এই সংকটের সময়ে রাস্তাঘাটে মানুষজন ঘোরাফেরা করছে। পোশাক শ্রমিকরা রাস্তায় নামছেন। এরপরও পুলিশকে কঠোর হতে দেখা যাচ্ছে না। তারা জনসাধারণকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের এই সংকটের সময়ে সরকার কঠোর হতে চাচ্ছে না। যে কারণে এ ধরনের কোনো নির্দেশনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কঠোর হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, দেখি কি করা যায়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সংকটের সময়ে অনেক কিছুই ভাবতে হচ্ছে সরকারকে। ত্রাণ বিতরণ দরিদ্র মানুষের জীবনযাপন। তাদের রুটি-রুজি বিভিন্ন বিষয়ে ভাবতে হচ্ছে সরকারকে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কঠোর হওয়ার মতো কোনো নির্দেশনা দেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে।