বিশ্বব্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নতুন ফিচার চালু করার ঘোষণা দিয়েছে মাধ্যমটির কর্তৃপক্ষ। ইন্সটাগ্রামে নতুনভাবে কিউআর কোড সিস্টেম চালু করছে তারা। এতে করে ব্যবহারকারী আরো সহজে তাদের একাউন্টে ঢুকতে ও তথ্য হালনাগাদ করতে এবং যেকোন একাউন্ট সহজেই খুঁজতে পারবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরাডার প্রো। 

যদিও ফিচারটি এর আগে পরীক্ষামূলকভাবে জাপানে চালু করা হয়েছিলো। মূলত নতুন এ ফিচার প্রতিটি একাউন্ডের জন্য একটি করে কিউআর কোড বরাদ্দ থাকবে। যেকোন ক্যামেরা এপ দিয়ে তা স্ক্যান করা যাবে। এর ফলে সহজেই যেকোন একাউন্ড খোঁজে পাওয়া যাবে। 

এছাড়াও কিউআর কোডটি ব্যবহার করে যে কেউ তার একাউন্টটি ব্যবসায়িক একাউন্টের সাথে যুক্ত করতে পারবে। এতে করে পণ্য ক্রয়সহ কোম্পানির কাছ থেকে যেকোন তথ্য খুঁজে পাবে।