মহামারী করোনা ভয়াল থাবায় যখন ঘরবন্ধি অসংখ্য মানুষ এই অসংখ্য মানুষের কথা চিন্তা করে দেশের বাজারে প্রথম বারের মতো চার উদিয়মান সফল ব্যবসায়ীর সমন্নয়ে গত ২৯ মে ২১ শনিবার বিকাল ৫ টায় বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বনানীর ডি ব্লক ১৫ নম্বর রোড়ের ৪ নং হাউজের ২য় তলায় চালু হলো ই-কমার্স অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান মার্ক আস ।গ্রাহক সেবার অঙ্গিকার দিয়ে চার উদিয়মান সফল ব্যবসায়ীর সমন্নয়ে চালু করা হলো উক্ত ই-কমার্স প্রতিষ্ঠান।


মার্কআস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, হিসেবে থাকবেন মো:আবুল হোসাইন (শিবলু)ও পরিচালক হিসাবে থাকবেন,জিয়াউল ইসলাম,হেমায়েত রাসেল,রায়হান চৌধুরী,প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন বলেন, আমরা গ্রাহক সেবায় শতভাগ অঙ্গীকার দিয়ে বলতে চাই,আমাদের প্রতিটি পন্য গুনগত মান যাচাই করে আমরা মার্কেট ডেলিভারী করবো।

তিনি আরো বলেন দেশের বাজার ই-কমার্স ব্যবসায় এক অফার সম্ভবনা আছে বলে আমরা বিশ্বাস করি।মার্ক আস এর কসমেটিক আইটেম নিয়ে বিউটিশিয়ান ও লাইফস্টাইল নিয়ে কাজ করা তানিয়া জেসমিন এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমরা গ্রাহক সেবার মানউন্নয়নে বদ্ধপরিকর তাইতো আমাদের প্রতিটি কসমেটিক পন্য আমরা বিএসটিআই অনুমোদিত ও উন্নত ব্যান্ডের পন্য গুলো দিয়ে থাকি যাতে করে গ্রাহক সেবার মান ভালো থাকে ও গ্রাহক বিড়ম্বনার শিকার হতে না হয় তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেবার মান বৃদ্ধি করে যাবো।