রোববার (৭ জুন) আফ্রিকার দেশ তিউনিসিয়ায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। এ নিয়ে টানা চারদিন ধরে সেখানে কেউ আক্রান্ত হচ্ছে না। খবর আনাদোলু এজেন্সির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টানা চতুর্থদিনের মতো রোববার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এমনকী মারাও যায়নি। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৯ জন। সেরে উঠেছে ৯৮২ জন।

তবে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে মরোক্কো ও লিবিয়ায়। মরোক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে রোববার ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১৭৭ জন। সেরে উঠেছে ৭ হাজার ৩২৮ জন। এ পর্যন্ত মারা গেছে ৪৯ জন।

এদিকে লিবিয়ার জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে রোববার ১৭ জন আক্রান্ত হয়েছে সেখানে। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬ জন। সেরে উঠেছে ৫২ জন।