প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোন না কোন মানুষ!
•আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি!
•আমাদের সামনের লাইন কতটা লম্বা, সামনের সারিতে কতজন অপেক্ষমাণ, সেটাও আমাদের জানা নাই!
•ইচ্ছা করলেই আমরা কেউ লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না!
•লাইন ভেংগে পালাতেও পারবো না!
তাই যতক্ষন লাইনে দাঁড়িয়ে আছি, আমি যেন…..
*ঘুষ-দূর্নীতির টাকায় কেনা হারাম বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা না যাই!
*গভীর রাতে ইন্টারনেটে বাজে ভিডিও দেখা অবস্থায় মারা না যাই!
*বন্ধু-বান্ধবীর সাথে অশ্লীল চ্যাটিং করা অবস্থায় মারা না যাই!
*জুলুম, হত্যা, নির্যাতন, লুন্ঠন, মানুষের হক নষ্ট করা অবস্থায় মারা না যাই!
*মানুষের ঘৃণা, লাঞ্চনা, অভিশাপরত অবস্থায় মারা না যাই!
*পরকালের প্রস্তুতিবিহীন অবস্থায় মারা না যাই!
*ঈমানহারা, তওবাবিহীন অবস্থায় মারা না যাই!
এরকম ভয়ংকর দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের নসিব যেন না হয়!!!!