আগামীতে মশা মানুষকে ভয় পাবে : তাপস – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 03 Mar 2020 19:08:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 আগামীতে মশা মানুষকে ভয় পাবে : তাপস https://ucchakontha.com/archives/10429 https://ucchakontha.com/archives/10429#respond Tue, 03 Mar 2020 19:08:08 +0000 https://ucchakontha.com/?p=10429 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীতে এখনই মশার উপদ্রব শুরু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরই মশা নিধনে কাজ শুরু করব। এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, আমরা যখন দায়িত্ব নেব, তখন প্রথমদিন থেকে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এভাবেই মশা নিধনে আমরা যথার্থ ব্যবস্থা নেব।

এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা মুজিববর্ষ পালন করে না, তাদের ক্ষমতায় দেখতে চায় না বাংলার মানুষ।

]]>
https://ucchakontha.com/archives/10429/feed 0