যশোরে ৩৬২ বোতল ফেনসিডিল উদ্ধার – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 25 Feb 2020 06:50:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 যশোরে ৩৬২ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ https://ucchakontha.com/archives/10121 https://ucchakontha.com/archives/10121#respond Tue, 25 Feb 2020 06:49:37 +0000 https://ucchakontha.com/?p=10121 যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার এলাকা থেকে ৩৬২ বোতল ফেনসিডিল উদ্ধার ও মোস্তাকিন বিল্লাহ লাল্টু (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মোস্তাকিন বিল্লাহ সাতক্ষীরা জেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমানের ছেলে। সোমবার রাত পৌনে ১২টায় পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাঁকড়া সোমবার বিকেলে বাজারের পাশে থামালে একটি পিকআপে (যশোর-ন-১১-১১৬৯) রাখা দুটি ড্রামের ভেতর রাখা ৩৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ঝিকরগাছা থেকে ফেনসিডিলের মালিক মোস্তাকিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানায় ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: কালের কণ্ঠ

]]>
https://ucchakontha.com/archives/10121/feed 0