করোনা ভাইরাসের হানা আরও চার বছর স্থায়ী হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনা ভাইরাসের হুমকি।

তারা এ দাবিও করেছেন, ভাইরাসটি মোকাবিলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, আগামী দুই বছর টানা এক জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে যদি করোনার কোনো ভ্যাকসিন এই সময়ের মধ্যে আবিষ্কার না হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।

গবেষকরা আরও বলেন, করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির দিকে আরও নজর দেওয়া উচিত যেহেতু ভাইরাসটি ২০২৪ সাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এরই মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১ লাখেরও বেশি মানুষের শরীরে। অন্যদিকে এতে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।