লালমনিরহাটের হাতীবান্ধায় ত্রাণের দাবিতে মহাসড়কে অবস্থান করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ত্রাণ প্রদানের অশ্বাস দিলে তারা বাড়ি চলে যায়। বুধবার বিকাল ৩ টা থেকে প্রায় এক ঘণ্টা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে অবস্থান করেন স্থানীয়রা।

জানা গেছে, বুধবার বিকালে ত্রাণের দাবিতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুড়িমারী-ঢাকা মহাসড়কে অবস্থান করেন। ‘ত্রান দে, না হলে বিষ দে’ এ ধরনের হাতে লেখা ফেস্টুন নিয়ে তারা দাড়িয়ে থাকে। পরে খবর পেয়ে ত্রাণ কর্মকর্তা, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রশাসন গিয়ে ত্রাণের আশ্বাস দিলে আন্দোলকারীরা
বাড়ি চলে যায়।

এ বিষয়ে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, আজও আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা পায়নি তাদের দেওয়া হবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা ত্রাণ পায়নি তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের ত্রাণ দেওয়া হবে।