মাসুদ রানা,


মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে 
সহানুভূতি কি মানুষ পেতে পারে না ।তাই সকল মানবিক দিক বিবেচনাকরে জনপ্রতিনিধির 
মতোই দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় হয়ে 
পড়েছে সারা বাংলাদেশের কর্মহীন অসংখ্য মানুষ,
জাতির এই ক্রান্তিলগ্নে  দেশের একজন সাধারন সেবক হয়ে নিজে ও নিজের পরিবারের ও বন্ধুমহলের ও উত্তর নয়ানপুর কিছু যুব সমাজের উদ্দ্যোগে উদ্দ্যোগে নিজ এলাকা উত্তর নয়ানপুর অসহায় কর্মহীন খেটে খাওয়া নিম্ম আয়ের দিনমজুরদের পাশে দাড়িয়েছেন দাগনভূইয়া থানার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,জামাল ভূইয়া ও তার নিকট আত্নীয় বন্ধুমহল ও যুব সমাজ। দেশের এই দুর্যোগ মহুত্ব্যে জামাল ভূইয়া নিজের উদ্যােগে নিকট আত্নীয় প্রবাসী বন্ধু মহলের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজ এলাকার অসহায় খেটে খাওয়া নিম্ম ও মধ্যবিত্ত ১৫০ পরিবারের মাঝে প্রতিদিনের যাবতীয় নৈত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে।কেননা দেশের এই দুর্যোগকালীন মহুত্ব্য আমরা যদি এই অসহায় মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে এদের পাশে কেননা খারাপ সময় মানুষের বেশিদিন থাকে না ।জামাল ভূইয়া আরো বলেন সরকারি,বেসরকারি উদ্যোগের পাশাপাশি, মানুষ মানুষের জন্য নিজ উদ্দ্যাগে এই পরিস্থিতিতে সকলকে এগিয়ে আশার ও আহ্বান জানিয়েছেন।যার যতটুকু সামথ্য অনুযায়ী, যেকোনো মানুষের জীবনের এমন দুর্দিন যেকোনো সময় আসতে পারে তাই মানবিক মানুষ হওয়ার জন্য যৌথ ও ব্যক্তি উদ্যোগে এগিয়ে আশা খুবই জরুরী 
এই সময়টাতে এগিয়ে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি তাই আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে কবুল করুক আমিন।