মোঃ সাইফুল ইসলামঃ
কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলায় করোনা প্রতিরোধে শ্রমিক সংকটে বিভিন্ন এলাকায় শ্রমিক আসলে করোনার ঝুঁকি বাড়তে পারে- এরুপ ভেবে ব্রাক্ষণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ছাএদলের সভাপতি গাজী সাইদুল ইসলাম (এমরান) এর উদ্যোগে ২৫ জন ছাএদলের সদস্য নিয়ে একটি টিম গঠন করা হয়।
সেচ্ছায় সকল কৃষকের ধান কেটে মারাই করে বাড়ীতে পৌছে দেওয়া হয়।রবিবার সকালে পাচঁ জন কৃষকের ৬৫ শতক বৌর ধান কেটে মারাই করে দেওয়া হয়।কৃষকের নাম১)-মিজান ২)-রফিকুল ইসলাম ৩)-বাদল হোসেন ৪)-সফিকুল ইসলাম ৫)- আলী হোসেন
এই সময় উপস্তিত ছিলেন সহ সভাপতি সোহেল রানা,ছাএনেতা অনিক আহম্মেদ,ছাএ নেতা নাঈম ইসলাম,বাদল,রিফাদ,হানিফ,হেলাল,হৃদয়,ইব্রাহিম,ফরহাদ,অলি,জুনায়েদ,জহিরুল ইসলাম,শাহিন,রমজান,অবুঝ, এমরান,সাগর আনিছ। তারা বলেন এ ধরনের কাজ সবসময়ই অব্যাহত থাকবে।