এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ইকবাল কবিরের ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল কবীর বলেন, ‘ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারা গেছে এক হাজার ৩৮৮ জন। করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রতিমন্ত্রীও আছেন। এছাড়া সংসদ সদস্য ছাড়াও সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মন্ত্রী, এমপি, সরকারের একাধিক সচিব।