সাংবাদিক রফিকুল ইসলাম
কুমিল্লা জেলা সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপি এম( বার)পিপি এম মহোদয় দিকনির্দেশনা এলআইসি টিমের ইন্সপেক্টর ইকতিয়ার উদ্দিন উপ-পরিদর্শক পরিমল দাস সহ অভিযান পরিচালনা করে কুমিল্লার আলেখাচর বিশ্বরোড এলাকা থেকে একটি কাপড় ভর্তি লাগেজ থেকে এক কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি সুমি আক্তার ও লিপি বেগমসহ ২নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপি এম (বার)পিপি এম জানান- রাত ১১টায় কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে কৌশল অবলম্বন করে গাড়ী পরিবর্তনের জন্য একটি লাগেজ নিয়ে ২নারী কুমিল্লা আলেখাচর বিশ^রোড মাতৃভান্ডার হোটেলের সামনে অবস্থান কালে ডিবি পুলিশের সন্দেহকালে জিজ্ঞাসাবাদে লাগেজ তল্লাশীকালে শাড়ীকাপড় ও কম্বলের ভাজে কসটেপ দিয়ে মোড়ানো বড় বড় ৪টি রোলে থাকা ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ ২নারী মাদককারবারিকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো-সিলেটের বিশ্বনাথ সিরাজপুরের দোলন মিয়ার স্ত্রী সুমি আক্তারও সিলেট ওসমাননগরের সুরুজআলীর স্ত্রী লিপি বেগম। উদ্ধারকৃত ৪০হাজার পিস ইয়াবার মূল্য ১কোটি ২০লক্ষ টাকা বলে পুলিশ সুপার জানান। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে ।