কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে একটি ডলফিন ভেসে এসেছে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ধারালো অ’স্ত্রের আ’ঘাতে পেটের নাড়িভুড়ি বেরিয়ে এসেছে। আ’ঘাত পাওয়ার কারণে ডলফিনটির মৃ’ত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে কূলে পৌঁছার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মৃ’ত্যু হয় ওই ডলফিনটির।

ধারণা করা হচ্ছে, জে’লেদের জালে অথবা ট্রলারের আ’ঘাত পেয়ে মা’রা যায় ডলফিনটি।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশর চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন জানান, ডলফিনটি দেখে অনুমান করা যায় মৃ’ত্যু হয়েছে বেশিক্ষণ হয়নি।

তবে সাগরে মৎস্য আহ’রণ নিষিদ্ধ সময়েও কক্সবাজারে বিভিন্ন পয়েন্ট দিয়ে জে’লেরা মাছ শিকারের জন্য সাগরে যাচ্ছে।

তাদেরই কোনো জালে আ’ট’কে ও আ’হত হয়ে যে ডলফিনটি মা’রা গেল তা স্পষ্ট।

তবে ময়নাত’দন্ত রিপোর্টে কী’ আসে তা দেখে আরো নিশ্চিত হওয়া যাবে।