সাংবাদিক রফিকুল ইসলাম
কুমিল্লা জেলার সাংবাদিক নিয়ে কিছু কথা আপনি কি ভেবেছেন আপনি কি জানেন না আপনিও একজন সাংবাদিক ব্যক্তি খারাপ হতে পারে সকল সাংবাদিকদের খারাপ না আমরা যেভাবে একে অপরের সমালোচনা শুরু করছি এটা কি নীতিগত হলো আপনি সিনিয়র যদি হন তাহলে গণমাধ্যমের কর্মী যদি হন বা সিনিয়র যদি হন তাহলে আপনাকে খেয়াল রাখা উচিত আপনি ওই এরিয়ার সাংবাদিকতা যদি করেন আপনি খারাপ ব্যক্তি টাকে ডাক দিয়ে নিয়ে বলতে পারেন যে তুমি এই ধরনের কিছু করো না যেটা করেছ এটা ঠিক না আপনি তাকে সিনিয়র সাংবাদিক হিসেবে বলতে পারেন আপনারা করেন নাই আপনি কি করেছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের কে অপসাংবাদিক হিসেবে আখ্যায়িত করছেন এটা কোনোভাবেই কাম্য নয়
হোক সে যে কেউ মনে রাখবেন আজকে আপনি হয়তো বড় পত্রিকায় কাজ করেন বা বড় চ্যানেলে কাজ করেন কিন্তু আরেকজন যিনি সাংবাদিক পরিচয় দেয় সেও সে অন্য একটা পত্রিকাতে কাজ করে হোক ছোট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আমার লেখাটুকু লেখা ঠিক হয়নি তবুও কি করব যে ভাবে একে অপরের পিছে সমালোচনা শুরু করে দিয়েছে তাও আবার সোশ্যাল মিডিয়াতে আমি কুমিল্লা জেলার সাংবাদিকদের কে অনুরোধ করবো আপনি কারো সমালোচনা না করে একটু চিন্তা করে দেখেন আপনি ১০০% ঠিক আছেন কিনা যদি থাকেন তাহলে ঐ সাংবাদিকদেরকে নিয়ে কথা বলবেন যারা হলুদ সাংবাদিক আর যদি না করতে পারেন তা হলে আপনার কোন অধিকার নাই অন্যকে নিয়ে সমালোচনা করা একটা কথা আছে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়
বাংলাদেশের কোন জেলায় এরকম দেখিনি একে অপরের সমালোচনা করা বা প্রতিপক্ষ মনে করা কেন এরকম করছেন আপনি কি চান আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়া আপনি ভালো হচ্ছেন আমার মনে হয়না জাতি আপনাকে ঘৃণা করছে একটু চিন্তা করে দেখেন কারণ সাংবাদিক হলো জাতির বিবেক আপনি আমি একে অপরের সমালোচনা শুরু করেছি এমন ভাবে মনে হয় যে আপনার সাথে আমার পারিবারিক কোনো ঝামেলা আছে মনে হয় যেন আমি আপনার মাথায় বড় ধরনের কোনো আঘাত করেছি চিন্তা করা উচিত আমি যা করছি এটা ঠিক নয় সারা পৃথিবীর মানুষের দেখতে পাচ্ছে আমি কি লিখছি আমি কি বলছি একবার কি ভেবে দেখেছি আমি কেনো এরকম লেখা লিখতেছি সোশ্যাল মিডিয়াতে আপনি যদি জেলার বড় সাংবাদিক হন বা সিনিয়র সাংবাদিক হন আপনার করণীয় হলো যে ভুল করবে তাকে ডাক দিয়ে নিয়ে বলতে পারেন তুমি এই ধরনের কিছু করো না আর করলে তুমি সাংবাদিকতা করতে পারবা না এটাই হলো নিয়ম কিন্তু আপনি সেটা করেননি আপনি কি করেছেন আপনি সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আজকে এই সংগঠনে আছেন কালকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বলছেন আমি আর ঐ সংগঠনে নাই এটা কি আপনি ঠিক করেছেন আমি আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখা ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ একে অপরের সমালোচনা করে এতগুলো সংগঠন না করে সবাই এক যোগ হয় কাজ করেন যদি আপনি মনে করেন যে আমি সাংবাদিকতা করতে পারবো না তাহলে আমাকে ডাক দিয়ে বলেন যে তুমি সাংবাদিকতা করোনা আমি যদি মনে করি যে আমার সিনিয়র ভাই আমাকে যেটা বলছে এটা আমার ভালোর জন্য বলছে যদি আমি সরে যাই আপনার কথায় তাহলে হয়তো আপনার সার্থক আর না হয় আপনি ব্যর্থ আপনি ব্যর্থ হওয়ার কারণটা হলো আপনি সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের সমালোচনা করতেছেন একবারও ভেবে দেখেছেন সাংবাদিক নামটা কিন্তু আগেই চলে আসে আর ঐ সাংবাদিকতার মধ্যে আপনার নাম ও আছে আপনি যেভাবে বড় সাংবাদিক বলে নিজেকে দাবি করেন বাংলাদেশের কোন এরকম দেখিনি যার যেভাবে সাংবাদিকতা করে সে করতেছে আর কুমিল্লা জেলায় একে অপরের পিছে লেগে আছে এটা কি সাংবাদিকতা হলো আপনি কি মায়ের পেট থেকে সাংবাদিকতা শিখিয়ে এসেছেন আপনি সাংবাদিকের উপর লেখাপড়া করেছেন না হয় আপনি শিখেছেন আপনি সঠিক সাংবাদিকতা যদি করেন অন্যের সমালোচনা করিয়েন না আপনি নিজেই সাংবাদিকতা করে যান আপনাকে কেউ আটকাতে পারবেনা আর হলুদের কথা বলছেন ওদের দ্বারা আপনার ক্ষতি হয় তাহলে আপনি ওদেরকে নিয়ে বসেন ওদেরকে সচেতন করেন সেটা না করে সমালোচনা করছেন সমালোচনা করা ঠিক না মনে রাখবেন আপনি কুমিল্লার সন্তান আর ঐ হলুদ সাংবাদিকতা টাও কুমিল্লার সন্তান যার সমালোচনা করছেন সে ও কুমিল্লার সন্তান সে অন্য জেলা থেকে এসে সাংবাদিকতা করে না তার অধিকার আছে আপনি সমালোচনা করতে পারেন না সে যদি কোন ভুল করে আপনি তাকে শাসন করতে পারেন কিন্তু শোষণ নয় সমালোচনা নয় আমার মতে কুমিল্লায় অনেক সাংবাদিক আছেন যিনি অনেক কিছু করে যাচ্ছেন আমাদের দেখা আছে আমরা জানি আপনি কিভাবে চলে অতএব লম্বা লম্বা কথা না বলে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে অন্যের সমালোচনা না করে আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে সকলকে নিয়ে বসেন বসে সমস্যা সমাধান করেন আপনি মনে করিয়েন না যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলে আপনি সবার চোখে অনেক বড় হয়ে গেলেন না সেটা ঠিক না মনে রাখবেন আমি ভালো তো জগৎ ভালো আমার অনুরোধ থাকবে আমি এই লেখাটা লিখে কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় আমার লেখাটা শুধু একটাই কারণ আমি দেখেছি ইদানিং আমরা একে অপরের সমালোচনা করা শুরু করেছি তাও আবার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ এর পদত্যাগ কি পরিমানে সংগঠন শুরু হয়েছে কুমিল্লাতে যা অন্য কোন জেলাতে এরকম নাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি এখনো সময় আছে ভালো হয়ে যান অন্যের সমালোচনা না করে আগে নিজে ভালো হয়ে যান নিজে ভালো হয়ে গেলে আপনাকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া লাগবে না আপনি সত্যি কারের ভালো মানুষ হলে অন্যরা আপনাকে সম্মান দেওয়া শুরু করবে তখনই আপনি প্রকৃত সাংবাদিক হবেন আমি নগন্য হিসাবে একটা কথা বলতে চাই জেলা ভিত্তিক সংগঠন এতটা হওয়া উচিত নয় কারণ যত সংগঠন হবে ততই চেঁচামপেচি বেশি হবে এত সংগঠনে না থেকে সকল সিনিয়ররা এক হয়ে কাজ করেন আপনার কাজে আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যাবে আপনি সংগঠন করে সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক হলে এটা কিন্তু সম্মানের জায়গা নয় সম্মানের জায়গা হল আপনাকে যদি কেউ সম্মান দেয় অবশেষে একটা কথা বলে বিদায় নিবো সেটা হলো আমাদের কুমিল্লাতে যারা সিনিয়র সাংবাদিক আছেন সকলে একত্রিত হয়ে একটা সংগঠনের মাধ্যমে জেলা টাকে এগিয়ে নিয়ে যান আপনি হয়তো চিরজীবন থাকবেন না কিন্তু আপনার কর্ম থেকে যাবে আপনি কি করে গেলেন আপনি ভালো কিছু না করে গেলে আপনার তো সমালোচনা করবেই অতএব সমালোচনা না করে যত তাড়াতাড়ি সম্ভব সবাই এক হয়ে এক যোগ হয়ে দশ-পনেরোটা সংগঠন না করে একটা সংগঠনের মাধ্যমে কুমিল্লার সাংবাদিকতা টা কে এগিয়ে নিয়ে যান এটাই হবে আপনার জন্য ভালো কাজ। আর আপনি হবেন প্রকৃত সাংবাদিক আমি যদি আপনার দৃষ্টিতে সাংবাদিক না হই আমি থাকার দরকার নাই যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে নিয়ে এগিয়ে যান সবার জন্য এটাই হবে ভালো কাজ সবার মঙ্গল কামনা করে আমি আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আমি কারো ছোট ভাই কারো বড় ভাই সে হিসাবে আমি আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ