এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের নির্দেশনা দিয়েছিল সরকার। যারা এই নির্দেশনা না মেনে ১৫টির বেশি সিম ব্যবহার করছেন, সেসব বাড়তি সিম ২৫ এপ্রিল, বৃহস্পতিবার মধ্যরাত (জিরো আওয়ার) থেকে এসব সিম বন্ধ করা হবে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী বাড়তি এসব সিম বন্ধ করবে দেশে থাকা মোবাইল অপারেটরগুলো। তারা মোট ২০ লাখ ৫০ হাজার মোবাইল সিম বন্ধ করবে।

এর মধ্যে গ্রামীণফোনের সিম রয়েছে চার লাখ ৬১ হাজার, বাংলালিংকের চার লাখ ৫৫ হাজার, রবির চার লাখ ১৯ হাজার, টেলিটকের চার লাখ ৮৭ হাজার ৪৯২ ও এয়ারটেলের দুই লাখ ২৫ হাজার সিম।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘নিরাপদে মোবাইল সিম ব্যবহারে এ প্রচেষ্টা আরও গ্রাহকবান্ধব হবে এবং এ খাত অধিকতর সুশৃঙ্খল হবে। আশা করছি, এর ফলে জনসাধারণ নির্বিঘ্নে উন্নত টেলিযোগাযোগ সেবা গ্রহণ করতে পারবে।’