সিলেট জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 24 Sep 2022 14:46:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, উভয় পরিবারের মধ্যে ২০ হাজার টাকা প্রদান। https://ucchakontha.com/archives/31634 Sat, 24 Sep 2022 14:46:15 +0000 https://ucchakontha.com/?p=31634 স্বপন আহাম্মেদ, চুনারুঘাট

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরের মধ্যে কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই কৃষকের প্রানহানীর ঘটনা ঘটেছে। এই মৃত্যুর ঘটনায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পরিবারের মধ্যে ২০হাজার করে টাকা প্রদান করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মজলিশপুর মদিনা পাড়া(বন্দের বাড়ির)মৃত মোহাম্মদ খতিব উল্লার ছেলে মোহাম্মদ আব্দুল করিম মিয়া(৬০)ও একই পাড়ার পাশের বাড়ির মৃত মোহাম্মদ তারা উল্লার ছেলে মোহাম্মদ নুর উদ্দিন মিয়া(৫০)। ঘটনাটি ঘটেছে ২৪সেপ্টেম্ভর শনিবার সকাল সাড়ে ৯টায়। এলাকাবাসী ও উভয়ের পরিবার সূত্রে জানাযায়, মজলিসপুর লক্ষীবাউর রোডের মাধ্যের বিল এড়িয়ার (পিঠাবাড়ি)হাওরে আমন ধানি জমিতে কৃষি কাজ করতে যান দু’জন। এসময় হঠাৎ একটি বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহতরা। পরে আশপাশের হাওরে ধানি জমিতে কাজ করা অন্য শ্রমিকরা তাদেরকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে কাছে আসেন। এবং তাদের মৃত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিক তারা বিষয়টি উভয় পরিবারের লোকজনের মধ্যে অবগত করলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হাওরে গিয়ে জমি থেকে লাশ গুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে এলাকাবাসীর কাছ থেকে নিহত হওয়া আব্দুল করিম মিয়ার পরিবারে রয়েছে স্রীসহ ৬টি সন্তান রয়েছে। তাদের মধ্যে ১টি ছেলে ও ৫টি মেয়ে কন্যা সন্তান রয়েছে। আর নুর উদ্দিন মিয়ার পরিবারে স্রী সহ ৬টি সন্তান রয়েছে। তাদের মধ্যে ২ছেলে ও ৪ মেয়ে কন্যা সন্তান রয়েছে। উভয় পরিবারের উপার্জনকারীকে হারিয়ে আকাশ বাসাত ভারী হয়ে উঠে তাদের আহাজারিতে। তাদের পাশের বাড়ির বাসিন্দা জাহের মিয়া ও বাউল শিল্পী শাহ মুজাহিদ মিয়া জানান,নিহত হওয়া দু’জন এলাকার মধ্যে খুবই ভালো মানুষ ছিলেন এবং একে অন্যর সাথে খুবই ভালো সম্পর্ক রেখে একসাথে চলাফেরা করতেন। এমনকি তারা হাওরের কৃষিকাজ সকল ধরনের কাজকর্ম বন্ধুর মতো করে একসাথেই করতেন।

আজও এর তেমন একটা ব্যতিক্রম হয়নি তাদের কাজে যাওয়ার মধ্যে। এক সাথে গিয়েছিলেন কাজে এবং এক সাথেই মৃত্যু বরণ করলেন। উভয়ের পরিবার সূত্র ও ১নং ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মুনসুর মিয়া তাদের জানাজা ও পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করার বিষয়টিও নিশ্চিত করে বলেন,আজ বাদ মাগরিবের নামাজের পর মজলিসপুর জামে মসজিদ মাঠে উভয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তাদেরকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে বলেও জানান তিনি। এ ব্যপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সাথে যোগাযোগ করা তিনি জানান,তাদের নাম ঠিকানা সহকারে সবকিছু তথ্য জেলায় প্রেরন করা হয়েছে। এবং উভয় পরিবারকে ২০হাজার করে টাকা প্রদান করা হবে। এদিকে তাদের মৃত্যুর খবর শুনে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সিংহ তাদের বাড়িতে বেলা ৩টার দিকে দেখতে যান। এবং তারা পরিবারের সবাইকে শান্তনা দেওয়ার চেষ্টা করেন এবং সমবেদনা প্রকাশ করে উভয় পরিবারের হাতে নগদ ২০হাজার করে অর্থ প্রদান করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকার কারনে তাদের লাশটি দাফন করার জন্য উভয় পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে মাগরিবের নামাজের পর বিভিন্ন এলাকার মুসল্লীগন মজলিসপুর জামে মসজিদ মাঠে পাঙ্গনে হাজারো মুসল্লীগনের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উভয় দু’জন পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

]]>
করোনা উপলক্ষে আহম্মদাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ https://ucchakontha.com/archives/28538 Sat, 17 Jul 2021 10:57:01 +0000 https://ucchakontha.com/?p=28538 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

করোনা ভাইরাসের মহামারিতে দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাউল বিতরণ করেছে চুনারুঘাটের ২নং আহম্মদাবাদ ইনিয়ন পরিষদ। (১৪ জুলাই) বুধবার সকালে চাউল বিতরণ করেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ রহমান আজাদ,ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী রহমান ও মিজানুর রহমান,ওয়ার্ড আ’লীগ সভাপতি আঃ হান্নান,প্রবাসী যুবলীগ নেতা তোফাজ্জল মহালদার,ইউনিয়ন যুবলীগের সম্পাদক সফিকুর রহমান সাপু মেম্বার,উইনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুয়েল তালুকদার,সেক্রেটারী সফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন আলম,ওয়ার্ড যুবলীগ সেক্রটারী আঃ হক রিমু,সাংবাদিক নুরুল আমীন,আজিজুল হক নাসির,আঃ জাহির মিয়া প্রমুখ।

১৪৭৫ জনকে ১০ কেজি করে চাউল দেয়া হয়।

]]>
গুইবিল সীমান্তে ১০ কেজি গাঁজা উদ্ধার https://ucchakontha.com/archives/28383 Fri, 09 Jul 2021 08:45:00 +0000 https://ucchakontha.com/?p=28383 মোহাম্মদ আব্দুল হান্নান ক্রাইম রিপোর্টার সিলেট।

চুনারুঘাটের গুইবিল সীমান্তে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ( ৬ জুলাই ) রাতে গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উদ্দিন সীমান্তের ১৯৭০ এর ৩ এস পিলারের কাছে টহলরত অবস্থায় গাঁজা আটক করেন। বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সদস্য লেঃ নায়ক জিয়াউর রহমানের সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধার করেন।এ সময় চোরা-কারকারিরা পালিয়ে যায়। বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক( সিও) লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী বলেন,মাদকের ব্যাপারে জির টলারেন্স অব্যাহত থাকবে।

]]>
আহম্মদাবাদ ইউপিতে ৯৫০ উপকারভোগীর মাঝে জিআর সহযোগিতা বিতরণ https://ucchakontha.com/archives/28228 Sun, 27 Jun 2021 08:40:14 +0000 https://ucchakontha.com/?p=28228 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে ৯৫০ উপকারভোগীর মাঝে জিআর সহযোগিতা বিতরণ করা হয়েছে। ২৭ জুন বেলা ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু এ বিতরণের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রহমান আজাদ,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি মুজিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক আঃ হান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহীন আলম, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, সফিকুর রহমান সাফু, সোহেল কালাম আজাদ চৌধুরী, নটবর রৌদ্রপাল, চন্দ্র তাতী, মাখন গোস্বামী, ফরিদ মিয়া, আজগর আলী মীর, স্কুল শিক্ষক মতিউর রহমান, মাসুক মিয়া, সায়েদ মাহমুদ মোমিন প্রমূখ। এ সহযোগিতার আওতায় ৭৫০ জন উপকারভোগীকে ৫০০ টাকা করে জিআর ক্যাশ ও ২০০ জন উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

]]>
চুনারুঘাট সীমান্তে ৬ কেজি গাঁজাসহ বিজিবির হাতে আটক ১ https://ucchakontha.com/archives/28003 Sat, 19 Jun 2021 08:02:42 +0000 https://ucchakontha.com/?p=28003 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে রুপন মিয়া (৩৬)কে ৬ কেজি গাঁজা ও ৯৩ পিচ ইয়াবাসহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।সে গাজিপুর ইউনিয়নের উছমানপুর মানিকভান্ডার গ্রামের নুর হোসেনের পুত্র।

(১৭ জুন) রাত ১০ টার সময় উপজেলার মাদকস্পর্ট খ্যাত গুইবিল সীমান্তের ১৯৬৯ পিলার থেকে ১৫০ গজের মধ্যে মাদক পাচারের সময় তাকে আটক করে।

বিজিবি’র গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম আহমদ জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন রুপন গরু পাচার করছেন।খবর পেয়ে টহল বাহীনি নিয়ে ধাওয়া করলে রুপন কে আটক করেন।পরে তার কাছে ৬ কেজি গাঁজা ও ৯৩ পিচ ইয়াবা উদ্ধার করেন।

রাতেই রুপন কে মাদক আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে।

এদিকে আটক রুপনের পরিবার দাবী করে বিজিবি তাকে গরু পারাপারের কথা বলে ফোন করে নিয়ে মাদক দিয়ে গ্রেফতার দেখিয়েছে।

]]>
আমু চা বাগানের উদয়ন উচ্চবিদ্যালয়ের ৪তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী https://ucchakontha.com/archives/27619 Thu, 03 Jun 2021 08:35:34 +0000 https://ucchakontha.com/?p=27619 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

কথা রাখলেন (হবিগঞ্জ-৪) চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী। (৩জুন) বৃহস্পতিবার সকালে আমু চা বাগানে অবস্থিত উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন ভার্চুয়ালী ভাবে কাজের উদ্বোধন করেন তিনি। প্রতিমন্ত্রী মাহবুব আলী কথা দিয়েছিলেন বিদ্যালয়ের এমপিও ভুক্ত না হলেও বহুতল ভবন দেয়ার ব্যবস্থা করবেন। যেই কথা সেই কাজ, বৃহস্পতিবার ৪ তলা ভবনের কাজের মাধ্যমে তা প্রমাণ কররেন।

এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা মাধ্যমিক স্কুল বিভাগের ইঞ্জিনিয়ার সজল মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ কৈরী মাষ্টার,অব.প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ,ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আজিজুল হক নাসির ও আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরিদ মিয়া ও চন্দ্র তাতী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন তাতী, বাগান পঞ্চায়েত সভাপতি ধনেশ্বর ভুনার্জি,সেক্রেটারী মহেশ্বর উড়াং,ভ্যালী সেক্রেটারী অনিরুদ্ধ বাড়াইক,অমর মহালী,সুবাস তন্তবায়,শেফালী কৈরী,বিদ্যালয়ের শিক্ষক নিতু সিংহা,বীরেন্দ্র মুন্ডা,সুরেজিৎ মুন্ডা,কিশোর মুন্ডা,সঞ্জিত রবিদাস,মুকেশ তাতী,শামীমা আক্তার,জেসমিন আক্তার ও প্রবাসী আব্দুল ওয়াহেদ প্রমুখ।

]]>
চুনারুঘাটে অনলাইন রেকর্ডিং ক্লাসের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী https://ucchakontha.com/archives/27513 Sun, 30 May 2021 04:53:28 +0000 https://ucchakontha.com/?p=27513
চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার পৌরসভার ১টি ও ১০ ইউনিয়নে একটি করে মোট ১১টি অনলাইন রেকর্ডিং ক্লাস সেন্টারের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী।
২৯মে (শনিবার) সকাল১০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা কনফারেন্স রুমে এ অনলাইন রেকর্ডিং ক্লাসের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌরসভার মেয়র সাইফুল ইসলাম রুবেল
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, উপজেলা ওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আবু তাহের, ইউপি চেয়ারম্যান
আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চৌধুরী শামসুন্নাহার,
রমিজ উদ্দিন, হুমায়ুন কবির খান, শামসুজ্জামান শামীম
ফজলুর রহমান তরফদার সবুজ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি
মুস্তাফিজুর রহমান (রিপন), কৃষকলীগ সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক শেখ জামাল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি
অধ্যক্ষ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

]]>
চুনারুঘাটে বসত গৃহে পুলিশের তল্লাশি, গাঁজাসহ আটক ২ https://ucchakontha.com/archives/27368 Mon, 24 May 2021 07:36:28 +0000 https://ucchakontha.com/?p=27368 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

চুনারুঘাট উপজেলার চান্দপুর লোহারপুল বস্তি নামক স্থানে অজিদ রাজবংশীর বসত গৃহ তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও পদ্মা মহালি (২৬) এবং তার স্বামী অজিত রাজবংশী (২৮)কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

২২ মে (শনিবার) ভোর সাড়ে ৫টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এ তল্লাশি অভিযানে ছিলেন এসআই ভুপেন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসান সহ একদল পুলিশ।

উপস্থিত ছিলেন আশপাশের লোকজনও। ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদ পেয়ে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অজিদ রাজবংশীর বসত গৃহের খাটের তল থেকে কালো রঙ্গের স্কুল ব্যাগে থাকা ৭কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশের আচঁ পেয়ে লেনদেন করতে আসা অপর ব্যবসায়ী মোবাইল ফেলে পালিয়ে গেলে তারা ব্যবসায়ী অজিদ ও তার স্ত্রী পদ্মাকে আটক করেন। অজিদ ওই বস্তীর রেন্টু রাজবংশীর পুত্র।

গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

]]>
চুনারুঘাটে খাবার ও গাড়ি ভাড়ার প্রলোভন দিয়ে দিন-দুপুরে কিশোরীকে ধর্ষণ https://ucchakontha.com/archives/25050 Fri, 12 Mar 2021 08:53:32 +0000 https://ucchakontha.com/?p=25050 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট

ক্ষুধার্ত কিশোরীকে খাবার ও গাড়ী ভাড়া দিয়ে বাড়িতে পাঠানোর প্রলোভন দিয়ে নিজ গৃহে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে। অভিযোগকারী ধর্ষিতা মিম (ছদ্মনাম) (১৬) জানায়, সে শমশেরগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জে এসে এক মহিলার সাথে রাত কাটায়। সেখান থেকে পথ ভুলকরে জারুলিয়া চলে আসে। জারুলিয়া থেকে চুনারুঘাটে সিএনজিযোগে যাবার সময় সাদ্দামের সাথে পরিচয় হয়। সে সাদ্দামের কাছে আহারের জন্য কিছু টাকা চায়। সাদ্দাম ওই কিশোরীকে তার বাড়িতে আসলে খাবার ও গাড়ি ভাড়া দিবে বলে প্রলোভন দিয়ে গৃহে এনে জোর পূর্বক একাধিক বার ধর্ষণ করে। পরে সাদ্দামের স্ত্রী ঘরে আসলে সাদ্দামের শিশুসন্তানের সহযোগিতায় মেয়েটি পালিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সাদ্দামের স্ত্রী দিলারা খাতুন জানান, সাদ্দাম তার স্ত্রীকে ফোনে জরুরি ছবি তোলার কথা বলে জারুলিয়া বাজারে পাঠিয়ে দিয়ে চুনারুঘাট থেকে বাসুল্লা হয়ে মেয়েটিকে নিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে রাখে। তার স্ত্রী জারুলিয়া বাজারে দীর্ঘক্ষন অপেক্ষার পর বাড়ি ফিরে এসে দেখেন তার স্বামী দরজা বন্ধ করে ঘরের ভিতরে রয়েছেন। অনেকক্ষণ দরজা খোলার কথা বললে সাদ্দাম দরজা খুলেনি। পরে দরজায় লাঠি দিয়ে আঘাত করতে থাকলে সাদ্দাম দরজা খুলে দেয়। তখন মেয়েটি এসে তার পায়ে পড়ে। দিলারা তার স্বামীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে মেয়েটি পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ১১ মার্চ দুপুর আনুমানিক বারোটায়। মেয়েটিকে আশ্রয়দাতা ছনখলা গ্রামের মুরুব্বী নুর মোহাম্মদ বলেন, মেয়েটি হাঁপাতে হাঁপাতে তার দোকানে গিয়ে উঠে। এবং বিস্তারিত খুলে বলে। গ্রামবাসী এক জোটে প্রতিবাদ করেন। বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে ভিকটিম ও সাদ্দামের স্ত্রী দিলারা খাতুন থানা হেফাজতে নেন। তখন অভিযুক্ত সাদ্দাম পলাতক ছিল। গ্রামের প্রায় অধিকাংশ লোকজন জানান সাদ্দামের একাধিক স্ত্রী রয়েছে। সে ইতিমধ্যেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মিম অনেকটা বুদ্ধি প্রতিবন্ধীর মত। সে কোন কিছুই গুছিয়ে বলতে পারছিল না। বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম চুনারুঘাট থানার হেফাজতে ও অভিযুক্ত সাদ্দাম,সাদ্দামের স্ত্রী ও ভুক্ত ভুগি সহ থানা হাজতে আছে ।

]]>
সিলেটের করোনা আক্রান্ত এমপি সামাদ মারা গেছেন https://ucchakontha.com/archives/25027 Thu, 11 Mar 2021 10:01:13 +0000 https://ucchakontha.com/?p=25027 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের সহকারী একান্ত সচিব (এপিএস) জুলহাস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>