অন্যান্য দেশের মতো আজ মঙ্গলবার বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল সোমবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানানো হয়। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২০ উদ্যাপন জাতীয় কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য পড়ে শোনান ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। এ সময় ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন মজুমদার, মিডিয়া কমিটির আহ্বায়ক সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ‘হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি’—এই স্লোগান সামনে রেখে ৬০টি সরকারি ও বেসরকারি সংস্থা দিবসটি উদ্যাপন করবে। আজ মঙ্গলবার সকালে অনলাইনে এ বিষয়ে আলোচনাসভা করা হবে।