উচ্চারণ : ইলবাস জাদিদান, ওয়া ইশ হামিদান, ওয়া মুত শাহিদান।

অর্থ : নতুন কাপড় পরিধান করো, প্রশংসিতরূপে দিনাতিপাত করো এবং শহীদ হয়ে মৃত্যুবরণ করো (অর্থাৎ আল্লাহ তোমাকে শহীদি মৃত্যু দান করুক, যে মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু নেই।’

উপকার : ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উমর (রা.)-এর পরনে একটি সাদা জামা দেখতে পেয়ে বলেন, তোমার এ কাপড় ধৌত করা নাকি নতুন? তিনি বলেন, না, বরং ধৌত করা। তখন তিনি উপরোক্ত দোয়া করেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৫৫৮)