হবিগঞ্জ জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Thu, 02 Jan 2025 06:34:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ‘প্রেসক্লাব চুনারুঘাট’ এর ২২ সদস্য নতুন কমিটি ঘোষণা https://ucchakontha.com/archives/33207 Thu, 02 Jan 2025 06:34:09 +0000 https://ucchakontha.com/?p=33207  

চুনারুঘাট প্রতিনিধিঃ শাহ আলম স্বপন

১ জানুয়ারি বুধবার প্রেসক্লাব চুনারুঘাট এর ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাইফুল ইসলাম কে সভাপতি ও দৈনিক খোলা কাগজ ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কারা নির্যাতিত সাংবাদিক আঃ রাজ্জাক রাজু কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

সিনিয়র সহ সভাপতি মোঃ কদ্দুছ আলী (করাঙ্গী নিউজ ডট কম)সহ সভাপতি : আব্দুর রউফ পাশা (দৈনিক কালের সমাজ)সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক রাজু (দৈনিক হবিগঞ্জ সমাচার) যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল জাহির মিয়া (দৈনিক পর্যবেক্ষণ)সাংগঠনিক সম্পাদক: মামুনুর রশীদ ভূঁইয়া (হবিগঞ্জের আলো)সাংগঠনিক সম্পাদক: আসাদুজ্জামান খাঁন (দৈনিক আমার সংবাদ)অর্থ সম্পাদক: দ্বীপ পাল চৌধুরী (ফ্রন্টিয়ার ডট কম)আইন, সংবিধান ও দপ্তর বিষয়ক সম্পাদক: সাইফুর রহমান (প্রথম সেবা)প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারেক খাঁন (চুনারুঘাট নিউজ টোয়েন্টিফোর) সমাজকল্যাণ সম্পাদক সজল মিয়া (দৈনিক কালনেত্র)ধর্ম বিষয়ক সম্পাদক: ফরিদ উদ্দিন মাসুদ (দৈনিক ভোরের আলো)ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নাঈম আজাদ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা)পরিবেশ ও জলবায়ু সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (উন্মোচন)তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আল রাজি অনিক (ফ্রন্টিয়ার ডট কম)প্রবাস সাংবাদিকতা বিষয়ক সম্পাদক: মনির সরকার (মুক্ত বাংলা)শ্রম বিষয়ক সাংবাদিকতা সম্পাদক: বাবলু তন্তবায় (এসটি বাংলা টিভি)আন্তর্জাতিক সম্পাদক: ফজরুল ইসলাম তালুকদার (ফ্রন্টিয়ার) সদস্য: হোসাইন আলী রাজন (সংবাদ প্রতিক্ষণ) সদস্য: নজরুল ইসলাম (আমার দেশ প্রতিদিন) সদস্য: শাহ আলম স্বপন (উচ্চকণ্ঠ)মোঃ ফজলুর রহমান রিয়াদ (দৈনিক হবিগঞ্জের আলো)। আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়।

]]>
নীলফামারী-৩ আসনের সাবেক এমপি চুনারুঘাটে পিস্তল সহ জনতার হাতে আটক https://ucchakontha.com/archives/33174 Sun, 17 Nov 2024 16:21:44 +0000 https://ucchakontha.com/?p=33174  

স্বপন আহাম্মেদ, চুনারুঘাট

চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া খোয়াই বেইলী ব্রিজে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেল (৫৮) এর গাড়ির উল্টো ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম জিএম শাহিন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহত জিএম শাহিন(৪৫) সাটিয়াজুরী ইউনিয়নের উষাই নগর এলাকার মৃত ইউনুছ আলীর পুত্র। জানা জায়, রবিবার (১৭নভেম্বর) দুপুরে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেল মেজর বহনকারি ঢাকা মেট্রো ঘ- ১৩-১২৪৬ গাড়িটি শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে চলে আসলে যানজটের সৃষ্টি হয়। এসময় রানা মোহাম্মদ সোহেল গাড়িটি পেছানোর চেষ্টা করলে পিছনের দণ্ডায়মান মোটরসাইকেলে স্বজোড়ে ধাক্কা লাগে । এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডায় রানা মোহাম্মদ সোহেল এর সাথে থাকা পিস্তল উচিয়ে ফাঁকা গুলি ছুড়েন। গুলির আওয়াজে বেইলী ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় । মহুর্তের মধ্যে ব্রিজে যানজট ও আশপাশ এলাকার মানুষ জড়ো হয়। গুলাগুলি ও প্রতিপক্ষের সাথে সংঘাতময় পরিস্থিতি এড়াতে স্থানীয়রা রানা মোহাম্মদ কে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার ওসি মোহম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পিস্থল সহ রানা মোহাম্মদ সোহেল রানাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বাড়ি রংপুর জেলার কেরানীপাড়া এলাকায় । তিনি মৃত মহসিন মিয়ার পুত্র। খোজ নিয়ে জানাগেছে মনিপুরীদের রাস অনুষ্ঠান উপভোগ করতে জনৈক নারী সহ শ্রীমঙ্গল অবস্থান নেনে। পরে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে তিনি আসছিলেন । এরিপোর্ট লেখাকালে হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান সন্ধ্যায় জানান, সেনা বাহিনী তাদের লোক হিসেবে তারা তাদের হেফাজতে নিয়ে গেছে। অপরদিকে আমরা তার অস্ত্র চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মেজর কেন কি কারণে গুলি ছুড়েন বিষয়টি তদন্ত করলে জানা যাবে। খবর পেয়ে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপটেন সামিউনের নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনারস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাপটেন সামিউন বলেন, ঘটনাটি ভূল বুজাবুঝি। তিনি সেনাবিহনী থেকে অবসর নিয়েছেন সেটি সঠিক। তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা যাচাই বাচাই চলছে।

]]>
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির ধান কর্তন, বাধা দিতে গিয়ে গুরুতর আহত বৃদ্ধ https://ucchakontha.com/archives/32037 Fri, 09 Dec 2022 16:57:48 +0000 https://ucchakontha.com/?p=32037 স্বপন আহাম্মেদ, চুনারুঘাট :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুড়ারকুল অলিপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমির ধান কেটে নিয়েছে একদল সন্ত্রাসী। এসময় বাধা দিতে গেলে টেটা বৃদ্ধ হয়ে গুরুতর আহত হন আজিজুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধ। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত আবস্থায় আহত বৃদ্ধকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার হুড়ারকুল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানান, হুড়ারকুল অলিপুর গ্রামের নয়ন মিয়ার ১৪ শতাংশ জমি একই গ্রামের ফারুক মিয়া জোর পুর্বক দখলের চেষ্টা চালায়। এ বিষয় নিয়ে আদালতে আবেদন করলে গত ২৬ জুন আদালত ওই জমিতে ফারুক মিয়াকে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নয়ন মিয়ার জমির ধান কেটে নিতে আসে ফারুক মিয়া, কামরুল হাসান লিংকন, ওয়াহিদ মিয়া,সালাম মিয়াসহ একদল সন্ত্রাসী। এসময় নয়ন মিয়ার পিতা আজিজুর রহমান তাদের কাছে ধান কেটে নেওয়ার কারন জানতে চাইলে সন্ত্রাসীরা তার উপর টেটা ও ফিকলসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজিজুর রহমান টেটা বৃদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে নয়ন মিয়া ও রিপন মিয়া নামে আরও দুই ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আজিজুর রহমানকে সিলেটে প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানান, কামরুল হাসান লিংকন ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অসংখ্য মামলাও রয়েছে।

]]>
চুনারুঘাটে সাংবাদিককে ডেকে নিয়ে সেটেলমেন্ট অফিসে কুপিয়ে আহত করল কর্মচারীরা; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা https://ucchakontha.com/archives/31949 Tue, 22 Nov 2022 03:32:46 +0000 https://ucchakontha.com/?p=31949 চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে মীর জুবায়ের আলম নামের এক সাংবাদিক কে কুপিয়ে আহত করেছে সেটেলমেন্ট অফিসের কর্মচারীরা।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সতং রাস্তার মুখে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের দালাল উপজেলার নয়ানী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) সাংবাদিক জুবায়েরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে দা দিয়ে সঙ্গীদের সাথে নিয়ে কুপিয়ে আহত করে। পরে পুলিশের সহায়তায় লোকজন উদ্ধার করে সাংবাদিক জুবায়ের আলম কো চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিক মীর জুবায়ের আলম বাল্লা সীমান্ত সংবাদে একটি ভিডিও আপলোড করেন।

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের কর্মরত মাহমুদুল হাসানের প্রত্যক্ষ মদদে সেটেলমেন্ট অফিসের দালালদের দিয়ে তার ওপর হামলা করান বলে সাংবাদিক মীর জুবায়ের আলম জানিয়েছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার আসামীদের ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

]]>
চুনারুঘাটের চাঞ্চল্যকর পুতুল হত্যা মামলার আসমী লাল মিয়া ও বিল্লাল মিয়া নোয়াখালী থেকে আটক https://ucchakontha.com/archives/31626 Sat, 24 Sep 2022 14:29:10 +0000 https://ucchakontha.com/?p=31626 স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামে দিনের বেলা দুর্বৃত্তদের হাতে পুতুল হত্যা মামলার ২ আসামী লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়া (৩৪) কে নোয়াখালী থেকে আটক করে পুলিশ। আটক কৃত আসামীরা গোয়াছপুর গ্রামের মুকছুম আলীর পুত্র লাল মিয়া( ৪২) ও বিল্লাল মিয়া (৩৪) এসআই অজিত তালুকদার,এসআই সদরুল আমিন এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে শুকরবার ভোর ৫ টায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে থাকা আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়

উল্লেখ্য চুনারুঘাট থানার মামলা নং ৩৮ তারিখ ২২/০৪/২০২১ এর এজাহার নামীয় আসামী ৮ জন এর মধ্যে ৪ জন জামিনে আছে মুল আসামী। ৪ জন পলাতক ছিল, তন্মধ্যে মুল আসামী ২ জনকে গ্রেফতার করিতে সক্ষম হয় পুলিশ।এ ব্যাপারে অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন দ্রুত বাকি আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।।

]]>
শায়েস্তাগঞ্জ অলিপুরে ভূমিদস্যুদের দখলমুক্ত সরকারি জায়গায় হবে ‘যাত্রীছাউনি’ https://ucchakontha.com/archives/31570 Wed, 24 Nov 2021 16:21:03 +0000 https://ucchakontha.com/?p=31570 আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সম্প্রতি দখলমুক্ত হওয়া সরকরি জায়গায় যাত্রী ছাউনি নির্মাণ হবে। অবশিষ্ট জায়গায় রিকশা, টমটম, ইমাগাড়ী ও অটোরিকশার যাত্রী উঠা নামানো করা যাবে, তবে স্ট্র্যান্ড নির্মাণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা আইনশৃ্খংলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত দেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

এমপি আবু জাহির বলেন, অলিপুরে উদ্ধারকৃত সরকারি জায়গায় ছাত্রী ছাউনি নির্মাণের পর অবশিষ্ট জায়গা লোকাল ছোট ছোট যানবাহনের যাত্রী উঠা নামা করবে। এজন্য কোন টোল বা ট্রেক্স কেউ নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। অলিপুর মহাসড়কে যেনো স্থানীয় ছোট যানবাহন উঠতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন এমপি আবু জাহির।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া, মুখলিছ মিয়া, বুলবুল খান,

থানার ওসি অজয় চন্দ্র দেব, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

]]>
সাইনবোর্ড টানিয়ে অমানবিক কাজ করেছে বিজিবি বলেন ‘ব্যারিস্টার সুমন’ https://ucchakontha.com/archives/31438 Mon, 22 Nov 2021 03:41:38 +0000 https://ucchakontha.com/?p=31438 মোঃ আব্দূল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

কতটা অমানবিক হলে পুরো বাড়িকে চোরাকারবারির বাড়ি বলে চিহ্নিত করা যায়’ বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কর্তৃক সাম্প্রতিক মাদক ও চোরাকারবারির বাড়ি উল্লেখ করে লোকজনের বাড়িতে টানানো কয়েকটি সাইনবোর্ড পরিদর্শন করে এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

২১ নভেম্বর বেলা এগারোটায় তিনি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চা বাগান এলাকার কয়েকটি সাইনবোর্ড পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে তিনি বলেন, এ সাইনবোর্ড গুলো দিয়ে বিজিবি ওই বাড়ি গুলো শুধু নয় গোটা এলাকার গায়ে একটি কলংক দিয়ে দিয়েছেন। মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির প্রতিটি পদক্ষেপরই প্রসংশা করেন তিনি । কিন্তু, ওই সাইনবোর্ড দিয়ে পরিবার গুলোকে সমাজচ্যুত করে ফেলা হয়েছে । পরিবারের একজন ব্যক্তির অপরাধ পুরো পরিবার তথা তাদের প্রজন্মকেও বহন করতে হবে।

সমাজপতিরা কাউকে সমাজচ্যুত করলে আদালতে তাদের বিচার হয়। বিজিবি ওই পরিবার গুলোকে যেখানে সমাজে ভালো করে তোলার চেষ্টা করবে তা না করে উল্টো তাদের সমাজচ্যুত করে দিয়েছে। তিনি ওই পরিবার গুলোর সদস্যদের সাথে কথা বলেন। সদস্যরা সাইনবোর্ড টানানোর কারণে তাদের সামাজিক সমস্যার কথা জানান। তিনি বলেন, বিজিবি যুদ্ধাপরাধী , দুর্নীতিবাজ , দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত বিজিবির বাড়িতে কোনো সাইনবোর্ড দিতে পারেননি । সীমান্তে চোরাকারবারি রোধে ব্যর্থ হয়ে এ অমানবিক পন্থা বেছে নিয়েছেন।

গরু প্রতি ২ হাজার টাকা নিয়ে বিজিবি গরুর পাস দেয় এমন অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।।

]]>
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার https://ucchakontha.com/archives/31421 Mon, 22 Nov 2021 03:21:37 +0000 https://ucchakontha.com/?p=31421 আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

চুনারুঘাট উত্তর বাজার মেইনরোড লন্ডন স্পাইসি এর সামনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আঃ মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল পৌনে দশটায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃআলী আশরাফ ও ওসি (তদন্ত) চম্পক দামের সার্বিক দিকনির্দেশনায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন, এসআই আল্লামা ইকবাল কবির দেওয়ান সম্রাট, ভুপেন্দ্র বর্মন এর নেতৃত্বে একদল পুলিশ।

এ সময় অভিনব কৌশলে টমটম যোগে পাচারকালে ৫কেজি গাঁজা ও বহনকারী টমটম সহ মুমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন তারা। গ্রেফতারকৃত মুমিন চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের শফিউদ্দিনের পুত্র।

মুমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য দমন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।

]]>
চুনারুঘাটে জোর পূর্বক বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কাজীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা https://ucchakontha.com/archives/31279 Tue, 16 Nov 2021 05:17:36 +0000 https://ucchakontha.com/?p=31279 মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

দুই বছর আগে নিজের অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে জোর পূর্বক বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ এনে কাজী সহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের মিলন চান নামের এক মা। গত ৯ নভেম্বর এ মামলা দায়ের করেন তিনি।

এজাহারে উল্লেখ করেন, ২০১৯ সালের ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার উসমানপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র সবুজ মিয়া (৩৫) এর বাড়িতে তার ছেলে আলমগীর মিয়া (১৯)কে অপহরণ করে তুলে নিয়ে জোর পূর্বক সবুজ মিয়ার কন্যা তাছলিমা আক্তারের সাথে বিয়ে দেন ওই ১১ জন। এবং বিষয়টি গোপন না রাখলে আলমগীরকে প্রাণে হত্যা করবেন বলে হুমকি দেন। বিবাহের দুই বছর পর সবুজ মিয়া যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে মিলন চান ও তার দুই ছেলে আলমগীর ও জালালকে আসামি করে আদালতে কাবিননামা সহ মামলা দায়ের করলে তিনি বিয়ের বিষয়টি জানতে পারেন। জানার পর তিনি সবুজ মিয়া তার স্ত্রী আছিয়া আক্তার ও স্থানীয় কাজী ( নিকাহ ও তালাক রেজিস্ট্রার) আঃ খালেক সহ ১১ জনকে আসামি করে আদালতে এ মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়েটি সামাজিক ভাবে অনুষ্ঠিত হয়েছিল। বিয়েতে বর ও কনের পিতাগণ ছাড়াও উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গ্রামের মুরুব্বীয়ান সহ দুই শতাধিক লোকজনের উপস্থিতি ছিল।

বিয়ের পর মাস ছ’য়েক মিলন চানের বাড়িতেই আলমগীর ও তাহমিনা দম্পতি বসবাস করেছিল। পরে পারিবারিক কলহের জের ধরে আলমগীর তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে প্রায় দেড় বছর বসবাস করে। মিলন চানের স্বামী ও আলমগীরের বাবা তাহির মিয়াও এ কথা স্বীকার করেন। গত ৮ অক্টোবর রাত দশটায় আলমগীরের শশুর সবুজ মিয়ার দোকানে আলমগীর ও তার স্ত্রী তাহমিনার মধ্যে ঝগড়া মারামারি হয়। ঝগড়ার সময় তাহমিনার বাবা সবুজ মিয়া, আলমগীরের ভাই জালাল ও তার মা মিলন চানও সেখানে ছিলেন । তাহমিনা তার বাবা সবুজ মিয়া ও মিলন চান রক্তাক্ত জখম হন। সবুজ মিয়ার দোকানটি মিলন চানের বসত গৃহের সন্নিকটে। ঘটনায় সবুজ মিয়া বাদী হয়ে ১৪ অক্টোবর আলমগীর তার মা-বাবা ও এক ভাইকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ- ২ আদালতে মামলা দায়ের করেন। একই ঘটনায় ১৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করেন। সে মামলায় আসামি করেন আলমগীর তার মা ও ভাই জালালকে। এদিকে নিবন্ধন অনুযায়ী আলমগীরের জন্ম তারিখ পহেলা অক্টোবর ২০০২। সে অনুযায়ী তার বর্তমান বয়স ১৯ বছর। বিয়ের সময় তার বয়স ছিলো ১৭ বছর। নিবন্ধনটি অনলাইনে রয়েছে ।

বিয়ের কাবিননামায় আলমগীরকে মোঃ আঃ রহিম নাম দিয়ে নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ উল্লেখ করা ২ অক্টোবর ১৯৯৭। এ নামে কোনো নিবন্ধন স্থানীয় ইউনিয়ন পরিষদে কিংবা অনলাইনে পাওয়া যায় না। কনে তাহমিনার জন্ম তারিখ উল্লেখ করা হয় ১৮ জানুয়ারি ২০০০ সাল। উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় তাহমিমার জন্ম তারিখ লিখা রয়েছে ৫ ডিসেম্বর ২০০৪। স্থানীয় বেশ কয়েকজন মুরুব্বি জানান, বিয়ের সময় ইমাম সাব (কাজী আঃ খালেকের সহকারী) উপস্থিত ছিলেন। বয়স কম হলে তিনি কাবিন রেজিস্ট্রি করতেন না।

কাজী আঃ খালেক বলেন, মেয়ের বয়স ১৮ ও ছেলের বয়স ২১ ছাড়া তিনি কোনো কাবিন রেজিস্ট্রি করেন না। তার সামনে অবশ্যই বয়সের প্রমাণ পত্র পেশ করতে হয়। আলমগীর ও তাহমিনার কাবিন করার সময় তিনি তাদের জাতীয় পরিচয় পত্র বা জন্মনিবন্ধনের কোনো ফটোকপি বা নাম্বার রেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এসব রাখার তার কোনো প্রয়োজন নেই।

]]>
চুনারুঘাটের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী। https://ucchakontha.com/archives/31197 Tue, 09 Nov 2021 17:38:38 +0000 https://ucchakontha.com/?p=31197 আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট।

হবিগঞ্জ জেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ মাহবুব আলী মহোদয়ের তিন দিনের সরকারি সফরে দ্বিতীয় দিনে ৮ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক গ্রামপুলিশদের মধ্যে সাইকেল বিতরণ কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর সহ প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত হাইস্কুলের ভবন উপজেলা থেকে উদ্বোধন করেন।
প্রথমে উপজেলার খেলার মাঠে 10 টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল কৃষকদের মাঝে একটি ধান কাটার মেশিন প্রান্তিক কৃষকদের মাঝে অর্থবছরের রবি মৌসুমে সরিষা ভুট্টা সূর্যমুখী মসূর গম ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শেষে মোনাজাত করে বাহিরের কার্যক্রম সমাপ্ত করেন।
দ্বিতীয়ার্ধের কাজ উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় বিকাল ৫ ঘটিকায়।
সঞ্চালনায় p.i.o প্রাবন পাল. সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক প্রধান অতিথি উদ্বোধক পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বাইশ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর মহালদার আবিদা খাতুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পিপি এডঃ আকবর হোসেন জিতু চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল পৌর আওয়ামী লীগ সভাপতি আবু তাহের মহালদার মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) আব্দুল গাফ্ফার আব্দুল সামাদ সহ আরো উপস্থিত ছিলেন।
দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ তাঁতী লীগের উপজেলা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক সাংবাদিক বৃন্দ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা প্রশাসনের কাজের প্রশংসা করেন।
ওসি আলী আশরাফ পুলিশদের বাইসাইকেল বিতরণ এর ফলে আইন-শৃঙ্খলার উন্নতি হবে বলে বক্তব্যে প্রকাশ করেন।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর দেওয়া ১২ জন চা শ্রমিকের মাঝে ১২ টি ঘরের চাবি নিজ হাতে বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী সভার সমাপ্তি ঘোষণা করেন।

]]>