মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ পরিস্থিতি এমন হয়েছিল যে, স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারাতে হলে রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। সেই রেকর্ড গড়ার স্বপ্ন দুঃস্বপ্ন হয় গেল রেকর্ড গড়া পরাজয়ে! অস্ট্রেলিয়ার কাছে আজ ৮৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। যা বাঘিনীদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়!
আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নেমে অস্ট্রেলিয়ার গড়া রানপাহাড়ে চাপা পড়ে সালমা খাতুনের দল। অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৯০ রানের! এটিই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ১৫১ রান। ৫৩ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন অ্যালিসা হিলি। তার সঙ্গী বেথ মুনি করেছেন ৫৮ বলে অপরাজিত ৮১ রান।
শেষ দিকে ৯ বলে ৩ চার ও এক ছক্কায় ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাশলি গার্ডনার। এই তিন জনের তাণ্ডবে আজ বৃহস্পতিবার ক্যানবেরায় বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ১ উইকেটে ১৮৯ রান তুলে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সামনে অসহায় বাংলাদেশি ক্রিকেটাররা বাজে বোলিং আর ক্যাচ মিসের মহড়া প্রদর্শন করে। বোলারদের সবাই ওভারপ্রতি রান দিয়েছেন সাতের ওপর। একমাত্র উইকেটটি পেয়েছেন অধিনায়ক সালমা খাতুন।
জবাবে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ৯ উইকেটে মাত্র ১০৩ রান। সর্বোচ্চ ৩৬ রান করেছেন ফারজানা হক, সেটাও আবার ৩৫ বলে। ফারজানাসহ দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র ৪ ব্যাটসম্যান! এই মর্মান্তিক পারফর্মেন্সের ফলাফল কী হতে পারে তা সহজেই অনুমেয়। হয়েছেও তাই। ২০১৪ বিশ্বকাপে সিলেটে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ৭৯ রানে হার ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে হারের আগের রেকর্ড। আজ সেটি ভেঙে গেল। অস্ট্রেলিয়ার মেগান নিয়েছেন ২১ রানে ৩ উইকেট।