পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আপাতত ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভারত যেমন বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে তেমনি আমরাও ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।

আজ রবিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি, অবস্থার উন্নতি হলে দেশে আসার জন্য কিন্তু তারা সেটা শুনছেন না। সেজন্য বাধ্য হয়ে আমরা বিভিন্ন দেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছি। যেসব দেশে করোনা ভাইরাস বেশি সেসব দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করে দিয়েছি।

মন্ত্রী বলেন, আজ রাত ১২টা ১ মিনিট থেকে এটা কার্যকর হবে। বাংলাদেশি নাগরিকদের ভারত যেতে দিচ্ছে না, আজ থেকে ভারতের কেউও বাংলাদেশে আসতে পারবেন না। কয়েকজন মানুষের জন্য আমাদের ১৬ কোটি মানুষ অসুস্থ হোক সেটা আমরা চাই না।

সেমিনারে বক্তব্য আরো বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ।