বিনোদন – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Fri, 28 Jun 2024 06:05:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 আসছে ৩ জুলাই নাটক ‘বাঘ’ https://ucchakontha.com/archives/33084 Fri, 28 Jun 2024 06:05:42 +0000 https://ucchakontha.com/?p=33084 বিনোদন প্রতিবেদক:

বছরের পর বছর ধরে অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ: ঘোর অন্ধকারে ঢেকে যায় বাংলার আকাশ: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও প্রগতির চাকা থমকে যায়। আইন করে বন্ধ হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার, ধধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কিত সব… সবকিছু। কিন্তু ইতিহাসের ঢাকাকে বেশিদিন যেমন পিছিয়ে রাখা যায়নি, তেমনি মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুও ফিরে এসেছেন আমাদের কাছে সপ্রতিভ হয়ে। এ যেন শেখের বাঘের স্বরূপে ফিরে আসা; বর্তমান প্রজন্মের কাছে সেসব সত্য তুলে ধরতে।

আসছে দৃশ্যকাব্য প্রযোজনায় ১৩ তম প্রদর্শনী নাটক ”বাঘ” ৩ জুলাই বুধবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

বিশ্ব ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। ঘাতকদের প্রতিহিংসার হাত থেকে সে সময় ছোট্ট শিশু রাসেল যেমন রক্ষা পায়নি, তেমনি শুধু বঙ্গবন্ধুর দেওয়া উপহার বলেই নিরীহ প্রাণী বাঘটির ওপরও শুরু হয় অত্যাচার। তাকে জনসমক্ষে রাখা যাবে না, তাই রাখা হয় চিড়িয়াখানার মাটির নিচের কারাগারে।

চলে সময় নাটকের মধ্য দিয়ে সেই যথার্থতা সঠিকভাবে তুলে ধরেছেন। ইতিহাস-আশ্রিত একটি তথ্যনির্ভর নাটক নিয়ে কাজ করা একজন নির্দেশকের পক্ষে কতটা দুরূহ, তা যারা থিয়েটার-সংশ্লিষ্ট আছেন তারা বুঝতে পারেন। বাংলাদেশের নাট্যমঞ্চে জনপ্রিয় নির্দেশক হিসেবে যিনি এরই মধ্যে তার মেধা ও মননশীলতার স্বাক্ষর রেখেছেন, ড. আইরিন পারভীন লোপা, ‘বাঘ’ নাটকটি মঞ্চে আনার ক্ষেত্রে যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, যা সাধুবাদ পাওয়ার দাবি রাখে। নির্দেশক নাটকটি মঞ্চে আনার ক্ষেত্রে বাহুল্য বর্জন করে সরলভাবে বলার চেষ্টা করেছেন, যা তার নাটকের অভিনয়রীতি কৌশল, আবহ সংগীত, আলোক পরিকল্পনা, সেট, পোশাক ও প্রপসে ফুটে উঠেছে।

তুমি বিনে রে মুজিব- এ গানের মতো বঙ্গবন্ধুর বাঘ তার স্বরূপে ফিরে এসেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে একজন নাট্যকার নাসরীন মুস্তাফা, একজন নির্দেশক ড. আইরিন পারভীন লোপা ।

]]>
মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান https://ucchakontha.com/archives/32792 Sun, 07 Jan 2024 13:39:33 +0000 https://ucchakontha.com/?p=32792 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রোববার বেলা পৌনে তিনটার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে এটিকে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।

নিজের ভালো লাগার কথা জানিয়ে শাকিব বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।

এ সময় শাকিব আরও বলেন, আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাব, যে আমাদের কথা বিবেচনা করবে, উন্নয়নের জন্য কাজ করবে। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।

]]>
ছায়ানট এর সভাপতি শ্রীমতি সোমঋতা মল্লিককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন সম্মানিত নেতৃবৃন্দ https://ucchakontha.com/archives/32702 Sat, 07 Oct 2023 09:54:05 +0000 https://ucchakontha.com/?p=32702 ছায়ানট এর সভাপতি শ্রীমতি সোমঋতা মল্লিককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি

গত ৬ অক্টোবর (শুক্রবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গনে ভারত থেকে আগত কলকাতা ছায়ানট এর সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও সংগীতশিল্পী শ্রীমতি সোমঋতা মল্লিক কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন এর সম্মানিত নেতৃবৃন্দ।

]]>
ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তিতে অপূর্ব’র কোরিওগ্রাফিতে নাচলেন অনন্ত -বর্ষা https://ucchakontha.com/archives/32674 Wed, 13 Sep 2023 14:00:27 +0000 https://ucchakontha.com/?p=32674  

মোঃ রুবেল আহমেদ:

ব্লকবাস্টার সিনেমাস মাল্টিপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার এক দশক পূর্তিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

আর এই আয়োজনে নেচে মঞ্চ মাতিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা।অপূর্ব চৌধুরীর কোরিওগ্রাফিতে অনন্ত ও বর্ষা কে সঙ্গে নিয়ে নাচ পরিবেশনা করেন অপূর্ব ড্যান্স স্কুল । দীর্ঘ ৫ মিনিটের এই পরিবেশনা মন কেড়েছে দর্শকদের৷

সেখানে হাজির হয়ে অনন্ত জলিল বলেন, আজ ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালবাসা’ দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট। এজন্য যখনই উনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই। আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন।

কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী বলেন, কিছুদিন ধরে অনেক ব্যস্ত সময় পার করছি।ব্যস্ত সময়ের মধ্যেই ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তিতে অনন্ত ও বর্ষার নাচের কোরিওগ্রাফি করতেই হলো। কারণ কাজটি বিশেষ। এছাড়া বেশ কিছু কাজ হাতে রয়েছে। সেগুলো অতিশীঘ্রই শুরু করবো।’

অনন্ত-বর্ষার পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ চলচ্চিত্র জগতের অনেক তারকা।

]]>
ব্রাহ্মণবাড়িয়ায় ‘জয় বাংলা কনসার্ট’ https://ucchakontha.com/archives/32215 Sun, 05 Mar 2023 11:15:39 +0000 https://ucchakontha.com/?p=32215 ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সর্ববৃহৎ ওপেন এয়ার কনসার্ট- ‘জয় বাংলা কনসার্ট’। আগামী ৬ই মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ৭ই মার্চ জয় বাংলা কনসার্টের দিন ধার্য হলেও ‘শবে বরাত’-এর কারণে আগের দিন অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ আয়োজনে দিনব্যাপী এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস, মাকসুদ ও’ ঢাকা, ওয়ারফেজ, চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এবং চট্টগ্রামের অপু। উপস্থাপনা করবেন নন্দিন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বেলা ২টা থেকে শুরু হয় অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানটির অন্যতম আয়োজন সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘নারীর টানেই বড় বড় আয়োজনগুলো ব্রাহ্মণবাড়িতেই করা। কিছুদিন আগেও আমরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক-২০২৩ অনুষ্ঠানটি করেছি ব্রাহ্মণবাড়িয়াতেই। যে অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় নয়জন গুণীব্যক্তিবর্গ এসেছিলেন সম্মাননা পদক গ্রহণ করতে।

আমরা এভাবেই ব্রাহ্মণবাড়িয়াকে সংস্কৃতির রাজধানী হিসেবে পুননির্মাণ করতে চাই। আশা করা যাচ্ছে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দিবা-রাত্রি এই কনসার্টটি একটি সফল কনসার্ট পরিণত হবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে তরুণ প্রজন্মকে নতুনভাবে উদ্দীপিত করবে।’

]]>
চাকরিতে যোগদান করলেন সংগীতশিল্পী আসিফ আকবর https://ucchakontha.com/archives/32211 Sun, 05 Mar 2023 11:11:24 +0000 https://ucchakontha.com/?p=32211 জীবনের প্রথমবারের মতো কোনো চাকরি করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যারিয়ার জীবনের নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়ক।

ভার্সেটিল গ্রুপের ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ পদে যোগ দিয়েছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি নিজেই জানিয়েছেন চাকরির বিষয়টি।

রবিবার (৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরির বিষয়টি জানিয়ে আসিফ লেখেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

চাকরি সম্পর্কে জানিয়ে গায়ক আরো লেখেন, ‘চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।’

এই চাকরি মাধ্যমে ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে। আমার জন্য দোয়া করবেন।’

নব্বইয়ের দশকে আসিফের গায়কী জীবন শুরু হয়েছিল। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সুনামি তুলেছিলেন গোটা দেশে। ক্যাসেট বিক্রিতে রেকর্ড গড়েছিল তার এই অ্যালবামটি। সেই থেকে অত্যন্ত সুনামের সঙ্গে গান গেয়ে চলেছেন আসিফ। এবার পা বাড়ালেন নতুন জীবনে। এখন তিনি চাকরিজীবী। ভক্তদেরও উচ্ছ্বাসের সীমা নেই প্রিয় তারকার এই সুসংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই শুভেচ্ছায় ভাসাচ্ছেন গায়ককে।

]]>
শুভ জন্মদিন মোহনা টেলিভিশন! https://ucchakontha.com/archives/31887 Sat, 12 Nov 2022 16:17:30 +0000 https://ucchakontha.com/?p=31887 মোহনা টেলিভিশন প্রতিষ্ঠা এক যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোহনা টেলিভিশনের গত শুক্রবার (১১ ই নভেম্বর) ১৩ বছরে পদার্পণ উপলক্ষে মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ও মাননীয় শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাকিম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ সহ মিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

]]>
ছবির শেষ অংশে টুইস্ট, কেড়ে নিল দর্শকদের মন https://ucchakontha.com/archives/31741 Fri, 07 Oct 2022 19:57:33 +0000 https://ucchakontha.com/?p=31741 নাজমুল হাসান রনি :

দেশের ২১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সম্ভাবনাময়ী চিত্রনায়ক আদার আজাদ, চিত্রনায়িকা মাহি ও শিপন মিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

সিনেমাটির প্রথম শো প্রায় প্রেক্ষাগৃহে দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন বলে জানা গেছে। প্রথম শো দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন গুণী নির্মাতা মালেক আফসারী। সিনেমাটি দেখে তিনি বলেন, ‘যাও পাখি বলো তারে’ সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। আমি আবারও পরিবার নিয়ে আগামীকাল দেখবো। পরিচালক মানিক পরীক্ষায় উত্তীর্ণ। তাকে ১০ এর মধ্যে ১০ দেব। সিনেমাটি সবার দেখা দরকার।

অভিনেতা আদর আজাদ প্রসঙ্গে তিনি বলেন, আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করেছে। সিনেমার সংলাপগুলো দুর্দান্ত। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন। সিনেমার শেষটা সুন্দর ছিল। সিনেমার শেষটা দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।

মালেক আফসারীর কথার রেশ ধরে অভিনেতা জাহিদ ইসলাম বলেন, সিনেমার সবাই দারুণ অভিনয় করেছেন। আদর বাংলা সিনেমার পরবর্তী সুপারস্টার। প্রেমের গল্পের এই সিনেমাটি সবার দেখা দরকার।

আফতাবনগর থেকে আসা নিঝুম নামের এক দর্শক বলেন, আমি নিয়মিত সিনেমা দেখি না। কিন্তু এই সিনেমার গান ও ট্রেলার দেখে ভালো লেগেছে তাই পরিবারের সঙ্গে সিনেমাটি দেখতে আসা। সিনেমা দেখে পয়সা উসুল। সবার সিনেমাটি দেখা উচিত।

চলচ্চিত্র পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, মাহিকে এত সুন্দর আগে কখনো লাগেনি। এই সিনেমায় তার উপস্থাপন ও অভিনয় খুবই ভালো লেগেছে। ঝকঝকে তকতকে একটি সিনেমা। অনেকদিন পর হামিংয়ের ব্যাপারটা ইমন শাহ দেখিয়েছি। প্রেমের গল্পের বাইরে এই সিনেমায় দুই বন্ধুর একটি গল্প দেখেছি, যা প্রশংসনীয়।

সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী পরিচালক মানিক। তিনি বলেন, আমি বলেছিলাম একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে। তবে প্রথম শো থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করব।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা।

গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।

]]>
৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ https://ucchakontha.com/archives/31733 Wed, 05 Oct 2022 15:44:24 +0000 https://ucchakontha.com/?p=31733 নাজমুল হাসান রনি

আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। দেশজুড়ে মোট ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নিটোল প্রেমের গল্পের সিনেমাটি।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক মানিক বলেন, ‘বিশুদ্ধ প্রেমের সিনেমা এটি। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি দেখে তার মন ছুঁয়ে যাবে।’

এতে মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, ‘যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন।’

সংবাদ সম্মেলনে অতিথিদের সঙ্গে ‘যাও পাখি বলো তারে’ টিম
সংবাদ সম্মেলনে অতিথিদের সঙ্গে ‘যাও পাখি বলো তারে’ টিম
নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘এ সিনেমাতে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি পোড়ামন হবে।’

এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

দ্য অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ। আবহ সংগীত করেছেন ইমন সাহা। নির্মিত হয়েছে ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে।

]]>
২৮ দিন পর জেল থেকে মুক্তি পেলেন আরিয়ান খান https://ucchakontha.com/archives/30944 Sun, 31 Oct 2021 03:42:47 +0000 https://ucchakontha.com/?p=30944 অবশেষে মান্নাতে ফিরছেন শাহরুখ পুত্র আরিয়ান। জেল থেকে বের হতে আরিয়ানের ১০টা বাজবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। খুব সকালে মুম্বাইয়ের আর্থার রোডের জেলের বেল বেল বাক্স খোলা হয়। এরইমধ্যে মান্নাত থেকে জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।

বৃহস্পতিবার মুম্বাই হাই কোর্ট জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বের হতে আরো একদিন পার হয়ে গিয়েছে। এরপর শুক্রবার মধ্যাহ্নভোজের পর জামিনের মঞ্জুর দিলেও এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোডের জেলে পৌঁছাতে বিকাল হয়ে যায়। ফলে শুক্রবারও জেলেই কাটাতে হয় শাহরুখ পুত্রকে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তারপর ৩ তারিখ তাকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। মোট দুবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

]]>