সনজীব সরকার, বিশেষ প্রতিনিধি:
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ম্যানসিটি উলভসকে তাদের মাঠে হারিয়ে নিজেদের মৌসুমের শুভসূচনা করেছে। রেকর্ড টানা দশমবারের মত ম্যানসিটি প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে।শুরু থেকেই গার্দিওয়ালার শিষ্যরা উলভসের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে,ম্যাচের ২০ মিনিটে উলভসের ডিফেন্ডার সেইস ডিবক্সে কেভিন ডি ব্রুইনাকে ফাউল করে। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেয় ডি ব্রুইনা। ম্যাচের ৩২ মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়িয়ে দেওয়া বল আবারও জাল খুজে নেয় ফিল ফোডেনে শট।২-০ গোলের লিড নিয়ে মধ্যবিরতিতে যায় ম্যানসিটি। বিরতির পর কিছুটা ছন্দ হারায় ম্যানসিটি। পডেন্স ও রাউল জিমিনেজ সহজ দুটো সুযোগ নষ্ট না করলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম ও হতে পারত। ৭৮ মিনিটে রাউল জিমিনেজ আর ভুল করেননি, পডেন্সের দুর্দান্ত এক ক্রসে দেখার মতো এক হেড করে গোলের ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। গোল খেয়ে হুশ ফেরে ম্যানসিটির খেলোয়াড়দের। উলভসের উপর আবার চড়াও হয় গার্দিওয়ালার দল, এরই ধারাবাহিকতায় ম্যাচের ৯৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে ৩-১ ব্যবধানে মৌসুমের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করে ম্যানচেস্টারের দলটি। ম্যানসিটির হয়ে এ ম্যাচে অভিষেক ঘটে ডিফেন্ডার নাথান আকে ও মিডফিল্ডার ফেরান তোরেসের।