গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ২২ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৮৮৬ জন।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন রয়েছেন। সব মিলিয়ে দেশে ৩ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ঢাকা বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ৫২০ জন বলে জানান তিনি।
এছাড়া দেশে আরও এক হাজার ৩৫৬ জনের করোনাভাইরাসে (কভিড-১৯) শনাক্ত করা হয়েছে। মোট দুই লাখ ৪২ হাজার ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনা বিভাগ চারজন, রাজশাহী বিভাগ তিনজন, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে একজন করে রয়েছেন।