রাজধানীর বেশকিছু এলাকায় আজ গ্যাস নেই – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Thu, 27 May 2021 04:38:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ https://ucchakontha.com/archives/27496 Thu, 27 May 2021 04:38:09 +0000 https://ucchakontha.com/?p=27496 রাজধানীর বেশকিছু এলাকায় আজ বৃহস্পতিবার (২৭ মে) গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এসব এলাকায় বন্ধ রাখা হয়েছে গ্যাস সরবরাহ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ।

এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

]]>