ইউএস-বাংলার মাস্কাট ফ্লাইট শুরু ১ অক্টোবর – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 27 Sep 2020 06:29:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ইউএস-বাংলার মাস্কাট ফ্লাইট শুরু ১ অক্টোবর https://ucchakontha.com/archives/19825 Sun, 27 Sep 2020 06:29:30 +0000 https://ucchakontha.com/?p=19825 আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুইটি সিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা কভিড-১৯ এ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে প্রতিসপ্তাহের সোম ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বলা হয়েছে, ইউএস-বাংলার দুটি ফ্লাইট সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। অপরদিকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বর্তমানে আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শিগগির  ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর পক্ষ থেকে। এজন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। 

]]>