মাহফুজ বাবু
কুমিল্লা বুড়িচংয়ের ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম পূর্বপাড়া এলাকায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। জমি নিয়ে দ্বন্দের জেরে বহিরাগত সন্ত্রাসী ও স্থানীয় বখাটেদের সাথে নিয়ে প্রবাসী পরিবারের ওপর বর্বরোচিত হামলা ও লুটপাট। পুর্ব পরিকল্পিত ভাবে আজ শনিবার সকালে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নারী পুরুষ সহ আহত প্রবাসী পরিবারের ৫ জন। আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। একই গ্রামের হানিফ, সাদ্দম, হারুন, জিলানী, মঈনুদ্দিন, জালাল সহ বহিরাগতদের ১৪/১৫ জনের একটি দল নিয়ে আজ সকালে অতর্কিত এ হামলা ও বাড়ি ঘরে লুটপাট চালায়। এসময় স্বর্ণালংকার টাকা পয়সা লুট সহ আসবাবপত্র ভাংচুর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যদের। প্রবাসী আজাদের বৃদ্ধ পিতা রেনু মিয়া ও ছোট ভাই শাকিল নামে দু’জন সন্ত্রাসীদের ধারালো ছেনীর বেশ কয়েকটি কোপে গুরুতর আহত হয় । এছাড়াও প্রবাসীর স্ত্রী, বোন এবং মা সহ মোট ৫জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহতদের দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উল্লেখিত আসামীসহ জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে এলাকায় গিয়ে কিংবা ফোনে তাদের কাউকে পাওয়া যায় নি। বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতী স্বাভাবিক রয়েছে। জমি নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ রয়েছে আগে থেকেই। শনিবার কি নিয়ে সংঘর্ষের হয়েছে তা জানা যায় নি। লিখিত ভাবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।