকা সহ একাধিক টিভি চ্যালেন সহ প্রশাসনের উচ্চপদস্থ্ লোকজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সেই সাথে সাংবাদিক শিহাব আহম্মেদ এর হামলা করী ব্যক্তি গুলোর দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠোর বিচারের দাবী করেন এবং তারা বলেন সাংবাদিক শিহাব আহম্মেদ একজন সময়ে সাহসী সাংবাদিক তার হামলা কারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কঠোর আনন্দোলনের অবস্থানে থাকবো।

]]>
নৌকার মনোনয়ন প্রত্যাশী ‘মোছাম্মদ নিলুফা ইয়াসমিন’ https://ucchakontha.com/archives/31180 Tue, 09 Nov 2021 07:39:23 +0000 https://ucchakontha.com/?p=31180

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ১০নং কৈজুরী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ‘মোছাম্মদ নিলুফা ইয়াসমিন’ বলিষ্ঠ এই নেত্রী ।


তিনি সাবেক শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদিকা, শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সাবেক সহ-সভাপতি ১০ নম্বর কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগ এবং বর্তমান সদস্য ১০ নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ১০নং কৈজুরী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নৌকার দলীয় ফরম তুললেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীবৃন্দ ।


আওয়ামী লীগের ত্যাগী’ বলিষ্ঠ নেত্রী ‘মোছাম্মদ নিলুফা ইয়াসমিন’ (বিএ) প্রথমবার দেশ গড়ার লক্ষ্যে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন দিলে প্রতিদ্বন্দ্বী কে বিপুল সংখ্যক ভোটে পরাজিত করে বিজয়ী হবেন আশাবাদী।

তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে নৌকার মনোনয়ন উপহার চান। এবং সেই সাথে তিনি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের সকলের সহায়তা কামনা করেন।

‘মোছাম্মদ নিলুফা ইয়াসমিন’ উচ্চকণ্ঠ প্রতিনিধিকে বলেন, আমার ইউনিয়নে আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে ‘গ্রাম হবে শহর’ স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি ১০নং কৈজুরী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।

এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।


তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায়কৈজুরী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

চেয়ারম্যান প্রার্থী মোছাম্মদ নিলুফা ইয়াসমিন উচ্চকণ্ঠ প্রতিনিধিকে আরও জানান, “মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর”।


এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।

গরিব দুঃখী অসহায় মানুষের আস্থাভাজন সৎ, যোগ্য, শিক্ষিত, বলিষ্ঠ নেত্রী মোছাম্মদ নিলুফা ইয়াসমিন (বিএ)।

]]>
সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা ১১০৫৮১, লাঙল ৫৩৫! https://ucchakontha.com/archives/30988 Tue, 02 Nov 2021 18:07:46 +0000 https://ucchakontha.com/?p=30988 সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) উপনির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেন (লাঙল) পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়র কবির (মোটরসাইকেল) পেয়েছেন ৩৪০ ভোট। ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শুন্য হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে রিটানিং কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে মোট এক লাখ ১১ হাজার ৪৫৮টি বৈধ ভোট পড়েছে। যা মোট ভোটের ২৬ দশমিক ৪৮ শতাংশ। 

নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন র‌্যাব, ৪ প্লাটুন বিজিবি, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি ও র‌্যাব টহলে ছিল। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মিলে এ আসনের ভোটার সংখ্যা ছিল চার লাখ ২০ হাজার ৭৮০।

]]>
পদ্মায় ৫৫ যাত্রী নিয়ে ট্র্রলারডুবি, ৩ লাশ উদ্ধার https://ucchakontha.com/archives/30401 Wed, 29 Sep 2021 14:35:35 +0000 https://ucchakontha.com/?p=30401 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের তথ্য মতে, নৌকায় ৫০ জনের মতো যাত্রী ছিল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি স্যালো নৌকা প্রায় ৫০-৫৫ জন যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে পাঁকা ইউনিয়নের দশরশিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। গন্তব্যস্থলের কাছাকাছি লক্ষ্মীপুর চরের সামনে এলাকায় এসে পৌঁছলে স্যালো নৌকাটি তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়।

]]>