বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীর মধ্যে দু’জনের অবস্থা খুবই ভালো এবং পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেওয়া হবে।

এছাড়া বিভিন্ন হসপিটালে আটজনকে আইসোলেশন রাখা হয়েছে বলেও জানান তিনি।