দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জন।

শুক্রবার (১লা মে) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সারা বিশ্বে এ পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লক্ষের বেশি মানুষ। আর, এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২ লক্ষ ৩৯ হাজার ৬৫৩ জন ব্যক্তি। তবে, বিশ্বে এই রোগ থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১০ লাখ ৮৪ হাজার ৬০৬ জন মানুষ। এদিকে, বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।