বাবু,

১৩ মার্চ ২০২০ শুক্রবার দুপু‌রে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলায় তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রয় করায় সরকার ফা‌র্মেসী‌কে ৮,০০০ টাকা, শিকদার ফা‌র্মেসী‌কে ৬,০০০ টাকা, প‌ণ্যের মূল্য তা‌লিকা সংরক্ষণ না করায় মেসার্স লো‌লিত সাহা ট্রেডার্স‌কে ৫,০০০ টাকা, অননু‌মো‌দিত কস‌মে‌টিকস বি‌ক্রয় করায় মেসার্স বৌরাণী কস‌মে‌টিকস‌কে ৫,০০০ টাকা এবং বিক্রয় নি‌ষিদ্ধ জর্দা বি‌ক্রয় করায় জয়বাবা জর্দার দোকান‌কে ৩,০০০ টাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫ টি প্র‌তিষ্ঠান‌কে সর্বমোট ২৬,০০০ টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ, জর্দা ও অননু‌মো‌দিত কস‌মে‌টিকস জব্দ ক‌রে ধ্বংস করা হয়। গৌ‌রিপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন।