চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ঘাস কাটার সময় জাহাঙ্গীর (৪৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। নিহত জাহাঙ্গীর (৪৫) তেলকূপি লম্বাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে ও তার পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে তেলকূপি সীমান্তের বাংলাদেশ অংশে ঘাস কাটতে যান জাহাঙ্গীর। বেলা নয়টার দিকে ভারতের গোপালনগর বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এদিকে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তারা জেনেছেন। এবিষয়ে বিএসএফ’কে জানালে তারা গুলি করে হত্যার বিষয়টি অস্বীকার করেছে।