সিলেট বিভাগ – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Thu, 02 Jan 2025 06:34:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ‘প্রেসক্লাব চুনারুঘাট’ এর ২২ সদস্য নতুন কমিটি ঘোষণা https://ucchakontha.com/archives/33207 Thu, 02 Jan 2025 06:34:09 +0000 https://ucchakontha.com/?p=33207  

চুনারুঘাট প্রতিনিধিঃ শাহ আলম স্বপন

১ জানুয়ারি বুধবার প্রেসক্লাব চুনারুঘাট এর ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাইফুল ইসলাম কে সভাপতি ও দৈনিক খোলা কাগজ ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কারা নির্যাতিত সাংবাদিক আঃ রাজ্জাক রাজু কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

সিনিয়র সহ সভাপতি মোঃ কদ্দুছ আলী (করাঙ্গী নিউজ ডট কম)সহ সভাপতি : আব্দুর রউফ পাশা (দৈনিক কালের সমাজ)সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক রাজু (দৈনিক হবিগঞ্জ সমাচার) যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল জাহির মিয়া (দৈনিক পর্যবেক্ষণ)সাংগঠনিক সম্পাদক: মামুনুর রশীদ ভূঁইয়া (হবিগঞ্জের আলো)সাংগঠনিক সম্পাদক: আসাদুজ্জামান খাঁন (দৈনিক আমার সংবাদ)অর্থ সম্পাদক: দ্বীপ পাল চৌধুরী (ফ্রন্টিয়ার ডট কম)আইন, সংবিধান ও দপ্তর বিষয়ক সম্পাদক: সাইফুর রহমান (প্রথম সেবা)প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারেক খাঁন (চুনারুঘাট নিউজ টোয়েন্টিফোর) সমাজকল্যাণ সম্পাদক সজল মিয়া (দৈনিক কালনেত্র)ধর্ম বিষয়ক সম্পাদক: ফরিদ উদ্দিন মাসুদ (দৈনিক ভোরের আলো)ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নাঈম আজাদ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা)পরিবেশ ও জলবায়ু সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (উন্মোচন)তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আল রাজি অনিক (ফ্রন্টিয়ার ডট কম)প্রবাস সাংবাদিকতা বিষয়ক সম্পাদক: মনির সরকার (মুক্ত বাংলা)শ্রম বিষয়ক সাংবাদিকতা সম্পাদক: বাবলু তন্তবায় (এসটি বাংলা টিভি)আন্তর্জাতিক সম্পাদক: ফজরুল ইসলাম তালুকদার (ফ্রন্টিয়ার) সদস্য: হোসাইন আলী রাজন (সংবাদ প্রতিক্ষণ) সদস্য: নজরুল ইসলাম (আমার দেশ প্রতিদিন) সদস্য: শাহ আলম স্বপন (উচ্চকণ্ঠ)মোঃ ফজলুর রহমান রিয়াদ (দৈনিক হবিগঞ্জের আলো)। আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়।

]]>
নীলফামারী-৩ আসনের সাবেক এমপি চুনারুঘাটে পিস্তল সহ জনতার হাতে আটক https://ucchakontha.com/archives/33174 Sun, 17 Nov 2024 16:21:44 +0000 https://ucchakontha.com/?p=33174  

স্বপন আহাম্মেদ, চুনারুঘাট

চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া খোয়াই বেইলী ব্রিজে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেল (৫৮) এর গাড়ির উল্টো ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম জিএম শাহিন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহত জিএম শাহিন(৪৫) সাটিয়াজুরী ইউনিয়নের উষাই নগর এলাকার মৃত ইউনুছ আলীর পুত্র। জানা জায়, রবিবার (১৭নভেম্বর) দুপুরে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেল মেজর বহনকারি ঢাকা মেট্রো ঘ- ১৩-১২৪৬ গাড়িটি শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে চলে আসলে যানজটের সৃষ্টি হয়। এসময় রানা মোহাম্মদ সোহেল গাড়িটি পেছানোর চেষ্টা করলে পিছনের দণ্ডায়মান মোটরসাইকেলে স্বজোড়ে ধাক্কা লাগে । এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডায় রানা মোহাম্মদ সোহেল এর সাথে থাকা পিস্তল উচিয়ে ফাঁকা গুলি ছুড়েন। গুলির আওয়াজে বেইলী ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় । মহুর্তের মধ্যে ব্রিজে যানজট ও আশপাশ এলাকার মানুষ জড়ো হয়। গুলাগুলি ও প্রতিপক্ষের সাথে সংঘাতময় পরিস্থিতি এড়াতে স্থানীয়রা রানা মোহাম্মদ কে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার ওসি মোহম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পিস্থল সহ রানা মোহাম্মদ সোহেল রানাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বাড়ি রংপুর জেলার কেরানীপাড়া এলাকায় । তিনি মৃত মহসিন মিয়ার পুত্র। খোজ নিয়ে জানাগেছে মনিপুরীদের রাস অনুষ্ঠান উপভোগ করতে জনৈক নারী সহ শ্রীমঙ্গল অবস্থান নেনে। পরে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে তিনি আসছিলেন । এরিপোর্ট লেখাকালে হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান সন্ধ্যায় জানান, সেনা বাহিনী তাদের লোক হিসেবে তারা তাদের হেফাজতে নিয়ে গেছে। অপরদিকে আমরা তার অস্ত্র চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মেজর কেন কি কারণে গুলি ছুড়েন বিষয়টি তদন্ত করলে জানা যাবে। খবর পেয়ে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপটেন সামিউনের নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনারস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাপটেন সামিউন বলেন, ঘটনাটি ভূল বুজাবুঝি। তিনি সেনাবিহনী থেকে অবসর নিয়েছেন সেটি সঠিক। তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা যাচাই বাচাই চলছে।

]]>
ছাত্রলীগ নেতা আল-ইমাম ও আল-ইমরানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুরসহ লুটপাট https://ucchakontha.com/archives/33135 Mon, 12 Aug 2024 08:08:17 +0000 https://ucchakontha.com/?p=33135 সিলেট প্রতিনিধি:

ছাত্রলীগ নেতার মোঃ আল-ইমাম ও মোঃ আল-ইমরানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গতবুধবার (৬ আগস্ট ২০২৪) দুপুর ২টার সময় জেলা শহর সিলেটে তাদের ভাড়া বাসায় ব্যাপক ভাংচুর ও লুটপাটের এই ঘটনা ঘটে। মোঃ আল-ইমাম ও মোঃ আল-ইমরান আপন বড়-ছোট দুই ভাই। মোঃ আল-ইমাম সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ , উপ-কর্মসংস্হান বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ছোট ভাই মোঃ আল-ইমরান সিলেট ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মোঃ আল-ইমাম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে ঢাকায় বসবাস করতেন। তখন তিনি ঢাকায় ভোটার হন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এবং মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয় এর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১০ সাল থেকে ছাত্রলীগের রাজনিতীতে সক্রিয় ছিলেন। তিনি বর্তমানে উচ্চতর পড়াশুনার জন্য ইংলেন্ডে অবস্থান করছেন।

অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেটে অবস্থান নিলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে তাড়িয়ে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিপুলসংখ্যক বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী এলাকায় সংঘবদ্ধ হন। পরে সিলেটে অবস্থানকারী যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করলে তারাও পালটা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পিছু হাটতে বাধ্য হন। এ সময় বিক্ষুব্ধ জনতা সিলেটের এলাকা নিজেদের দখলে নিয়ে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সিলেটে তাদের বাড়ি চিহ্নিত করে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং বাসার দরজা ভেংগে প্রবেশ করে। বাসার সব জিনিসপত্র ভেংগে স্বর্ণ অলংকার, গচ্ছিত ৫০ হাজার টাকা ও বাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন দিয়ে পুড়ে ফেলে। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাদের গ্রামের বাড়ি সুনামগন্জে ও হামলা করার চেষ্টা চালানো হয়।

সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ছাত্রলীগ নেতা মোঃ আল-ইমামকে তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে কমেন্ট সেকশানে, মেসেঞ্জারে এবং মুঠোফোনের মাধ্যমে দেশে না আসার হুমকি প্রদান করে। দেশে আসলে জীবন নাশের হুমকীও প্রদান করে। এই হুমকি প্রধানের পর ছোট ভাই মোঃ আল-ইমরান সহ পরিবারের বাকি সদস্যরা সবাই অন্যত্র সরে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যায়। তার ছোট ভাইকে নিয়ে পরিবারের সবাই চিন্তিত এবং সপরিবার দেশ ত্যাগের চিন্তাও করছেন।

মোঃ আল-ইমাম সাংবাদিকদের মুঠোফোনে জানান তারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। তারা বাংলাদেশ ছাত্রলীগকে মনে প্রাণে ভালবাসেন। তাই তারা কখনও কোনও অন্যায় কাজের সাথে যুক্ত ছিলেন না। তিনি আরো বলেন, কি অপরাধ আমাদের? রাজনীতি করা কি অপরাধ? এমন উদ্দেশ্য মূলক আক্রমণকে আমি তীব্র নিন্দা জানাই। সেই সাথে উপযুক্ত তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

ঘটনাকালীন সময় থানা পুলিশ কর্ম বিরতিতে থাকায় লিখিত ভাবে অভিযোগ করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ থানায় ফিরে আসলে তিনি ঘটনাস্থলের আওতাধীন থানায় সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে ক্ষয়ক্ষতি ও মূল্যবান কাগজপত্র উল্লেখ করে জিডি করবেন বলে জানান।

]]>
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির ধান কর্তন, বাধা দিতে গিয়ে গুরুতর আহত বৃদ্ধ https://ucchakontha.com/archives/32037 Fri, 09 Dec 2022 16:57:48 +0000 https://ucchakontha.com/?p=32037 স্বপন আহাম্মেদ, চুনারুঘাট :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুড়ারকুল অলিপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমির ধান কেটে নিয়েছে একদল সন্ত্রাসী। এসময় বাধা দিতে গেলে টেটা বৃদ্ধ হয়ে গুরুতর আহত হন আজিজুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধ। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত আবস্থায় আহত বৃদ্ধকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার হুড়ারকুল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানান, হুড়ারকুল অলিপুর গ্রামের নয়ন মিয়ার ১৪ শতাংশ জমি একই গ্রামের ফারুক মিয়া জোর পুর্বক দখলের চেষ্টা চালায়। এ বিষয় নিয়ে আদালতে আবেদন করলে গত ২৬ জুন আদালত ওই জমিতে ফারুক মিয়াকে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নয়ন মিয়ার জমির ধান কেটে নিতে আসে ফারুক মিয়া, কামরুল হাসান লিংকন, ওয়াহিদ মিয়া,সালাম মিয়াসহ একদল সন্ত্রাসী। এসময় নয়ন মিয়ার পিতা আজিজুর রহমান তাদের কাছে ধান কেটে নেওয়ার কারন জানতে চাইলে সন্ত্রাসীরা তার উপর টেটা ও ফিকলসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজিজুর রহমান টেটা বৃদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে নয়ন মিয়া ও রিপন মিয়া নামে আরও দুই ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আজিজুর রহমানকে সিলেটে প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানান, কামরুল হাসান লিংকন ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অসংখ্য মামলাও রয়েছে।

]]>
চিমটিবিলের হামিদা যে কারনে বাবা’র ভিটা ছেড়ে স্বামীর ভিটায়! https://ucchakontha.com/archives/32034 Sun, 04 Dec 2022 14:50:12 +0000 https://ucchakontha.com/?p=32034 চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাট সীমান্তে চিমটিবিল খাস গ্রামে একটি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা নিয়ে তোলপার চলছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পুলিশ ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ২ ডিসেম্বর আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে হামিদা খাতুন থানায় লিখিত অভিযোগে জানান, তার ভাই আইয়ুব আলী, বোন জোসনা খাতুন সহ গ্রামের কয়েকজন মুরুব্বি প্রায় ৭ মাস আগে তাকে সমাজচ্যুত করে বসত ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরের দরজায় তালা মেরে দেয়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পর এ প্রতিনিধি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিমটিবিল মসজিদের ইমাম সিরাজ উদ্দিন বলেন, চিমটিবিলে এ যাবৎ কালে সমাজচ্যুতির কোনো ঘটনা ঘটেনি। হামিদার সন্তানরা নিয়মিত মক্তবে আশা যাওয়া করছে। গ্রামের মুরুব্বি ফালান মিয়া, মোহাম্মদ আলী, ইমান আলী, লাল মিয়াসহ আরও অনেকেই বলেছেন,তাদের গ্রামে কাউকে সমাজচ্যুত করা হয়নি। হামিদা এবং তার বর্তমান স্বামী কাজল মিয়াকে হামিদার বাবার বসত ভিটায় থাকা নিয়ে হামিদার অন্যান্য ভাই বোনদের আপত্তি থাকায় হামিদা সন্তান সহ স্বামীর বাড়িতে চলে যায়।

গত ৭ মাস ধরে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছে হামিদা। তবে, একটি সূত্র বলছে, হামিদার ১ম স্বামী আঃ জলিল মারা যাওয়ার ৩৬ দিন পর সে কাজল মিয়াকে কোর্টে গিয়ে বিয়ে করে। বিয়ের ১ বছর পর হামিদা কাজলকে রেজিস্ট্রি মূলে তালাক দেয়। এর কয়েক দিন পর আবার কাজল মিয়ার সাথে হামিদা ঘর-সংসার শুরু করলে এ নিয়ে চিমটিবিল গ্রামের সাথারন মানুষের মাঝে কানাঘুষা ও সমালোচনা শুরু হয়। এ কারণে হামিদার স্বজনরা হামিদাকে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যাওয়ার চাপ প্রয়োগ অব্যাহত রাখলে হামিদা বাবার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়।

হামিদার বোন জোসনা খাতুন বলেন, আমরা হামিদাকে অনেক বুঝিয়েছি সে তার মনগড়া চলাফেরা থেকে বিরত থাকেনি। তাই তার সাথে একই বাড়িতে থাকা আমাদের সম্ভব হয়ে উঠেনি। মামলার বাদী হামিদা বলেন,তার বর্তমান স্বামীর জমি রক্ষার স্বার্থে তাকে রেজিস্ট্রার মূলে তালাক দিয়ে আবার বিয়ে করতে হয়েছে। এটা তার ভাই বোন ও গ্রামের মুরুব্বিয়ান মেনে না নিয়ে তাকে ও তার স্বামী সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।

এ কারনে ৭ মাস পর বাবার বাড়ি থেকে বিতাড়িত অবস্থায় থেকে আইনের আশ্রয় নেই। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন,সমাজচ্যুতের ঘটনার কোন আলামত পাওয়া যায়নি।

]]>
চুনারুঘাটে সাংবাদিককে ডেকে নিয়ে সেটেলমেন্ট অফিসে কুপিয়ে আহত করল কর্মচারীরা; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা https://ucchakontha.com/archives/31949 Tue, 22 Nov 2022 03:32:46 +0000 https://ucchakontha.com/?p=31949 চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে মীর জুবায়ের আলম নামের এক সাংবাদিক কে কুপিয়ে আহত করেছে সেটেলমেন্ট অফিসের কর্মচারীরা।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সতং রাস্তার মুখে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের দালাল উপজেলার নয়ানী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) সাংবাদিক জুবায়েরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে দা দিয়ে সঙ্গীদের সাথে নিয়ে কুপিয়ে আহত করে। পরে পুলিশের সহায়তায় লোকজন উদ্ধার করে সাংবাদিক জুবায়ের আলম কো চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিক মীর জুবায়ের আলম বাল্লা সীমান্ত সংবাদে একটি ভিডিও আপলোড করেন।

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের কর্মরত মাহমুদুল হাসানের প্রত্যক্ষ মদদে সেটেলমেন্ট অফিসের দালালদের দিয়ে তার ওপর হামলা করান বলে সাংবাদিক মীর জুবায়ের আলম জানিয়েছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার আসামীদের ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

]]>
হবিগঞ্জের বানিয়াচংয়ে মন্দির উন্নয়নের সরকারি বরাদ্দের টাকা ৬মাস ধরে দেবীচাঁদ মেম্বারের পকেটে! https://ucchakontha.com/archives/31763 Wed, 19 Oct 2022 17:42:59 +0000 https://ucchakontha.com/?p=31763 চুনারুঘাট প্রতিনিধি

কোন কাজ না করায় সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ প্রকাশ।।
সরকারি অনুদানের অর্থ প্রকল্প খাতে ব্যায় না করার সুযোগ নেই-ইউওনো।

স্বপন আহাম্মেদ চুনারুঘাটঃ -হবিগঞ্জের
বানিয়াচংয়ে মন্দির উন্নয়নের সরকারি বরাদ্দের টাকা ৬মাস ধরে দেবীচাদ দাস নামের এক ইউপি সদস্যর পকেটে রেখে নিজে মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইউপি সদস্যর এমন ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়লে,মন্দিরে কোন কাজ কাম না করায় সনাতন ধর্মাবলম্বীগন ক্ষোভ প্রকাশ করে এই মেম্বারের বিচার দাবি জানিয়েছেন।


এক অনুসন্ধানে জানাযায়,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের ৯নং
ওয়ার্ডের সদস্য দেবীচাঁদ দাসের বিরুদ্ধে মন্দিরের উন্নয়নের বরাদ্দকৃত সরকারি অনুদানের টাকা কোন কাজকর্ম না করিয়ে তার পকেটে রেখে মেরে দেওয়ার অভিযোগ উঠে।
এবিষয়ে স্হানীয় এলাকাবাসীর কাছ থেকে জানাযায়,প্রায় ৬ মাস পূর্বে ইউপি সদস্য দেবীচাঁদ দাস বানিয়াচং উপজেলা পরিষদ হতে পৈলারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত বসন্তপুর বড়পাড়া গ্রামের মোড়লবাড়ী মন্দির উন্নয়নের কাজের জন্য ৫০ হাজার টাকা সরকারি অনুদান আনেন।
কিন্তু দীর্ঘ ৬মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত মন্দিরের উন্নয়নমূলক কাজ করাননি।


তিনি কোন কাজ না করেই এই টাকা গুলো নিজের পকেটে রেখে মেরে দেওয়ার পায়তারা করে যাচ্ছেন।
তার এহেন ঘটনাটি গত দূর্গাপূজা পরিদর্শন উপলক্ষে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর কাছ থেকে জানতে পান এলাকাবাসী।


চেয়ারম্যান এই মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে মন্দিরের এমন অবস্থা দেখে তিনি বলেন,এই মন্দিরে ৬মমাস পূর্বে ৫০হাজার টাকা দিয়েছি কিন্তু কোন কাজ হয়নি দেখে ও জানতে পেরে তিনি নিজেও হতবাক হয়ে পড়েন।


চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর কাছ থেকে এসব শুনার পর স্হানীয় ধর্মপ্রান সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করে এই মেম্বারের বিচার দাবি করেন।
তখন এই বিষয়টি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী দেখবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।


এদিকে পৈলারকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমেশ দাস চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের মোড়লবাড়ীর এই মন্দির উন্নয়নের জন্য সরকারি ভাবে আমাদেরকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা উপজেলা থেকে।


এবং টাকা গুলো প্রদান করা হয় আমাদের ইউপি সদস্য দেবীচাঁদ দাসের নিকট।


কিন্তু টাকা পাওয়ার দীর্ঘকাল অতিবাহিত হলেও সরকারি অনুদানের একটি টাকাও মন্দিরের কাজে ব্যবহার করেননি এই ইউপি সদস্য(মেম্বার) দেবীচাদ দাস।


তিনি গোপনে টাকা গুলো নিজের কাছে রেখে আত্মসাত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন।
এব্যাপারে মেম্বারকে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন অজুহাতে অনুদানের অর্থ মন্দিরের উন্নয়ন কাজে ব্যবহার না করে বিষয়টি এড়িয়ে যান বলেও অভিযোগ করেন।
এব্যাপারে বসন্তপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্হানীয় বাসিন্দা মনীন্দ্র চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও দুঃখজনক।
আমরা চাই সরকারি বরাদ্দকৃত টাকা গুলো যেন মন্দিরের কাজে ব্যবহার করা হয়।


অন্যদিকে বসন্তপুর বড়পাড়ায় সরজমিন পরিদর্শন করে দেখা যায়,নিজের স্বকীয়তা হারিয়ে মোড়লবাড়ী মন্দিরটি বর্তমানে মলিন অবস্থায় রয়েছে।
কোন রকম ভাবে নামে মাত্রই মন্দিরটি ঠিকে আছে।
কোন প্রকার উন্নয়নমূলক কাজের আচর বা ছোঁয়া লাগেনি আজও।


এসব বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য(মেম্বার) দেবীচাঁদ দাসের সাথে যোগাযোগ করা হলে,তিনি মোড়লবাড়ী মন্দির উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন,
বন্যা ও বিভিন্ন কারণে মন্দিরের উন্নয়নের কাজ করা সম্ভব হয়নি তার।


তবে অনুদানের টাকা গুলো গচ্ছিত রয়েছে তার কাছে।
কতৃপক্ষ চাইলে তিনি যেকোন মুহুর্তে অনুদানের টাকা গুলো ফেরত দিয়ে দিতে পারবেন।
এভাবে কতৃপক্ষকে অবগত না করে মন্দির উন্নয়নের জন্য সরকারি প্রাপ্ত অনুদানের টাকা নির্ধারিত সময়ে প্রকল্প খাতে ব্যবহার না করে নিজের কাছে মজুদ রাখা কতটুকু যৌক্তিক ও আইনসঙ্গত এমন প্রশ্ন করে জানতে চাইলে,অভিযুক্ত ইউপি সদস্য দেবীচাদ মেম্বার এর কোন সদুত্তর দিতে পারেননি।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সিংহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি আমিও শুনেছি এবং গুরুত্ব সহকারে দেখছি।


কিন্তু মন্দির উন্নয়নের জন্য সরকারি অনুদানের অর্থ প্রকল্প খাতে ব্যায় না করার কোন সুযোগ নেই।
তাই এই বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার কথা বলেন তিনি।

]]>
চুনারঘাটে যুবলীগ নেতার ভাই ৪৬ বোতল ভারতীয় মাদকসহ আটক। https://ucchakontha.com/archives/31681 Sat, 01 Oct 2022 07:11:59 +0000 https://ucchakontha.com/?p=31681 চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে ভারতীয় ৩৫ বোতল ফেনসিডিল ও ১১ বোতল সিগনেচার সহ নাজমুল ইসলাম উরফে শাহলম (৩২) নামে একজন কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক শাহআলম উপজেলার গাজিপুর ইউনিয়নের বনগাও গ্রামের আ: কুদ্দুছের উরপে চাবু মিয়ার পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উস্তারের ছোট ভাই । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই খোরশেদ আলম এর নেতৃত্বে একদল পুলিশ গাজিপুর ইউনিয়নের জারুলিয়া ইছালিয়া ব্রিজেে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে থাকে কারাগারে পাটানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা জানান, ভারতীয় মাদক পাচারকালে শাহআলমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসময় পুলিশের উপস্থিত টেরপেয়ে গোবরখলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে শামিম মিয়া, পালিয়ে যায়।

]]>
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, উভয় পরিবারের মধ্যে ২০ হাজার টাকা প্রদান। https://ucchakontha.com/archives/31634 Sat, 24 Sep 2022 14:46:15 +0000 https://ucchakontha.com/?p=31634 স্বপন আহাম্মেদ, চুনারুঘাট

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরের মধ্যে কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই কৃষকের প্রানহানীর ঘটনা ঘটেছে। এই মৃত্যুর ঘটনায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পরিবারের মধ্যে ২০হাজার করে টাকা প্রদান করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মজলিশপুর মদিনা পাড়া(বন্দের বাড়ির)মৃত মোহাম্মদ খতিব উল্লার ছেলে মোহাম্মদ আব্দুল করিম মিয়া(৬০)ও একই পাড়ার পাশের বাড়ির মৃত মোহাম্মদ তারা উল্লার ছেলে মোহাম্মদ নুর উদ্দিন মিয়া(৫০)। ঘটনাটি ঘটেছে ২৪সেপ্টেম্ভর শনিবার সকাল সাড়ে ৯টায়। এলাকাবাসী ও উভয়ের পরিবার সূত্রে জানাযায়, মজলিসপুর লক্ষীবাউর রোডের মাধ্যের বিল এড়িয়ার (পিঠাবাড়ি)হাওরে আমন ধানি জমিতে কৃষি কাজ করতে যান দু’জন। এসময় হঠাৎ একটি বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহতরা। পরে আশপাশের হাওরে ধানি জমিতে কাজ করা অন্য শ্রমিকরা তাদেরকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে কাছে আসেন। এবং তাদের মৃত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিক তারা বিষয়টি উভয় পরিবারের লোকজনের মধ্যে অবগত করলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হাওরে গিয়ে জমি থেকে লাশ গুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে এলাকাবাসীর কাছ থেকে নিহত হওয়া আব্দুল করিম মিয়ার পরিবারে রয়েছে স্রীসহ ৬টি সন্তান রয়েছে। তাদের মধ্যে ১টি ছেলে ও ৫টি মেয়ে কন্যা সন্তান রয়েছে। আর নুর উদ্দিন মিয়ার পরিবারে স্রী সহ ৬টি সন্তান রয়েছে। তাদের মধ্যে ২ছেলে ও ৪ মেয়ে কন্যা সন্তান রয়েছে। উভয় পরিবারের উপার্জনকারীকে হারিয়ে আকাশ বাসাত ভারী হয়ে উঠে তাদের আহাজারিতে। তাদের পাশের বাড়ির বাসিন্দা জাহের মিয়া ও বাউল শিল্পী শাহ মুজাহিদ মিয়া জানান,নিহত হওয়া দু’জন এলাকার মধ্যে খুবই ভালো মানুষ ছিলেন এবং একে অন্যর সাথে খুবই ভালো সম্পর্ক রেখে একসাথে চলাফেরা করতেন। এমনকি তারা হাওরের কৃষিকাজ সকল ধরনের কাজকর্ম বন্ধুর মতো করে একসাথেই করতেন।

আজও এর তেমন একটা ব্যতিক্রম হয়নি তাদের কাজে যাওয়ার মধ্যে। এক সাথে গিয়েছিলেন কাজে এবং এক সাথেই মৃত্যু বরণ করলেন। উভয়ের পরিবার সূত্র ও ১নং ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মুনসুর মিয়া তাদের জানাজা ও পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করার বিষয়টিও নিশ্চিত করে বলেন,আজ বাদ মাগরিবের নামাজের পর মজলিসপুর জামে মসজিদ মাঠে উভয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তাদেরকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে বলেও জানান তিনি। এ ব্যপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সাথে যোগাযোগ করা তিনি জানান,তাদের নাম ঠিকানা সহকারে সবকিছু তথ্য জেলায় প্রেরন করা হয়েছে। এবং উভয় পরিবারকে ২০হাজার করে টাকা প্রদান করা হবে। এদিকে তাদের মৃত্যুর খবর শুনে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সিংহ তাদের বাড়িতে বেলা ৩টার দিকে দেখতে যান। এবং তারা পরিবারের সবাইকে শান্তনা দেওয়ার চেষ্টা করেন এবং সমবেদনা প্রকাশ করে উভয় পরিবারের হাতে নগদ ২০হাজার করে অর্থ প্রদান করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকার কারনে তাদের লাশটি দাফন করার জন্য উভয় পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে মাগরিবের নামাজের পর বিভিন্ন এলাকার মুসল্লীগন মজলিসপুর জামে মসজিদ মাঠে পাঙ্গনে হাজারো মুসল্লীগনের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উভয় দু’জন পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

]]>
চুনারুঘাটের চাঞ্চল্যকর পুতুল হত্যা মামলার আসমী লাল মিয়া ও বিল্লাল মিয়া নোয়াখালী থেকে আটক https://ucchakontha.com/archives/31626 Sat, 24 Sep 2022 14:29:10 +0000 https://ucchakontha.com/?p=31626 স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামে দিনের বেলা দুর্বৃত্তদের হাতে পুতুল হত্যা মামলার ২ আসামী লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়া (৩৪) কে নোয়াখালী থেকে আটক করে পুলিশ। আটক কৃত আসামীরা গোয়াছপুর গ্রামের মুকছুম আলীর পুত্র লাল মিয়া( ৪২) ও বিল্লাল মিয়া (৩৪) এসআই অজিত তালুকদার,এসআই সদরুল আমিন এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে শুকরবার ভোর ৫ টায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে থাকা আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়

উল্লেখ্য চুনারুঘাট থানার মামলা নং ৩৮ তারিখ ২২/০৪/২০২১ এর এজাহার নামীয় আসামী ৮ জন এর মধ্যে ৪ জন জামিনে আছে মুল আসামী। ৪ জন পলাতক ছিল, তন্মধ্যে মুল আসামী ২ জনকে গ্রেফতার করিতে সক্ষম হয় পুলিশ।এ ব্যাপারে অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন দ্রুত বাকি আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।।

]]>