আবুল হাসেম শান্ত, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি

বুধবার বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকপ্লের আওতায় বুড়িচং উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে সেলাই মেশিন ও ব্ল্যাক ডায়মন্ড জাতের ছাগল বিকল্প আয় বর্ধন মূলক কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে উপকরণ সহায়তা বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্হাপনায ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,উপজেলা প্রাণী সম্প্রদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. তারেক মাহমুদ, বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন মৎস্য প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ হাবিবুর রহমান, আব্দুল হান্নান, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।