tamim iqbal family
banner

গতকাল দিনের শুরুতে ওপেনার এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের  ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। কিন্তু এবার আরো খারাপ খবর, তার পরিবারে মাসহ আরো দু’জনের শরীরে করোনা শনাক্তের বিষয় জানা যায়।

তামিম ইকবাল নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এখনো করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন।

গতকাল দুপুরের দিকে খবর ছড়িয়ে পড়ে, করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তার আগে মাশরাফির শাশুড়ি ও শ্যালিকা করোনায় আক্রান্ত হন।

এদিন সন্ধ্যার দিকেই জাতীয় দলের আরেক ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। মাশরাফি ও অপু দুজনই নিজের বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।


banner