রাজধানীতে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট এবং ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। গতকাল  রাতে পাঠানো সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। 

সংবাদ বিবৃতিতে বলা হয়, অভিযানে মতিঝিলের সেনা কল্যাণ ভবন থেকে ইত্তেফাক মোড় হয়ে বঙ্গভবনের কোণা পর্যন্ত এবং ধানমন্ডি ৩ নম্বর থেকে ৯/এ পর্যন্ত মোট ৪০টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখল করে পরিচালিত হওয়া প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেন।

একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত অভিযানে ৩০টি স্থাপনা পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। দুইটি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় একজনকে সতর্ক এবং আরেকজনকে পরিবেশের উন্নতি সাধন মর্মে মুচলেকা প্রদান সাপেক্ষে সতর্কও করা হয়।

ডিএসসিসি’র তিনটি ভ্রাম্যমাণ আদালত সব মিলিয়ে সোমবার মোট চারটি মামলা দায়ের ও ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।